মাধবপুরে ভন্ড পীরের আস্তানা

মাধবপুর প্রতিনিধি .. মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের রাজনগর সীমান্তের ভারতীয় কাঁটা তারের ভেড়া সংলগ্ন স্থানে ভূয়া মাজারকে কেন্দ্র কর ভন্ড পীরের আস্তানা গড়ে ওঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, ৬-৭ মাস পূর্বে কিশোরগঞ্জ জেলার বায়েজীদপুর থেকে সুফল শাহ নামে এক ভন্ড পীর উপজেলার চৌমুহনী ইউনিয়নের রাজনগর গ্রামের আঃ শহীদ মিয়ার বাড়ীতে আশ্রয় নিয়ে রাতারাতি সীমান্তের কাঁটাতারের বেড়া সংলগ্ন স্থানে একটি ভূয়া মাজার সৃষ্টি করে। এই ভূয়া মাজারকে তিনি লেংটা অলি কাঞ্চন শাহ বাবার মাজার হিসেবে এলাকায় প্রচার করতে থাকেন। এলাকায় তিনি মাজার কে›ন্দ্রীক কয়েকজন দালালও সৃষ্টি করেন, যারা তাকে কামেল ওলি হিসেবে প্রচার করতে থাকেন। এলাকার প্রবীণ  মুরুব্বিদের সঙ্গে মাজার সম্পর্কে জানতে চাইলে তারা কেউই এই এলাকায় কাঞ্চন শাহ নামের কোনো লোকের বসবাস বা ওলি ছিল কিনা জানেন না বলে জানান। তারা জানান, ওই স্থানে কোনো ধরণের মাজার নেই। বরং সুফল শাহ এখানে এসে সাধারণ মানুষকে মাজারের কথা বলে কাল্পনিক কিছু তথ্য প্রচার করে প্রতারিত করছেন। স্থানীয় সূত্রে আরও জানা যায়, ভন্ড পীর সুফল শাহ এখানে মাজার তৈরি করার সময় একটি পাথর দেখিয়ে সবাইকে তার মাজারের এই পাথরে চুমু দেওয়ার কথা বলতো এবং লোকজনকে বলতো এই পাথরে চুমু দিলে সব রকমের রোগ থেকে মুক্তি লাভ এবং গোনাহ মাফ হয়ে যায় বলে প্রচার করতো। বর্তমানে সরেজমিনে মাজার এলাকায় ঘুরে পাথরের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। ভন্ড পীর সুফল শাহর সঙ্গে কথা বললেও তিনি সাংবাদিক বুঝতে পেরে কথা না বলে মাজার এলাকা থেকে চলে যান। স্থানীয় বাসিন্দারা জানান, পার্শ্ববতী শাহজালালপুর গ্রামের গ্রাম পুলিশ আব্দুস ছোবানের পুত্র আঃ ছামাদ বিভিন্ন রোগে ভোগছিল, ভন্ড পীর সুফল শাহ তাকে ভালো করে দেওয়ার কথা বলে কাঞ্চন শাহ বাবার মাজারে একটি মহিষ দান করার কথা বলে। কিছু দিন পর গ্রাম পুলিশ আব্দুস ছোবানের পুত্র আঃ ছামাদ রোগ থেকে মুক্তি লাভ না করলেও সুফল শাহ নিজেই একটি মহিষ কিনে এনে প্রচার করতে থাকে আঃ ছোবানের পুত্র রোগ থেকে মুক্তি লাভ করায় তিনি খুশি হয়ে মহিষ দান করেছে। এ ব্যাপারে আঃ ছামাদ বলেন, আমরা কোনো মহিষ দান করিনি, বরং সে নিজের টাকা দিয়ে মহিষ কিনে এনে আমরা দিয়েছি বলে প্রচার করছে। আর আমার কোনো রোগ তার ধারা ভালো হয়নি।

কথিত পীরের মাজারটি ভারতীয় রাজনগর-সিদাই সীমান্তের কাঁটাতার বেড়া সংলগ্ন জিরো পয়েন্টে হওয়ায় মাঝে মাঝে সীমান্তে উত্তেজনা দেখা যায়। পীর সুফল শাহকে নিয়ে নানা রকম কথা শুনা যায়। সুফল শাহকে কয়েকদিন আগে শহীদ মিয়ার বাড়ি থেকে বের করে দেয়ার পর তিনি একই গ্রামের মৃত আব্দুল খালেক মুন্সির পুত্র আঃ আজিজের বাড়িতে আশ্রয় গ্রহণ করেন। এ ব্যাপারে এলাকাবাসী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *