মুখে বিষ দেয়ার আগে ধর্ষন করা হয়েছিল কিশোরী কুলসুমাকে

স্টাফ রিপোর্টার : মৃত্যুর কাছে হার মানা কিশোরী কুলসুমার মুখে বিষ দেয়ার আগে তাকে ধর্ষন করা হয়েছিল। পুলিশের সুরতহাল রিপোর্টে এমন আভাস দেয়া হয়েছে। মরদেহের সুরত হাল রিপোর্ট তৈরী করতে গিয়ে সিলেট কতোয়ালী থানার দারোগা বোরহান উদ্দিন এমন আলামত দেখতে পান। কুলসুমার ডান গালেও ছিল লালচে দাগ। শরীরের বিভিন্ন স্থানে ছিল আঘাতের চিহ্ন। এ ব্যপারে সিলেট কতোয়ালী থানায় একটি জিডি করা হয়েছে। এমনি এক পরিস্থিতির মাঝে ওই কিশোরী ২ ডিসেম্বর সিলেট এম,এ,জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করে। এ ব্যপারে ৭ ডিসেম্বর কুলসুমার বাবা আলী হুসেন কথিত প্রেমিক হাসানসহ ৯ জনের নামে চুনারুঘাট থানায় অভিযোগ দিয়েছেন। ৮ ডিসেম্বর থানার দারোগা আব্দুল্লাহ আবু জাহিদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এখনো মামালাটি এফআইআর ভুক্ত হয়নি। এলাকাবাসিরা জানান, উপজেলার গাজীপুর ইউনিয়নের ডুলনা গ্রামের দিন মজুর আলী হুসেনের কন্যা, জারুলিয়া দাখিল মাদ্রসার ৯ম শ্রেরীর ছাত্রী সুফিয়া আক্তার কুলসুমা (১৪) ২ ডিসেম্বর সকালে যথারীতি মাদ্রাসায় আসে। মাদ্রসায় বার্ষিক পরীক্ষাতে অংশ না নিয়েই য় এরপর পৃষ্ঠা-২ সে ফিরে যায় এবং একই ইউনিয়নের জারুলিয়া ( মাইঝগাও) গ্রামের রফিক মিয়ার পুত্র প্রেমিক হাসানের বাড়ীতে উঠে। এখানে প্রায় ঘন্টাখানেক অবস্থানের এক পর্যায়ে কুলসুমাকে হাসানের বাড়ীর পাশে একটি শবজি ক্ষেতে বিষাক্রান্ত অবস্থায় উদ্ধার করেন এলাকাবাসি। এলাকার লোকজন বিষাক্রান্ত কুলসুমাকে প্রথমে চুনারুঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরন করেন এবং তার কাছে রক্ষিত ৪ টি প্রেমপত্র ও ১২০ টি টাকা উদ্ধার করেন। ওই প্রেমপত্র ও টাকা বর্তমানে স্থানীয় চেয়ারম্যান মাওলানা তাজুল ইসলামের হেফাজতে রয়েছে। চুনারুঘাট হাসপাতালে শারীরিক অবস্থার অবনিতি ঘটলে কুলসুমাকে প্রেরন হয় সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে। এখানে ২ দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় ৪ ডিসেম্বর সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এলাকাবাসিরা জানান, জারুলিয়া গ্রামের রফিক মিয়ার ছেলে, এসএসসি পরীক্ষার্থী হাসানের সাথে কুলসুমার দীর্ঘদিন থেকে প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু তাদের এ প্রেমকে মেনে নিতে চায়নি হাসানের পরিবার। তাদের এ প্রেম কাহিনী ছিল অনেকরই মুখে মুখে।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *