বড় মিয়া ও আঙ্গুরের অপকর্মের সন্ধান পেয়েছে তদন্ত সংস্থা

রফিকুল হাসান চৌধুরী তুহিন ..অবশেষে সকল জল্পনা-কল্পনাই কি সত্যি হতে চলছে। নাকি ৭১’এ লাখাইয়ের কৃষœপুরসহ নানা স্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের সাথে অভিযুক্ত রাজাকার আওয়ামীলীগ নেতা লিয়াকত আলী আসলেই জড়িত কিনা তা জুড়ালো ভাবে খতিয়ে দেখা হবে লাখাইবাসী এমনটিই প্রত্যাশা ছিল হবিগঞ্জে আগত আন্তজার্তিক অপরাধ ট্রাইব্যুনালের সংশ্লিস্ট তদন্ত কর্মকতার নিকট। কিন্তু পূর্ব নির্ধারিত তদন্ত অকসাৎ থমকে যাওয়ায় জনমনে এখন নানান প্রশ্ন ঘোরপাক খাচ্ছে। ৭১’সালে স্বাধীনতা যুদ্ধ চলাকালে জেলার লাখাই উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও মুড়াকড়ি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান লিয়াকত আলীর বিরুদ্ধে অসংখ্য মুক্তিযোদ্ধা ও সাধারন মানুষ হত্যা-নির্যাতন, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ উঠে। এরই প্রেক্ষিতে সংশ্লিস্ট উপজেলাধীন কৃষœপুর গ্রামের বাসিন্দা সংখ্যালঘু সম্প্রদায়ের এক ব্যক্তি লিখিত অভিযোগ করলে তা ট্রাইবুলালের তদন্ত সংস্থা খতিয়ে দেখার সিদ্ধান্ত নেন। এ লক্ষ্যেই গত ২৬ নবেম্বর হবিগঞ্জে আসেন তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক আইজি সানাউল হকের নের্তৃত্বে একটি টীম। পরদিন সকালে অভিযুক্ত লিয়াকতের বিরুদ্ধে স্বাক্ষী দিতে  হবিগঞ্জ সার্কিট হাউজের উদ্দেশ্যে রওয়ানাও হন স্বাক্ষীরা। পথিমধ্যে ওই উপজেলাধীন মুড়াকড়ি গ্রামের বাসিন্দা আদ্যাক্ষরের ‘ম’ নামধারী এক আওয়ামীলীগ নেতা ও অভিযুক্ত ব্যক্তি সাঙ্গপাঙ্গদের নিয়ে নাকি হবিগঞ্জ শহরের কোর্ট স্টেশন এলাকায় সাক্ষীদেরকে গতিরোধ করে। একপর্যায়ে তাদেরকে একটি বাসায় জোর পূর্বক প্রবেশ করিয়ে ‘ম’ নামধারী ব্যক্তিটি তার লাইসেন্সকৃত পিস্তলের ভয় দেখিয়ে ওই অভিযোগের বিরুদ্ধে পাল্টা এফিডেভিট করানোর চেষ্টা চালান। যদিও এফিডেভিট করানো সম্ভব হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তৎক্ষনাৎ আইজি সানাউল হকের দৃষ্টিতে ‘ত’ নামধারী এক মুক্তিযোদ্ধা আনলে পুলিশ সুপার জয়দেব ভদ্রকে তা অবহিত করেন সানাউল হক। ফলে পুলিশ নড়েচড়ে বসে। শুরু হয় সাক্ষীদের উদ্ধার তৎপরতা। এ খবর পেয়ে স্বাক্ষীদেরকে ছেড়ে দেয় ওরা। সূত্র মতে, পরবর্তীতে কয়েকজন সাক্ষী তদন্ত সংস্থার মুখোমুখি হলেও তাদের জবানবন্দী নিয়ে শুরু হয় নানা কানাঘোষা। জানা গেছে, ভীত স্বন্ত্রস্থ সংখ্যালঘু সম্প্রদায়ভূক্ত অনেক সাক্ষী নির্ভয়ে মনের মত কথাই বলতে পারেননি। কিন্তু তদন্তকারী কর্মকর্তা নূর হোসেনের মুখে ছিল এ নিয়ে ভিন্ন সুর। তিনি অজ্ঞাত কারনে সাক্ষীদের কোন সমস্যা হয়নি এমন বলতে থাকেন। তারই প্রতিফলন ঘটল পরের দিন বৃহস্পতিবার। এদিন সকাল সাড়ে ৮ টায় আইজি সানাউল হককে নিয়ে অভিযুক্ত রাজাকার লিয়াকতের বিরুদ্ধে তদন্তে যেতে লাখাইয়ের কৃষœপুর বধ্যভূমি পরিদর্শন সহ বেশ কয়েকটি এলাকা পরিদর্শনে যাবার কথা ছিল তদন্তকারী কর্মকর্তার। পুলিশ প্রশাসনও সেরকম প্রস্তুতি নেয়। কিন্তু তদন্তকারী কর্মকর্তা আকস্মিক তা বাতিল করে দিয়ে চলে যান বানিয়াচঙ্গ। আর আইজি সানাউল হক চলে যান অন্য দুটি তদন্তে মৌলভীবাজার। ফলে লাখাই এলাকার লোকজনের মাঝে সৃষ্টি হয় চরম ক্ষোভ ও হতাশা। জানা গেছে, আগের দিন বুধবার সকালে আওয়ামীলীগের ওই নেতা সহ আরও দু’ব্যক্তি তদন্ত চলাকালে সার্কিট হাউজ ক্যাম্পাসে প্রবেশ করেন। এক ফাঁকে তারা তদন্তকারী কর্মকর্তা নুর হোসেনের সাথে শলাপরামর্শও করেন। ধারনা করা হচ্ছে, অভিযুক্ত রাজাকারের বিরুদ্ধে তদন্ত নিয়ে তাদের মধ্যে কোন গোপন আলোচনা-সমঝোতার কারনেই হয়তো কৃষœপুর যাবার সিদ্ধান্ত বাতিল করা হয়। এমতাবস্থায়, সংশ্লিস্ট এলাকার লোকজনের অভিমত, তদন্ত ছাড়া একজন অভিযুক্ত রাজাকারকে কি বাঁচিয়ে দেয়ার হীন প্রচেষ্টায় অংশ নিয়েছেন এই তদন্তকারী কর্মকর্তা। তবে হবিগঞ্জে আগত এই তদন্ত সংস্থার সদস্যরা জেলার বানিয়াচঙ্গ উপজেলাধীন খাগাউড়া গ্রামের অভিযুক্ত রাজাকার আপন দু’ভাই যথাক্রমে বিএনপি সমর্থক সাবেক ইউপি চেয়ারম্যান মহিবুর রহমান বড় মিয়া ও বর্তমান ইউপি চেয়ারম্যান আঙ্গুর মিয়ার বিরুদ্ধে ৭১’এর অপকর্মের সন্ধানে সংশ্লিস্ট গ্রামে উপস্থিত হন। এসময় তারা প্রথমেই যান মুক্তিযোদ্ধের উপ-সর্বাধিনায়ক মরহুম জেনারেল এম রবের ছোট বোনের বাড়ীতে। তদন্ত সংস্থার সদস্যরা মরহুম রবের বোন নুরুন্নাহার ও চাচাতো বোন ছালেখা বেগমের সাথে কথা বলেন। তাদের কাছে জানতে চান রাজাকার বড় মিয়া ও আঙ্গুর মিয়া আসলেই কি ৭১’সালে জেনারেল রবের বাড়ীতে তান্ডব চালিয়ে অগ্নিসংযোগ সহ নানা অপকর্ম চালিয়েছিল কিনা। শত বছর বয়সী নুরুন্নাহার সহ উভয় মহিলা এমন ঘটনা ঘটেছে বলে জবানবন্দি দেন। এছাড়া এই তদন্ত সংস্থা দিনভর খাগাউড়া রাজার ক্যাম্প ও মুক্তিযোদ্ধা আব্দুল খালেক ওরফে কমলা মিয়ার বাড়ী,৭১’এ গুলিতে নিহত মুক্তিযোদ্ধা আকল আলী ও রজব আলীর বাড়ী সহ বিভিন্ন স্পর্শকাতর স্থান গুলোও পরিদর্শন সহ ভিডিও চিত্র ধারন করেন। এদিকে অসংখ্য সংখ্যলঘু সম্প্রদায়ের বাড়ী-ঘর ৭১’সালে জ্বালিয়ে দেয়ার বিষয় জানতে জেলারেল মরহুম এম এ রবের বাড়ীর ভিটে শত শথ মানুষের উপস্থিতিতে একটি সভাও করেন তদন্ত সংস্থার সদস্যরা। এখানে নির্যাতিত হিন্দু সম্প্রদায়ের লোকজন সাক্ষী দেন। এছাড়া তার আগে বুধবার হবিগঞ্জ সার্কিট হাউজে ১৯ এবং ঢাকায় আরও ৪ জনের সাক্ষী নেন তদন্ত সংস্থা।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *