বাংলাদেশ থেকে আলু নিতে চায় ভারত

এবার বাংলাদেশ থেকে আলু নিতে আগ্রহ প্রকাশ করেছে ভারত। আগামী আলুর মৌসুমে দেড় থেকে দুই লাখ টন আলু নিতে চায় তারা। ২৮ অক্টোবর ভারতীয় দূতাবাস পররাষ্ট্র মন্ত্রণালয়কে এ বিষয়ে চিঠি দিয়েছে। সোমবার আলু রফতানি সংক্রান্ত এ চিঠি কৃষি মন্ত্রণালয়ে পৌঁছে। বর্তমানে বাংলাদেশ থেকে সৌদি আরব, দুবাই, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও শ্রীলঙ্কায় আলু রফতানি হচ্ছে। চলতি বছর রাশিয়ায় (টনপ্রতি প্রায় ২৮০ ডলার) এক লাখ ১৬ হাজার টন আলু রফতানি করা হয়। কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আনোয়ার ফারুক বলেন, বছরে প্রায় ৮৫ লাখ টন আলু উৎপাদনের মাধ্যমে বাংলাদেশ আলু উৎপাদনকারী শীর্ষ ১০ দেশের তালিকায় উঠেছে। আলু রফতানির নতুন নতুন বাজার তৈরি হলে কৃষকরা আলু চাষে লাভবান হবেন।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *