হাওয়ায় চলা মোটরসাইকেলের উদ্ভাবক নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি..ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন বাতাসে চলা মোটরসাইকেলের উদ্ভাবক হাফেজ নুরুজ্জামান (২৬)। রোববার দুপুর দেড়টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে তিনি মারা যান। এসময় আরো তিনজন নিহত হয়েছে। হাফেজ নুরুজ্জামান চট্টগ্রাম শ্যামলী পলিটেকনিকেল ইনস্টিটিউটের শেষ বর্ষের ছাত্র এবং হবিগঞ্জ সদর উপজেলার রিচি গ্রামের সৈয়দ আলী ও রোকেয়া বেগমের ছেলে। তিন ভাই তিন  বোনের মধ্যে নুরুজ্জামান সবার ছোট। নুরুজ্জামানের মামা আকরাম আলী বলেন, ভাগ্নে নুরুজ্জামান বাতাস চালিত মোটরসাইকেল উদ্ভাবন করেছে। কোনো তেল, গ্যাস বা পেট্রোল ছাড়াই চলবে এটি। যা পরিবেশের কোনো ক্ষতি করবে না। আকরাম আলী জানান, গত ৫ মার্চ হবিগঞ্জ টেকনিকেল স্কুল অ্যান্ড কলেজ এলাকায় বাতাস চালিত মোটরসাইকেলের প্রদর্শণ করে। এসময় আনুষ্ঠাকিভাবে মোটরসাইকেলে চড়েও সে। নুরুজ্জামান ছোট বেলা থেকেই অনুসন্ধিৎসু ছিল। নতুন নতুন কিছু তৈরি করাই ছিল তার নেশা। এজন্য তাকে পলিটেকনিকে ভর্তি করা হয়।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *