Daily Archives: December 2, 2014

বড় মিয়া ও আঙ্গুরের অপকর্মের সন্ধান পেয়েছে তদন্ত সংস্থা

রফিকুল হাসান চৌধুরী তুহিন ..অবশেষে সকল জল্পনা-কল্পনাই কি সত্যি হতে চলছে। নাকি ৭১’এ লাখাইয়ের কৃষœপুরসহ নানা স্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের সাথে অভিযুক্ত রাজাকার আওয়ামীলীগ নেতা লিয়াকত আলী আসলেই জড়িত কিনা তা জুড়ালো ভাবে খতিয়ে দেখা হবে লাখাইবাসী এমনটিই প্রত্যাশা ছিল হবিগঞ্জে আগত আন্তজার্তিক অপরাধ ট্রাইব্যুনালের সংশ্লিস্ট তদন্ত কর্মকতার নিকট। কিন্তু পূর্ব নির্ধারিত তদন্ত অকসাৎ থমকে যাওয়ায় জনমনে এখন নানান প্রশ্ন ঘোরপাক খাচ্ছে। ৭১’সালে স্বাধীনতা যুদ্ধ চলাকালে জেলার লাখাই উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও মুড়াকড়ি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান লিয়াকত আলীর বিরুদ্ধে অসংখ্য মুক্তিযোদ্ধা ও সাধারন মানুষ হত্যা-নির্যাতন, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ উঠে। এরই প্রেক্ষিতে সংশ্লিস্ট উপজেলাধীন কৃষœপুর গ্রামের বাসিন্দা সংখ্যালঘু সম্প্রদায়ের এক ব্যক্তি লিখিত অভিযোগ করলে তা ট্রাইবুলালের তদন্ত সংস্থা ...

হবিগঞ্জে দুস্থ ও অসচ্ছলদের মাঝে শীতবস্ত্র বিতরণ

খন্দকার আলাউদ্দিন .. হবিগঞ্জে দুস্থ ও অসচ্ছলদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন বিশিষ্ট সমাজসেবক ও দানবীর লন্ডন প্রবাসী মোঃ গিয়াস উদ্দিন। গত শনিবার বিকেলে হবিগঞ্জ শহরের জি এম ভিলা কোর্ট স্টেশন রোড মোহনপুর আবাসিক এলাকায় অবস্থিত নিজ বাসভবনে তিনি এই শিতবস্ত্র বিতরণ করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ্ব শাজাহান খান, ফরিয়াদ চৌধুরী, জাকির হোসেন, মাওলানা আলহাজ্ব আব্দু সালাম,  বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল  কুদ্দুস, সবুজ মিয়া, মোঃ আজগর আলী, আলমগীর কবির, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ সদস্য ও জেলা যুবলীগ নেতা শাহজাহান কবির, নাজমুল আলম পারভেজ, আরব আলী, হাফিজুর রহমান, কুতুব উদ্দিন, ফজলু মিয়া, নানু মিয়া, মালেক মিয়া, বাচ্চু মিয়া, আলী হোসেন, ধনু, তাউছ মিয়া প্রমূখ।

মাধবপুরে ভন্ড পীরের আস্তানা

মাধবপুর প্রতিনিধি .. মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের রাজনগর সীমান্তের ভারতীয় কাঁটা তারের ভেড়া সংলগ্ন স্থানে ভূয়া মাজারকে কেন্দ্র কর ভন্ড পীরের আস্তানা গড়ে ওঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, ৬-৭ মাস পূর্বে কিশোরগঞ্জ জেলার বায়েজীদপুর থেকে সুফল শাহ নামে এক ভন্ড পীর উপজেলার চৌমুহনী ইউনিয়নের রাজনগর গ্রামের আঃ শহীদ মিয়ার বাড়ীতে আশ্রয় নিয়ে রাতারাতি সীমান্তের কাঁটাতারের বেড়া সংলগ্ন স্থানে একটি ভূয়া মাজার সৃষ্টি করে। এই ভূয়া মাজারকে তিনি লেংটা অলি কাঞ্চন শাহ বাবার মাজার হিসেবে এলাকায় প্রচার করতে থাকেন। এলাকায় তিনি মাজার কে›ন্দ্রীক কয়েকজন দালালও সৃষ্টি করেন, যারা তাকে কামেল ওলি হিসেবে প্রচার করতে থাকেন। এলাকার প্রবীণ  মুরুব্বিদের সঙ্গে মাজার সম্পর্কে জানতে চাইলে তারা কেউই এই এলাকায় কাঞ্চন শাহ নামের কোনো ...

পাইকপাড়া ইউনিয়ন যুবদলের পূনাঙ্গ কমিটি গঠন

স্টাফ রিপোর্টার .. বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চুনারুঘাট উপজেলার ৪নং পাইকপাড়া ইউনিয়ন শাখার ১০১ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন করা হয়েছে। গত ২৯ নভেম্বর বিকেল ৩টায় যুবদলের কমিটি গঠন উপলক্ষ্যে মাগুরউন্ডা চেয়ারম্যান বাজারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পাইকপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আইয়ুব আলী অসুস্থ্যতার কারনে উপস্থিত না থাকায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির ইউনিয়ন সাধারন সম্পাদক মোঃ জবরু মিয়া তালুকদার। অন্যান্যদের মাঝে  ছিলেন চুনারুঘাট উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর সিরাজ আলী, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ সামছুল হক তালুকদার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ খায়রুল আলম, উপজেলা যুব দলের সভাপতি মোঃ জাহাঙ্গীর মিয়া, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ইউনিয়ন কৃষকদল সভাপতি আজগর আলী খান, ওয়ার্ড বিএনপি নেতা  রফিক মিয়া, ছিদ্দিক মিয়া, আওয়াল ...

আসামপাড়ায় নিজের চালিত টেম্পুর নিচে প্রাণ গেল সুজনের

মোঃ ফারুক মিয়া .. চুনারুঘাটের উপজেলা আসামপাড়া সড়কে এক টেম্পু চালক নিহত হয়েছে। নিহত টেম্পুর চালক সুজন (১৭) গাজিপুর ইউপির জারুলিয়া গ্রামের দিদার মিস্ত্রীর পুত্র। প্রত্যক্ষদর্শী সাজ্জাদুর রহমান জানান সকাল ৭ ঘটিকায় ডিজেল ইঞ্জিন চালিত টেস্পু নিয়ে চালক সুজন মিয়া আসামপাড়া থেকে ছেড়ে এসে ইছালিয়া ব্রীজের কাছে পৌছলে রেমা চা-বাগান সড়ক হইতে একটি দ্রুতগামী মোটর সাইকেল পাশ কাটাতে চাইলে সুজন তার গাড়ীর গতি রোধ করার চেষ্টা  করলে টে¤পুটি উল্টে যায়।এতে ঘটনাস্থলেই  সুজন নিহত হয়। পরে লোকজন লাশ উদ্ধার করে সুজনের বাড়িতে নিয়ে আসে। পরে ইউপি চেয়ারম্যান কে অবগত করে লাশ দাপনের ব্যবস্থা করা হয়। এ রিপোট লেখা পর্যন্ত নিহত চালক সুজনের পরিবারে শোকের মাতম চলচিল।

চুনারুঘাটে পাচারকারী গাছ চোর চক্রটি বে-পরোয়া

স্টাফ রিপোর্টার ... চুনারুঘাটে পাচারকারী গাছ চুর চক্রটি বে-পরোয়া হয়ে উঠেছে। চক্রটি গত বৃহস্পতিবার রাতে চুনারুঘাট আসামপাড়া চড়কের গঙ্গানগর এলাকা থেকে আরও ৩টি গাছ চুরি করে কেটে নিয়েছে। চক্রটি দিনদিন শক্তিশালী হয়ে গড়ে উঠেছে। এ ব্যাপারে প্রশাসনিক ও বন বিভাগে কর্মকতাদেরর মাথা ব্যাথা আছে বলে মনে হচ্ছে না।গত রবিবার রাতে একই স্থান থেকে ৯টি  আকাশী গাছ গাছ চোরেরা কেটে নেয়। এ বিষয়টি প্রত্রিকায় প্রকাশ হওয়া পরও বন বিভাগের কর্মকর্তারা নীরব। তাদের কোন পদক্ষেপ নেয়া হচ্ছে না। সূত্র জানায়.গাছ পাচারকারী চক্রটি  বন বিভাগের সাথে যোগ সাজস রয়েছে। এতে পাচারকারী চক্র প্রতিনিয়ত গাছ পাচারে সক্রিয় হয়ে উঠেছে। ্এ দিকে সরকার হারাচ্ছে লাক্ষ লাক্ষ টাকা রাজস্ব আয়। অন্যদিকে ধানি জমিতে গাছ কেটে ফেলায় ...

সামাজিক উন্নয়নের প্রতিষ্ঠাতা রমিজ উদ্দিন আর নেই

স্টাফ রিপোর্টার ... চুনারুঘাট পৌরসভার সদ্য প্রয়াত মেয়র আলহাজ্ব মোহাম্মদ আলীর ভগ্নিপতি হবিগঞ্জ মহকুমার প্রতিষ্ঠাকালীন ছাত্রলীগের সভাপতি মোঃ রমিজ উদ্দিন (৬৫) ইন্তেকাল করেছেন। ইন্না....রাজিউন। গত শুক্রবার সন্ধ্যায় পৌর শহরের বড়াইল গ্রামস্থ তার নিজ বাসভবনে হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। তিনি রমিজ মডেল ও সামাজিক উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠাতা ছিলেন। তিনি হোম সেভিং ব্যাংক নামে প্রতিদিন অর্থ জমা রাখার পদ্ধতি আবিস্কার করে খ্যাতি অর্জন করেন। তার মৃত্যুতে চুনারুঘাটে শোকের ছায়া নেমে আসে। তিনি প্রয়াত মেয়র আলহাজ্ব মোহাম্মদ আলী ও সাবেক পৌর কাউন্সিলর মোঃ ফারুক উদ্দিনের ভগ্নিপতি। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ পুত্র ও ১ কন্যাসহ অনেক গুনগাহী রেখে গেছেন। গত শনিবার বাদ জোহর চুনারুঘাট সদর ঈদগাহ ময়দানে মরহুমের জানাজার নামায শেষে ...

গোলাম মোস্তাফা কুঠি

প্রথম সেবা ॥জেদ্দা প্রতিনিধি নিযুক্ত গোলাম মোস্তাফা কুঠি সৌদিয় আরবের সাপ্তাহিক প্রথম সেবার জেদ্দা প্রতিনিধি নিযুক্ত হয়েছেন। গতকাল রবিবার সম্পাদক সাক্ষরিত এক পত্রে তাকে জেদ্দার প্রতিনিধি নিয়োগ দেয়া হয়। তিনি এখন থেকে জেদ্দায় বসবাসরত দেশী ও বিদেশীদের মানুষের সুখ দু:খের জীবন গাথা কাহিনী তুলে ধরবেন প্রথম সেবায়।

হাওয়ায় চলা মোটরসাইকেলের উদ্ভাবক নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি..ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন বাতাসে চলা মোটরসাইকেলের উদ্ভাবক হাফেজ নুরুজ্জামান (২৬)। রোববার দুপুর দেড়টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে তিনি মারা যান। এসময় আরো তিনজন নিহত হয়েছে। হাফেজ নুরুজ্জামান চট্টগ্রাম শ্যামলী পলিটেকনিকেল ইনস্টিটিউটের শেষ বর্ষের ছাত্র এবং হবিগঞ্জ সদর উপজেলার রিচি গ্রামের সৈয়দ আলী ও রোকেয়া বেগমের ছেলে। তিন ভাই তিন  বোনের মধ্যে নুরুজ্জামান সবার ছোট। নুরুজ্জামানের মামা আকরাম আলী বলেন, ভাগ্নে নুরুজ্জামান বাতাস চালিত মোটরসাইকেল উদ্ভাবন করেছে। কোনো তেল, গ্যাস বা পেট্রোল ছাড়াই চলবে এটি। যা পরিবেশের কোনো ক্ষতি করবে না। আকরাম আলী জানান, গত ৫ মার্চ হবিগঞ্জ টেকনিকেল স্কুল অ্যান্ড কলেজ এলাকায় বাতাস চালিত মোটরসাইকেলের প্রদর্শণ করে। এসময় আনুষ্ঠাকিভাবে মোটরসাইকেলে চড়েও সে। ...

ফের গ্রেফতার হলেন তুরস্ক প্রবাসী মোস্তাক

জামিন পেয়েও বাড়ি ফেরা হলো না বানিয়াচঙ্গের তুরস্ক প্রবাসী মোস্তাকের।  হবিগঞ্জ জেলা কারাগার থেকে জামিনে বের হয়ে যাওয়ার সময় কারাফটকে ডিবি পুলিশের হাতে ফের গ্রেফতার হন তিনি। বিভিন্ন সূত্র জানায়, তুরস্ক প্রবাসী মোস্তাককে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৭ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। অপরদিকে, মোস্তাককে নিরপরাধী দাবি করে তার জামিন দেয়ার জন্য আদালতে আবেদন করেন তার আইনজীবী। সোমবার উভয় আবেদনের শুনানি শেষে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (কগ-৫) আদালতের বিজ্ঞ বিচারক রিমান্ড আবেদন না-মঞ্জুর এবং প্রবাসী মোস্তাকের জামিন আবেদন মঞ্জুর করেন। আদালতের আদেশের প্রেক্ষিতে সোমবার হবিগঞ্জ জেলা কারাগার থেকে মোস্তাককে মুক্তি দেয়া হয়। সন্ধ্যার দিকে জেল থেকে বের হওয়ার সময় হবিগঞ্জ ডিবি পুলিশের এসআই সুদ্বীপ রায়ের নেতৃত্বে একদল পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে যায়। উল্লেখ্য, গত ২৪ নভেম্বর ...

মেধাবী ছাত্র শামীম সংকটাপন্ন

স্টাফ রিপোর্টার..চুনারুঘাট উপজেলা আমরোড কালামন্ডল গ্রামের মেধাবী ছাত্র শামীমের শারীরিক অবস্থা সংকটাপন্ন। দীর্ঘদিন যাবত মরন ব্যাধি ক্যান্সারের সাথে যুদ্ধ করে চলছে সে। গত ২৩ নভেম্বর থেকে শমীম সিলেট মহানগর পলি ক্লিনিকে অদ্যবধি ভর্তি আছেন। ক্যান্সারের জন্য ইতোমধ্যে তাকে ৫টি ক্যাম্পে থেরাপি দেয়া হয়েছে। সিলেট মহানগর পলি ক্লিনিকের ম্যানেজার মাসুদ আহমেদ প্রথম সেবাকে জানান, শামীমকে বাঁচাতে চুনারুঘাট আহমদাবাদ ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজুসহ তার অনেক বন্ধু-বান্ধব এগিয়ে এসে চিকিৎসার ব্যয় বহন করেছেন। ভারতে একটি প্রাইভেট হাসপাতালেও তার চিকিৎসা করানো হয়েছে। কিন্তু  পুরোপুরি সেরে উঠেনি। এরই মধ্যে চুনারুঘাট উপজেলার ময়নাবাদ গ্রামের বিশিষ্ট দানশীল ব্যক্তিত্ব লন্ডন প্রবাসী কুইন অ্যাওয়ার্ড প্রাপ্ত মামুন চৌধুরী শামীমের চিকিৎসার জন্য হাত বাড়িয়েছেন। তিনি শামীমের সফল চিকিৎসার ...

মাধবপুরে মাদক সম্রাট আলী আকবর গ্রেফতার

মাধবপুর প্রতিনিধি ... মাধবপুর থানা পুলিশ শনিবার রাতে মাদক সম্রাট আলী আকবরের বাড়িতে অভিযান চালিয়ে ৪ বোতল ফেনসিডিল ও ১০ পিচ ইয়াবা সহ মাদক সম্রাট আলী আকবর কে গ্রেফতার করেছে। থানার এসআই শামস্-ই-তাব্রীজ জানান, ওইদিন রাত সাড়ে ৮ টার দিকে গোপন সুত্রে খবর পেয়ে পৌরসভার পশ্চিম মাধবপুর এলাকার মৃত দিল্লর আলীর ছেলে মাদক সম্রাট আলী আকবরের বাড়ির পুকুর পাড়ে অভিযান চালিয়ে ১০ পিচ ইয়াবা ও ৪ বোতাল ফেনসিডিল সহ আলী আকবর কে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

মাধবপুরে নিখোঁজ মোটরসাইকেল চালকের লাশ উদ্ধার

মাধবপুর প্রতিনিধি ...মাধবপুর উপজেলার জগদিশপুর চা বাগানের মোটর সাইকেল চালক রমজান আলী (৩৩) নিখোঁজ হওয়ার ৬ দিন পর অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে তার মোটর সাইকেল টি এখনও উদ্ধার হয়নি। রোববার সকালে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ ঢাকা সিলেট মহাসড়কের অলিপুর নামক স্থান থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করে। পুলিশের ধারনা মোটর সাইকেল ছিনিয়ে নিয়ে দূর্বত্তরা তাকে হত্যা করে লাশ মহাসড়কের পাশে ফেলে রাখে।  মাধবপুর উপজেলার জগদিশপুর চা বাগানের আব্দুল আউয়ালের ছেলে  নিহতের ভাই হুমায়ুন মিয়া জানান, তার ভাই রমজান আলী ভাড়ায় মোটার সাইকেল চালাত। গত ২৪ নভেম্বর সন্ধ্যায় একজন যাত্রী নিয়ে জগদিশপুর তেমুনিয়া থেকে উত্তর দিকে যায়। এরপর থেকে তার খোজে পাওয়া যাচ্ছিল ...