জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ শহরে বিএনপি’র বিক্ষোভ মিছিল

হবিগঞ্জ প্রতিনিধি : সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি হবিগঞ্জ জেলা বিএনপি সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জি কে গউছকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল রোববার সাড়ে ১১টায় জি কে গউছ হবিগঞ্জের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রোকেয়া আক্তারের আদালতে আত্মসমর্পণ করেন। দীর্ঘ ৫৫ মিনিট শুনানি শেষে বিজ্ঞ বিচারক আসামি জি কে গউছের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালতে বাদীপক্ষে সরকারী কৌসুলী (পিপি) এম আকবর হোসেন জিতু, চৌধুরী আবু বকর সিদ্দিকী, নিলাদ্রী শেখর পুর কায়স্ত টিটো, সুলতান মাহমুদ, শাহ ফখরুজ্জামান ও বিবাদী পক্ষে আরিফ চৌধুরী, খালেকুজ্জামান চৌধুরী, সালেহ আহমেদ, সামসু মিয়া চৌধুরী, মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন, কামাল উদ্দিন আহমেদ সেলিম এবং এম এ মজিদসহ উভয়পক্ষে শতাধিক আইনজীবী মামলা পরিচালনায় অংশ নেন। ইতোপূর্বে ২১ ডিসেম্বর কিবরিয়া হত্যা মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মেহেরুননেছা পারুল হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চতুর্থ দফার সম্পুরক তদন্ত প্রতিবেদন দাখিল করেন। ওই প্রতিবেদনে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, বিএনপি নেতা ও সিলেট সিটি কর্পোরেশন মেয়র আরিফুল হক চৌধুরী এবং হবিগঞ্জ জেলা বিএনপি সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ পৌর মেয়র জি কে গউছসহ ৩৫ জনকে আসামি করা হয়। ওই দিন আদালত হারিছ চৌধুরী, আরিফুল হক চৌধুরী এবং জি কে গউছসহ ১১ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার  বৈদ্যের বাজারে এক জনসভা শেষে শহরে ফেরার পথে গ্রেনেড হামলায় নিহত হন সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়াসহ পাঁচজন।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *