মহাসড়কে ট্রাক্টর চলাচলে নিষেধাজ্ঞা ফুঁসে উঠেছে মালিক-শ্রমিক

স্টাফ রিপোর্টার॥ ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক্টর চলাচলে নিষেধাজ্ঞা কারনে ট্রাক্টর শ্রমিক ও মালিক নেতৃবৃন্দ ফুঁসে উঠেছে। অনতিবিলম্বে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা প্রত্যাহার না করলে হাজার হাজার শ্রমিক ও মালিক আন্দোলনে যাবে। নিষেধাজ্ঞার ফলে ট্রাক্টরের সাথে নিয়োজিত হাজারও শ্রমিক বেকার হয়ে পড়বে। ফলে ওই সকল শ্রমিক অপরাধ কর্মকান্ডে  জড়িত হয়ে পড়ার সমূহ সম্ববনা থেকে যাবে। গত ৩১ নভেম্বর মাইকযোগে পুলিশ প্রশাসনের উদ্বৃতি দিয়ে মহাসড়কে গতকঅর ১ ডিসেম্বর থেকে অনির্দিষ্ট কালের জন্য ট্রাক্টর চলাচলের জন্য নিষেধ প্রদান করেছে প্রশাসন। ট্রাক্টর সমিতির সাধারন সম্পাদক ময়না মিয়া এক যৌথ বিবৃতিতে জানান, সরকার সাধারণ বালু মহাল খোয়াই ৬০ লাখ, উবাহাটা অংশ ৬২ লাখ ১৭ হাজার, নরপতিতে ১১ লাখ ৩৩ হাজার, রাজার বাজার ১ লাখ ৩৪ হাজার, পাকুরিয়া অংশ ৫ লাখ, মনতলা ৩৬ লাখ, মুককান্দি ১৬ লাখ ৬১ হাজার, দেউরগাছ ৬ লাখ ১ হাজার টাকা, সিলিকা বালু শাহাপুর ১ কোটি ২৮ লাখ, মনতলা ৫৪ লাখ ৬১ হাজার, দেওছড়া ১২ লাখ ৩১ হাজার, কালিছড়া ৭ লাখ ১২ হাজার ও মাধবপুর চড়া ৮ লাখ ১১ হাজার টাকা ইজারা বাবত রাজস্ব নেয়। ওই সব মহালের সাধারণ ও সিলিকা বালু গভীর নদী নালা ও ছড়া থেকে উত্তোলনের জন্য ট্রাক্টর ভাড়া নেয়। আর সে সব ট্রাক্টরগুলো বালু পরিবহন করে থাকে। আর এ সব ট্রাক্টরের সাথে রয়েছে হাজারো শ্রমিকের রোজগারের মাধ্যম। সরকার ঘোষিত সিদ্ধান্তের ফলে উল্লেখিত মহালের সাধারণ বালু ও সিলিকা বালু যেমন আটকা পড়বে তেমনি অপরদিকে হাজারও শ্রমিক বেকার হয়ে পড়বে। আজ মঙ্গলবার শায়েস্তাগঞ্জ তেমুনিয়া মোড়ে জেলার সকল ট্রাক্টর  শ্রমিক ও মালিক নেতৃবৃন্দ এক মহাসমাবেশ আয়োজন করছে। ওই সমাবেশ থেকে তার নতুন আন্দোলনের ঘোষনা দিবেন বলে জানান।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *