মাধবপুরে চাল ব্যবসার আড়ালে জমজমাট মাদক ব্যবসা

স্টাফ রিপোর্টার.. মাধবপুরে সীমান্তবর্তী এলাকার কাটাতারের ভেড়া ভেদ করে অবাধে আসছে ভারতীয় মরণ নেশা মাদক দ্রব্য ফেনসিডিল, গাঁজা ,মদ ও বিভিন্ন ধরনের নেশা দ্রব্য। প্রশাসনের সহযোগীতায় এসব মাদক দ্রব্য উপজেলার মুক্তিযোদ্ধা চত্তর হয়ে সারা দেশে ছড়িয়ে পড়ছে। ফলে ধ্বংস হচ্ছে যুব সমাজ। হাতে গোনা ২/১ জন কে পুলিশ ধরলেও গডফাদারা রয়েছে ধরা ছোঁয়ার বাহিরে এরাই মোবাইল ফোনের মাধ্যমে বডার গার্ড ও পুলিশ প্রশাসনকে ম্যনেজ করে নিরাপদে তাদের মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। কথিত বডার র্গাড ও পুলিশের  ক্যাশিয়াররা এ ধরণের অবৈধ লেনদেনের সাথে জড়িত। তাদের দিক নির্দেশনায়েই চলে ব্যবসার কলখাটি। গ্রীণ সিগন্যাল পেলেই রোডে তাদের পাচার কার্য চলে। আবার রেড সিগন্যাল পেলে থেমে যায়। জানা যায় সীমান্তবর্তী এলাকা হরষপুর, ধর্মঘর, চৌমূহনী , হরিণখোলা, মনতলা , তেলিযাপাড়া বাঁশবাড়ী , সাতছড়ি ছিমটি বিলসহ বিভিন্ন রোডে আসছে ভারতীয় এসব মাদক দ্রব্য। গডফাদাররা সামান্য মজুরির বিনিময়ে কিছু বিপদগামী উঠতি বয়সের তরুণীদের দিয়ে বিভিন্ন জায়গাতে পাচার করছে। ফেনসিডিল , গাঁজা ,মদ, বিহার ,মোটা তাজা করণ ট্যাবলেট সহ নেশা জাতীয় দ্রব্য। যদিও হাতে গোনা ২/১ জনকে পুলিশ ধরলেও গডফাদাররা রয়েছে ধরা ছোঁয়ার বাহিরে। মোটা  অঙ্কের টাকার বিনিময়ে আইনের ফাকফোকর দিয়ে আবার তারা বেড়িয়ে এসে পুরাতন পেশায় ফিরে যায়। ফলে নষ্ট হচ্ছে দেশের যুব সমাজ। উঠতি বয়সের স্কুল কলেজের পড়–য়া বেশীর ভাগই ছেলে মেয়েরা আকৃষ্ট হচ্ছে মাদক নেশায়। হাতের কাছে সহজ প্রাপ্যতায় সাধারণ মানুষও নেশার প্রতি জোকছে। সম্প্রতি শাহজাহানপুর ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা ভান্ডারুয়া গ্রামের  মাদক সম্রাট জামাল মিয়া (৩৮) এর নেতৃত্বে জমজমাট একটি চোরাকারবারী নেটওয়ার্ক গড়ে উঠেছে। জামাল মিয়া দলের লোকেরা বিভিন্ন মাদক দ্রব্য পাচার করে। ভারতীয় শাড়ী কাপড় , মোটা তাজাকরণ ট্যাবলেটসহ বিভিন্ন ধরণের সুগন্ধি দ্রব্য পাচার করে আসছে। স্থানীয় বডার গার্ড ও পুলিশকে ম্যানেজ করে এসমস্ত অপকর্ম চালিয়ে যাচ্ছে। নিরীহ জনসাধারণ তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে সাহস পাচ্ছে না। দেশের বিভিন্ন স্থান থেকে মাদক ব্যবসায়ীরা তাদের কাছে আসছে। কিছু দিন পূর্বে ভারতীয় গাজা ও  ফেনসিডিল সহ জামাল মিয়াকে গ্রেফতার করে। পড়ে জামিনে বেড়িয়ে এসে আবার বীরদর্পে পুনরায় মাদকের ব্যবসা চালিয়ে যাচ্ছে। জামাল মিয়া ও জাহাঙ্গীরের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে বেশ কয়েকটি মামলা রয়েছে। মাদক সম্রাট জামাল মিয়া সদর্পে ঘুরে বেড়াচ্ছে। বর্তমানে উপজেলার দক্ষিন শাহপুর বাজারে একটি চাউলের দোকান খুলে ব্যবসার আড়ালে ভারতীয মাদক দ্রব্য ও শাড়ি কাপড়ের ব্যবসা চালিয়ে যাচ্ছে। পুলিশ প্রশাসন রয়েছে দর্শকের ভূমিকায়। এহেন পরিস্থিতি চলতে থাকলে আইন শৃংখলা অবনতিসহ যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *