জামায়াতের ডাকা প্রথম দিনের হরতাল চলছে

যুদ্ধাপরাধের অভিযোগে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেওয়া মৃত্যুদন্ডের প্রতিবাদে জামায়াতের ডাকা দেশব্যাপী প্রথম দিনের হরতাল শুরু হয়েছে।

বুধবার সকাল ৬ টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৫টা পর্যন্ত তাদের এ হরতাল চলবে।

মঙ্গলবার জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ এক বিবৃতিতে শান্তিপূর্ণভাবে হরতাল সফল করে তোলার জন্য জামায়াতের সকল শাখা, কৃষক, শ্রমিক, ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবী, সুশীল সমাজ ও পেশাজীবীসহ সকল শ্রেণী-পেশার মানুষ তথা দেশের আপামর জনতার প্রতি আহবান জানিয়েছেন।

এ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ী, হাসপাতাল, ফায়ার সার্ভিসের গাড়ী হরতালের আওতামুক্ত থাকবে বলেও বিবৃতিতে উল্লেখ করেছে জামায়াত।

এদিকে জামায়াতের ডাকা দুই দিনের হরতালে নৈতিক সমর্থন দিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)। মঙ্গলবার দলের সভাপতি শফিউল আলম প্রধান এক বিবৃতিতে এ সমর্থনের কথা জানান।

জামায়াতের ডাকা হরতালকে কেন্দ্র করে রাজধানীসহ সারাদেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজধানীতে বিজিব মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার জামায়াতের সহকারী সেক্রেটারি এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদন্ড দেওয়ার প্রতিবাদে জামায়াতের পক্ষ থেকে বুধ ও বৃহস্পতিবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেওয়া হয়।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *