অ্যানাকোন্ডার লেজ টেনে বিপাকে ব্রাজিলিয়ান

দক্ষিণ আমেরিকার বিপজ্জনক সরিসৃপ অ্যানাকোন্ডা দেখলে কার না ভয় লাগে। এ সাপ তার শিকারকে চূর্ণ করে তারপর গলাধঃকরণ করে। আর এ সাপেরই যদি লেজ টেনে ধরা হয় তাহলে কেমন হবে? সম্প্রতি এ কাজটিই করেছেন ব্রাজিলিয়ান এক ব্যক্তি। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে দ্য টেলিগ্রাফ। বিশ্বের অন্যতম বড় এ সাপ মূলত বিষাক্ত নয়। তবে এর আকার এতই বিশাল যে তা যেকোনো ব্যক্তিকেই ভীত করার জন্য যথেষ্ট। এ সাপ নিয়ে বেশ কয়েকটি সিনেমাও করা হয়েছে। এর মধ্যে অন্যতম হলো ‌‌’অ্যানাকোন্ডা’।
ব্রাজিলে সম্প্রতি তিন ব্যক্তি একটি নৌকায় করে যাওয়ার সময় এ সাপের দেখা পান এবং তাদের একজন সাপটির লেজ টেনে ধরেন। এ ঘটনাটি নৌকাতে থাকা তাদের এক সফরসঙ্গী ক্যামেরাবন্দি করেন।
তবে এ বীরত্বপূর্ণ কাজ মোটেও সন্তুষ্ট করতে পারেনি ব্রাজিলের পরিবেশ পুলিশকে। তারা নৌকাটিতে থাকা তিন ব্যক্তিকেই প্রায় ৩৬৭ পাউন্ড করে জরিমানা করেছে।
জরিমানা করেই ক্ষান্ত হয়নি পুলিশ। তাদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে অভিযোগ আনা হয়েছে। ফলে অভিযোগ প্রমাণিত হলে তাদের ১৮ মাস পর্যন্ত জেল হতে পারে।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *