নিউফিল্ডে বিশাল জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাহবিগঞ্জে মেডিকেল কলেজ এবং কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের ব্যবস্থা করব

হবিগঞ্জ প্রতিনিধি ... প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, হারবে বলে গত নির্বাচনে বিএনপি আসেনি। এতে ভালই হয়েছে। বর্তমানে সংসদে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। তারা শান্তি চায় না। নির্বাচন চায়নি। কিন্তু বোমা মেরে মানুষ হত্যা করেছে। প্রিসাইডিং অফিসারদের বোমা মেরে হত্যা করেছে। আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। তারা পবিত্র কোরআন পুড়িয়েছে। তিনি বলেন, সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়াসহ আওয়ামী লীগ নেতাকর্মীদের বিএনপি-জামায়াত গ্রেনেড হামলা চালিয়ে হত্যা করেছে। এ হত্যার চার্জশিট দেয়া হয়েছে। আশা করি বিচারও আমরা করতে পারব। তারা দেশে গ্রেনেড হামলার রাজত্ব কায়েম করেছিল। তারা  বোমা, দুর্নীতি, মানি লন্ডারিংয়ের উন্নয়ন করেছে। শিক্ষা বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, আমরা চাই দেশে শিক্ষার হার ৯৮ শতাংশ হোক। এজন্য আমরা বিনামূল্যে বই বিতরণ, বিনা বেতনে পড়ার সুযোগ ও ছাত্রছাত্রীদের ভাতা দেয়ার ব্যবস্থা করেছি। হবিগঞ্জ বৃন্দাবন কলেজে ১৪টি বিষয়ে অনার্স ও ৫টি বিষয়ে মাস্টার্স কোর্স চালু করেছি। অবিলম্বে হবিগঞ্জে একটি মেডিকেল কলেজ এবং সরকারি বা বেসরকারি যাই হোক একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের ব্যবস্থা করব। শায়েস্তাগঞ্জকে উপজেলায় রূপান্তরের ব্যাপারে চিন্তা করা হবে। গত শনিবার বিকেলে হবিগঞ্জ শহরের নিউফিল্ডে জেলা আওয়ামীলীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বিএনপি নেত্রী খালেদা জিয়ার সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, তিনি চান না ছেলেমেয়েরা লেখাপড়া করুক। কারণ তিনি নিজে মেট্রিক পাশ করেছেন। তা-ও মাত্র দু’বিষয়ে। একটি হচ্ছে উর্দু, অন্যটি অংক। উর্দু ভাল জানেন, কারণ তার হৃদয় পড়ে থাকে পাকিস্তানে। আর অংকে পাশ করেছেন কারণ দুর্নীতির হিসাব করার জন্য। তিনি দুর্নীতি খুব ভাল বুঝেন। আমরা ঢাকা-সিলেট মহাসড়ক করেছিলাম। তারা ক্ষমতায় এসে সড়কের প্রশস্থ কমিয়ে দিয়েছে। প্রধানমন্ত্রী বলেন, আমরা একটি বাড়ি একটি খামার করেছি। ডিজিটাল বাংলাদেশ করেছি। গ্রামগঞ্জে ইন্টারনেট ছড়িয়ে দিয়েছি। যাদের পরিবারের লোকজন বিদেশে আছে তারা ইউনিয়ন তথ্য সেবাকেন্দ্রে গিয়ে স্বজনদের সাথে স্কাইপে ও ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি কথা বলতে পারে। তথ্যসেবার কার্যক্রম পৌঁছে দিয়েছি ইউনিয়ন থেকে গ্রাম পর্যন্ত। এখন কাউকে শহরে আসতে হবে না। গ্রামে বসেই সেবা নিতে পারবে। ৩ লাখ ৮ হাজার ছাত্রছাত্রীকে বৃত্তি দিচ্ছি। কম্পিউটার শিক্ষা দিচ্ছি। সারা বাংলাদেশ ঘুরে ঘুরে আমাদের ছেলেরা তা শিখাচ্ছে। আগামী জানুয়ারিতে ৩২ কোটির উপরে বই আমরা বিতরণ করবো। কোন জামানত ছাড়া ২ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবে। প্রবাসীদের জন্য কল্যাণ ব্যাংক করে দিয়েছি। ২০২১ সালের মধ্যে দেশ ক্ষুধামুক্ত হবে। ২০৪১ সালের মধ্যে বিশ্বদরবারে উন্নত দেশে পরিণত হবে। প্রধানমন্ত্রী গ্যাস ও বিদ্যুত সম্পর্কে বলেন, যেসব এলাকায় গ্যাস ও বিদ্যুত উৎপাদন হয় সেসব এলাকার মানুষ কিছু সুবিধা পাবে। বিগত নির্বাচনে বিএনপির অংশগ্রহণ না করার বিষয়ে তিনি বলেন, বিএনপি নেত্রী ইলেকশন করতে চাননি। জামাতকে নিয়ে তারা কোরআন পুড়িয়েছে, মানুষ হত্যা করেছে। হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এমপি অ্যাডভোকেট আব্দুল মজিদ খান, সহ-সভাপতি উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী ও অ্যাডভোকেট আবুল ফজলের যৌথ পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর, মুক্তিযোদ্ধা মন্ত্রী আ.ক.ম মোজ্জাম্মেল হোসেন, আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত এমপি, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজবাহ উদ্দিন সিরাজ, অ্যাডভোকেট মাহবুব আলী এমপি, আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া এমপি, যুবলীগ কেন্দ্রীয় সভাপতি ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক আতিক, হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক ডাঃ মুশফিক হুসেন চৌধুরী, আওয়ামী লীগ জাতীয় পরিষদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট মোহাম্মদ আলী পাঠান, আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আতর আলী, চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান আবু তাহের, বাহুবল উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই, সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমেদ কামরান, সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, মোহাম্মদ আলী টিপু, আরব আলী, শরীফ উল্লাহ, অ্যাডভোকেট আলমগীর ভূইয়া বাবুল, অ্যাডভোকেট লুৎফুর রহমান তালুকদার, জাকির হোসেন চৌধুরী অসীম, মশিউর রহমান শামীম, আতাউর রহমান সেলিম, অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটো, মোতাচ্ছিরুল ইসলাম, হুমায়ূন কবির রেজা, সৈয়দ কামরুল হাসান, জেলা ছাত্রলীগ সভাপতি ইশতিয়াক রাজ চৌধুরী, সাধারণ সম্পাদক মুকিদুল ইসলাম প্রমূখ। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আব্দুল মজিদ, মোনাজাত করেন মাওলানা মোঃ আমিনুল হক, গীতা পাঠ করেন প্রমথ সরকার ও ত্রিপিটক পাঠ করেন শীল ভদ্র মহাথেরো। এর আগে বিকেল ৩টায় প্রধানমন্ত্রী জনসভাস্থলে পৌঁছেন। প্রথমেই তিনি শায়েস্তাগঞ্জ ও বানিয়াচঙ্গ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, হবিগঞ্জ আধুনিক স্টেডিয়াম, ডায়াবেটিক হাসপাতাল, জেলা পরিষদ অডিটেরিয়াম, শিল্পকলা একাডেমী ভবন, আলেয়া-জাহির কলেজ, আনসার ও ভিডিপির জেলা কমান্ডেন্টের অফিস, হবিগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ উন্নয়ন কার্যক্রম উদ্বোধন এবং আজমিরীগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বিকেল ৪টায় তিনি হবিগঞ্জ ত্যাগ করেন। সকাল ১১টা থেকে জেলার বিভিন্ন স্থান থেকে আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হয়। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও মিছিল নিয়ে সমাবেশে আসে।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *