শায়েস্তাগঞ্জে সোনার খনির সন্ধান!

নিজস্ব প্রতিনিধি:হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার নুরপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের তাহের আলীর হ্যাচারীতে গভীর নলকূপ বসাতে গিয়ে স্বর্ণের খনির সন্ধান পেয়েছেন টিউবওয়েলনির্মাণ ঠিকাদার। তিনি স্বর্ণের খনির চিহ্নিত স্থানটি পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবিগঞ্জ জেলা প্রশাসক বরাবরে একটি লিখিত আবেদন করেন।

জেলা প্রশাসক বিষয়টি দেখার জন্য হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দায়িত্ব দিলেও অদ্যাবধি কোন ব্যবস্থা বা আবিস্কারকের সাথে কোন পরামর্শ করেননি।

ঠিকাদার চুনারুঘাট উপজেলার দুবাড়িয়া গ্রামের শেখ ইউসুফ আলী জানান, ১৯৬৪ সাল থেকে টিবওয়েলের কাজ করছেন তিনি।

সম্প্রতি শ্রীরামপুরের তাহের আলীর হ্যাচারীতে টিউবওয়েল বসানোর একটি গাই করতে ৪শ ফুট গভীরে যাওয়ার পর আর যেতে পারেননি।

তিনি বলেন, স্তরটি পাথরের মত শক্ত নয় স্তরটি সোনার মত নরম হওয়ায় এতে অনুমান হয় এটি সোনার স্তর। এই স্তরটি পরীক্ষা করতে প্রায় বিশ লাখ টাকার যন্ত্রাদি ও অন্যান্য সামগ্রী লাগবে। এজন্য তিনি জেলা প্রশাসকের সহযোগিতা কামনা করেন তিনি।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *