Monthly Archives: December 2014

বেশি বেশি সবজি

সারা বছরই শাকসবজি পাওয়া যায়। তবে শীত মৌসুমে শাকসবজি দেখা যায় হরেক রকমের। তেমন কিছু চেনা শাকসবজির রেসিপি দিয়েই জীবনশৈলীর এবারের স্পেশাল সংখ্যা। রেসিপিগুলো দিয়েছেন রন্ধনশিল্পী আলিয়া ওহাব ও আফরোজা সালেহীন।  

মৌলভীবাজারে প্রতিবন্ধী দিবস পালিত

মশাহিদ আহমদ, মৌলভীবাজার: মৌলভীবাজারে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে মঙ্গলবার সকালে। দিবসটি এ উপলক্ষে  জেলা প্রশাসকের কার্যালয়ের সামন থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। মৌলভীবাজার জেলা প্রশাসক মো. কামরুল ইসলাম ও সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তাগণ র‌্যালীতে অংশ নেন।  

রাজনগরে জামায়াত নেতা গ্রেফতার

মৌলভীবাজার প্রতিনিধি:মৌলভীবাজারের রাজনগর উপজেলায় ২ নম্বর উত্তরভাগ ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুল হান্নানকে (৪৩) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুর ২টার দিকে উপজেলার ছোয়াব আলী বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি কামারুজ্জামানের ফাঁসির রায়ের প্রতিবাদে ডাকা হরতালের দিন রাজনগরের মহলাল এলাকায় গাড় ভাঙচুরের ঘটনা ঘটনার মামলায় থাকে গ্রেফতার করা হয়।

গবেষক ইসমাইলের মৃত্যুবার্ষিকী আজ

হবিগঞ্জ প্রতিনিধি : সিলেট বিভাগের বিশিষ্ট লোকজ গবেষক ও লেখক তরফদার মোহাম্মদ ইসমাইলের প্রথম মৃত্যুবার্ষিকী আজ বুধবার। ২০১৩ সালের ৩ ডিসেম্বর সকাল ৭টা ২০ মিনিটে তিনি ঢাকার বারডেম হাসপাতালে মারা যান। তরফদার মোহাম্মদ ইসমাইল ১৯৫১ সালের ১৪ এপ্রিল চুনারুঘাট উপজেলার দেওরগাছ গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম ইসহাক তরফদার। তরফদার মোহাম্মদ ইসমাইল বেড়ে উঠেন হবিগঞ্জ শহরের রাজনগর এলাকায়। ছাত্রজীবনেই তার লেখালেখি শুরু। যৌবনে তিনি ‘নবারুণ সাহিত্য সাময়িকী’ নামে সাহিত্য পত্রিকা সম্পাদনা করেন। ১৯৭৩ সালে স্নাতক ডিগ্রি পাস করে সরকারি চাকরিতে যোগ দেন। দীর্ঘদিন বিভাগীয় খাদ্য পরিদর্শকের দায়িত্ব পালন করেন।

পুলিশের মালামাল চুরির অভিযোগে ২ যুবক আটক

স্টাফ রিপোর্টার ॥ শহরের অনন্তপুর থেকে পুলিশের মালামাল চুরির অভিযোগে দুই যুবককে আটক করেছে। পুলিশ সুত্র জানায়, শহরের অনন্তপুর এলাকা জনৈক ব্যাক্তির বাসার বাড়াটিয়া বাবুল মিয়ার পুত্র ইকবাল মিয়া ও একই এলাকার আজিজুর রহমানের পুত্র মতিউর রহমান হবিগঞ্জ সদর থানার এক দারোগার মানি ব্যাগ সম্প্রতি চুরি করে নিয়ে যায়। এর পর থেকে পুলিশ তাদেরকে হণ্যে হয়ে খুজতে থাকে। কিন্তু তারা পুলিশের চোখ ফাকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল। গত সোমবার উল্লেখিতরা আবারো ওই এই এলাকার এক নিমার্ণ শ্রমিকের মালামাল চুরি করে নেয়। পরে পুলিশ শহরের অনন্তপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এসময় আটককৃতদের কাছ থেকে চুরি হওয়া মানি ব্যাগ ও নির্মাণ শ্রমিকের মালামাল উদ্ধার করে। তাদের বিরুদ্ধে হবিগঞ্জ সদর থানায় একাধিক চুরি ...

শায়েস্তাগঞ্জের রউফ ডাক্তার আর নেই

প্রথম সেবা শোক.. হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জের বিশিষ্ট চিকিৎসক আব্দুর রউফ (রউফ ডাক্তার) আর নেই। বুধবার ভোর ৫টা ১০মিনিটে ঢাকা বারডেম হাসপাতালে চিৎিসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৬০ বছর।মরহুমের পরিবার সূত্রে জানা যায়, তিনি হার্টের বিভিন্ন সমস্যায় ভূগছিলেন। মরহুরেম গ্রামের বাড়ী চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের তাউশি গ্রামে।মৃত্যুকালে তিনি স্ত্রী ৩ মেয়ে নাতী নাতনীসহ অসংখ্য আত্নীয়স্বজন সহ গুনগ্রাহী রেখে গেছেন।চিকিৎসক হিসেবে হাড় ভাঙ্গা থেকে শুরু করে বিভিন্ন চিকিৎসা করতেন তিনি ।ভিজিট কম থাকায় প্রতিদিন রোগিদের উপছেপড়া ভীড় লেগেই থাকত। তিনি নিজের হাত দিয়ে লিখতে না পরায় উনার কম্পাউন্ডার প্রেসক্রিপশন লিখে দিত। অসহায় মানুষরা চিকিৎসা করতে আসলে তিনি কোন ভিজিট নিতেন না। কিছু ঔষধ ও দিতের ফ্রি।এই দযাবান ডাক্তারকে হারিয়ে ...

বাহুবলে স্বাক্ষর জাল করায় আটক ১

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে ইউনিয়ন চেয়ারম্যানের শীল স্বাক্ষর জাল করার অপরাধে এক যুবকে আটক করেছে বাহুবল মডেল থানার পুলিশ। জানা যায়, উপজেলার মিরপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল আওয়ালের শীল ও স্বাক্ষর জ্বাল করায় একই ইউনিয়নের দাসপাড়া গ্রামের নঈমুল্লাহ ওরফে দুলাই মিয়ার ছেলে বিলাল মিয়া (৩৫)। বিলাল মিয়া একটি সিটিং মামলার ওয়ারেন্টের আসামী বলে জানান বাহুবল মডেল থানার ওসি। তিনি জানান, আসামিকে কোর্টে চালান দেওয়ার সময় চেয়ারম্যান সার্টিফিকেট জাল সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করলে সে ঘটনার সত্যতাস্বিকার করেন। জাল সার্টিফিকেট তৈরিতে সহযোগিতা করায় তার স্ত্রী বিলকিস বেগম ও চক হাবিজপুর গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে ফাকু মিয়াকে (৩২) আটক করে থানায নিয়ে আসা হয়। বেলা আড়াইটা  এ রিপোর্ট লেখা পর্যন্ত বিলকিস বেগম ও ফাকু মিয়াকে থানা হাজতে আটকে ...

শায়েস্তাগঞ্জে বাস চাপায় নিহত ১

শায়েস্তাগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি: ঢাকা-সিলেট মহাসড়কে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ এলাকায় বাসের চাপায়  অজ্ঞাত পুরুষ  (৪৫)   নিহত হয়েছেন। বুধবার বেলা সোয়া ২টায় দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস ওই পথচারীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত ব্যক্তি  উবাহাটা গ্রামের জলিল মিযার বাড়িতে ধান কাটার জন্য যাচ্ছিল। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

চুনারুঘাটে হজ্ব বিষয়ক সেমিনার

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে আশরাফ ট্র্যাভেলস এর উদ্যোগে হজ্ব ও  ওমরা বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৫টায় চুনারুঘাট মধ্য বাজারে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরবের পবিত্র মক্কার দক্ষিন এশিয়ার হজ্ব বিষয়ক মুয়াল্লেম ফোয়াদ আব্দুর রহমান আল কাতিব্। শায়খুল হাদিস আল্লামা তোফাজ্জল হকের সভাপতিত্বে ও চুনারুঘাট জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ আলীর পরিচালনায় অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি ছিলেন ডাঃ আহমদ ফুয়াদ মোহাম্মদ আমীন কাতিব, চ্যালেঞ্জার ট্রেভেলস এর স্বত্বাধিকারী সৈয়দ গোলাম সারওয়ার, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান মহালদার, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হুসাইন আলী রাজন। এতে আলোচনা করেন ন্যাশনাল ওভারসিজ এর স্বত্বাধিকারী আমিনুর রশিদ বরুন, আলহাজ্ব মনির হোসাইন, মোহাম্মদ মুশফিকুর ...

চুনারুঘাটে প্রতিবন্ধি দিবসে র‌্যালী

কাজী সুজন, চুনারুঘাট (হবিগঞ্জ): হবিগঞ্জের চুনারুঘাটে ২৩ তম আন্তর্জাতিক প্রতিবন্ধি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার সকালে চুনারুঘাট আদর্শ প্রতিবন্ধি  কল্যান সংস্থা একটি র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করে। সকাল ১১টায় র‌্যালী শেষে স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গনে নির্বাহী কর্মকর্তা মোঃ মাশহুদুল কবির এর সভাপতিতে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের , সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, মহিলা ভাইস চেয়ারম্যান কাজি সাফিয়া আক্তার,সমাজ সেবা কর্মকর্তা নূরুল ইসলাম পাটুয়ারী, সাংবাদিক মোঃ হাসান আলী, কাজী সুজন, মোঃ দুলাল মিয়া, প্রতিবন্ধি সেবা সংস্থার কনসালটেন্ড জামালুল করিম , প্রতিবন্ধি সংস্থার সভাপতি বাবরু মিয়া,সাধারণ সম্পাদক কবির মিয়া। প্রতিবন্ধিরা  একটি অফিস, একটি মার্কেট সহ তাদের ...

নবীগঞ্জ পৌর এলাকার গয়াহরি গ্রামে চুরি সংগঠিত

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌর এলাকার গয়াহরি গ্রামের পান্ডব দেবের বাড়ীতে গত শনিবার রাতে এক চুরি সংগঠিত হয়েছে। চোরেরা এ সময় ঘরের দরজা ভেঙ্গে নগদ টাকা একটি হারমোনিয়াম, কাপড়চোপড়সহ অন্যান্য জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। বিষিয়টি নবীগঞ্জ থানা পুলিশকে অবহিত করা হয়েছে। সম্প্রতি নবীগঞ্জ পৌর এলাকার বিভন্ন গ্রামে চুরির ঘটনা বৃদ্ধি পাওয়ায় গ্রাম পাহাড়ার ব্যবস্থা জোরদার করা হয়েছে। ফলে সাধারন মানুষের মাঝে আতংক দেখা দিয়েছে।  

মিরপুর বাজারে দুস্থ ও অসচ্ছল লোকদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছেন সমাজসেবক গিয়াস উদ্দিন লন্ডনী

প্রথম সেবা রির্পোটার॥ বাহুবল উপজেলার মিরপুর বাজারে দুস্থ ও অসচ্ছল লোকদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছেন চুনারুঘাট উপজেলার কেউন্দা গ্রামের বিশিষ্ট সমাজসেবক ও দানবীর লন্ডন প্রবাসী মোঃ গিয়াস উদ্দিন। তিনি গতকাল মঙ্গলবার বিকেলে মিরপুর মধ্য বাজারে এ শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো: আজগর আলী, মো: তাউস মিয়া, মো: আব্দুর রউফ (সবুজ) মিয়া, মো: আলমগীর কবির, নাজমুল আলম পারভেজ, মো: আরব আলী, হাফিজুর রহমান, মো: ফজলু মিয়া, মাওলানা আলহাজ্ব আব্দুস সালাম, পুলিশের এসআই জিতু মিয়া, মোঃ আজিজুর রহমান তালুকদার প্রমুখ। উল্লেখ্য, ইতিমধ্যে তিনি গুণীদের সম্মানে সংবর্ধনা, চুনারুঘাট উপজেলার কেউন্দা গ্রামের নিজ বাড়ীতে দুস্থ ও অসচ্ছলদের মাঝে শাড়ী ও লুঙ্গী বিতরণ ও হবিগঞ্জ শহরের জি এম ভিলা কোর্ট স্টেশন রোড ...

ট্রাক্টর সমিতির পরার্মশ সভার আল্টিমেডাম জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি ১০ ডিসেম্বরের নিষেধাঙ্গ প্রত্যাহার না হলে ১২ ডিসেম্বর মহাসড়ক অবরোধ

মোঃ ফারুক মিয়া ॥ মহাসড়ক ও আঞ্চলিক সড়কে ট্রাক্টর চলাচলে প্রশাসনের নিষেধাঙ্গার ফলস্মতিতে গতকাল মঙ্গলবার বিকাল ৩টায় শায়েস্তাগঞ্জ তেমুনিয়া মোড়ে জেলার সকল ট্রাক্টর মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ এক পরামশ সভা করেছে। জেলা ট্রাক্টর মালিক সমিতির আহবায়ক ময়না মিয়ার(মেম্বর) সভাপতিত্বে অনুষ্ঠিত পরামর্শ সভায় বক্তব্য রাখেন ট্রাক্টর আঃ সামাদ মেম্বার হেলাল মেম্বার আওয়ামীলীগের নেতা হেলাল, বাহুবল উপজেলা আওয়ামিলীগ পচার সম্পাদক ইলিয়াছ আকজী,ছাত্রদল নেতা শাহিন, ইউপি সদস্য চাঁন্দ আলী, চুনারুঘাট উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রজব আলী , যুগ্ম সম্পাদক আনোয়ার আলী, রফিক মিয়া, জামাল মেম্বার, দিদার হোসেন মেম্বার,আব্দুস শহিদসহ অনেকে নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভায় সর্বসম্মতি ক্রমে সিদ্ধান্ত হয় যে আগামী ৪ ডিসেম্বর জেলা আওয়ামীলীগ সভাপতি এডভোকেট আবু জাহির এমপির সাথে যোগাযোগ সাপেে জেলা ...

চুনারুঘাটে তক্ষকসহ আটক ১

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটের সাতছড়ি জাতীয় উদ্যানে মঙ্গলবার দুপুরে একটি তক্ষক অবমুক্ত করা হয়েছে। সিএমসির সহ-সভাপতি ও চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ও সাতছড়ি বিট কর্মকর্তা মাসুদ মোস্তফা এ তক্ষকটি অবমুক্ত করেন। এসময উপস্থিত ছিলেন ক্রেল প্রকল্পের সাইট ফ্যাসিলেটেটর অর্জুন দাশ,  উদ্যানের একাউন্টেন্ড জসিম উদ্দিন, ঠিকাদার মাসুম বিল্লাহ প্রমুখ। উল্লেখ্য, সোমবার দুপুরে একটি ১৩ ইঞ্চি লম্বা তক্ষকসহ এক পাচারকারীকে সাতছড়ি বিট কর্মকর্তা উদ্যান এলাকা থেকে আটক করেন। আটককৃত পাচারকারী অরুন দাস(৩০) সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানার বিজয় দাসের ছেলে। ঐদিন তাকে হবিগঞ্জ আদালতে পাঠালে বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। জ্যুডিসিয়াল ম্যাজিষ্ট্রেটের নির্দেশে গতকাল তক্ষকটি সাতছড়ি বনে অবমুক্ত করা হয়।

সামাজিক মিডিয়ার নিয়ম ও শর্তাবলি সহজ করার নির্দেশ

সামাজিক মিডিয়া ফেসবুক ও মাইক্রোব্লগিং সাইট টুইটারের মতো সামাজিক মাধ্যমগুলো কীভাবে গ্রাহকের তথ্য সংগ্রহ ও ব্যবহার করে, সেটি আরও স্বচ্ছভাবে তুলে ধরার নির্দেশ দিয়েছে যুক্তরাজ্য সংসদের ‘কমন সায়েন্স অ্যান্ড টেকনোলজি সিলেক্ট কমিটি’। ওই কমিটি মনে করে, এ প্রতিষ্ঠানগুলোর নিয়ম ও শর্ত সাধারণ ব্যবহারকারীদের জন্য যথেষ্ট বড় ও জটিল। এসব সামাজিক মিডিয়ার শর্ত ও নীতিমালা সাধারণ ব্যবহারকারীর কাছে শেক্সপিয়ারের লেখার মতোই কঠিন বলে মন্তব্য করেছেন কমিটির সদস্যরা। এ নীতিমালাগুলো তথ্য সরবরাহের জন্য নয়, বরং প্রতিষ্ঠানকে আদালতের আইনি জটিলতা থেকে রক্ষার্থে লেখা হয়েছে বলে মনে করেন তারা। কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, সেবা দেয়ার জন্য প্রায়ই অ্যাপের মাধ্যমে গ্রাহকের এমনসব তথ্য সংগ্রহ করা হয়, যেগুলোর কোনো প্রয়োজন নেই। তাদের মতে, কী কারণে তথ্য ...

ইমরান-ঝিলিকের ‘বেসামাল’

গেল কোরবানির ঈদে ফয়সাল রাব্বিকীনের কথা-আয়োজনে লেজার ভিশনের ব্যানারে প্রকাশ হয় চ্যানেল আই সেরাকণ্ঠ প্রতিযোগিতার প্রথম আসরের বিজয়ী ঝিলিকের তৃতীয় একক অ্যালবাম 'প্রথম প্রেম'। অ্যালবামের সুর-সঙ্গীতায়োজন করেন শফিক তুহিন, ইমরান, জুয়েল মোর্শেদ, প্রত্যয় খান, সজীব দাস, ফাজবির তাজ ও মশিউর বাপ্পি। আটটি গান দিয়ে সাজানো এ অ্যালবামটি থেকে বেশ কিছু গানই শ্রোতাপ্রিয়তা পেয়েছে। বিশেষ করে ইমরানের সঙ্গে গাওয়া ঝিলিকের 'বেসামাল' শিরোনামের গানটি এরই মধ্যে শ্রোতামহলে প্রশংসিত। তারই ধারাবাহিকতায় সম্প্রতি এ গানটির মিউজিক ভিডিও নির্মিত হলো। নতুন বছরে তারা বেসামাল গানটি ভিডিও আকারে প্রকাশ করতে যাচ্ছেন। এটি নির্মাণ করেছেন চন্দন চৌধুরী। গানটির শিল্পী-কাম-মডেল হিসেবে ইমরান-ঝিলিককেই দেখতে পাবেন দর্শক। এদিকে এ মিউজিক ভিডিওটি কিছু দিনের মধ্যেই বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার শুরু হতে ...

শ্রদ্ধার বাবাকে নিয়ে বাড়াবাড়ি

বাবার প্রতি সন্তানের ভালোবাসা থাকবে। কিন্তু তাই বলে ব্যক্তিগত সেই ভালোবাসা জাহির করার মতো বিষয়ে নিয়ে দাঁড় করালেই যত বিভ্রাট। আর তেমনি এক বিভ্রাটের জন্ম দিলেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। বাবার প্রতি শ্রদ্ধার ন্যাওটাপনার বিষয়টা এরই মধ্যে সবারই জানা। কিন্তু হালে এটা নিয়ে সবাইকে তাক লাগিয়ে দিলেন শ্রদ্ধা। বলিউড কমেডিয়ানবিষয়ক এক আলোচনায় সেদিন উপস্থিত ছিলেন শ্রদ্ধা। প্রসঙ্গত বলিউড কমেডিয়ান প্রসঙ্গে শক্তি কাপুরের নামও উঠে এলো সেখানে। আর তখনই প্রায় সাত শতাধিক ছবিতে একচেটিয়া কমেডিয়ান চরিত্রে অভিনয় করা শক্তি কাপুরকে গিনিজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পাওয়ার যৌক্তিকতা নিয়ে কথা তোলেন শ্রদ্ধা। খুব শিগগির বিষয়টি নিয়ে গিনিজের কাছে আবেদন করবেন বলেও জানান শ্রদ্ধা। শ্রদ্ধা ভক্তদের কাছে বিষয়টি যথেষ্ট যৌক্তিক ঠেকলেও, বাবাকে ...

জিম্বাবুয়েকে আবারও বাংলাওয়াশ

প্রথম সেবা ডেস্ক॥ বিজয়ের মাসের শুরুতে আরেকটি হোয়াইটওয়াশ সাফল্য পেল বাংলাদেশ। দ্বিতীয়বারের মতো একদিনের আন্তর্জাতিক টুর্নামেন্টে জিম্বাবুয়েকে ৫ উইকেটে হারিয়ে বাংলাওয়াশ করলো টাইগাররা। এর আগে ৪-০তে সিরিজ জিতে নেয় বাংলাদেশ। টেস্টেও বাংলাওয়াশ করে জিম্বাবুয়েকে। অভিষেকে হ্যাটট্রিক করে ম্যাচ সেরা হন তাইজুল ইসলাম। আর সিরিজ সেরা হয়েছেন মুশফিকুর রহিম। টাইগারদের এ জয়ে রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া অভিনন্দন জানিয়েছেন। সোমবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পঞ্চম ও শেষ ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সফরকারীরা। ৩০ ওভারে সব উইকেট হারিয়ে ১২৮ রান করে জিম্বাবুয়ে। মাসাকাদজা ও সিবান্দা ছাড়া আর কোন ব্যাটসম্যান দুই অংকের ঘরে পৌছতে পারেনি। ম্যাচের শুরুতে দলীয় ১৬ রানে আঘাত হানেন মাশরাফি। তারপর মাসাকাদজার সঙ্গে ...