বানিয়াচঙ্গের ৪ ইউনিয়নের ৪ ওয়ার্ডে উপ-নির্বাচন

সুবিদপুরে রানী বালা দাশ পৈলারকান্দিতে আহাদ মিয়া দৌলতপুরে ননী গোপাল দাশ ও কাগাপাশা ইউনিয়নে আবুল কাশেম চৌধুরী মেম্বার নির্বাচিত
তোফায়েল রেজা সোহেল, বানিয়াচঙ্গ থেকে ॥ বানিয়াচঙ্গে চার ওয়ার্ডে কড়া নিরাপত্তা ব্যবস্থায় উপ-নির্বাচন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলে। সংরক্ষিত মহিলা সদস্য একটি আসনসহ চার ওয়ার্ডে মোট ১০ প্রার্থী লড়েছেন। এসব ওয়ার্ডে সদস্যগণ মৃত্যুবরণ করায় নির্বাচন কমিশন উপ-নির্বাচন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা রাজু আহমদ মঙ্গলবার রাত ৯টার দিকে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, সুবিদপুর ইউনিয়ন পরিষদের ২নং সংরক্ষিত আসনে ১ হাজার ৯২ ভোট পেয়ে জিতেছেন রানী বালা দাশ (পদ্মফুল)। নিকটতম প্রতিদ্বন্দ্বী মিলন রানী দাশ (কলস) পেয়েছেন ৬৬০ ভোট। এ ওয়ার্ডের তিনটি কেন্দ্রে ভোটার ছিলেন ৩ হাজার ৮৪ জন। ১ হাজার ৮১৪ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। ৬২ ভোট বাতিল হয়েছে।
পৈলারকান্দি ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডে ৩২৯ ভোট পেয়ে জয়ী হন আহাদ মিয়া (ফুটবল)। প্রতিদ্বন্দ্বী প্রার্থী আরব আলী (টিউবওয়েল) পেয়েছেন ২৮২ ভোট। মোট ভোট সংখ্যা ১ হাজার ১৫৫। ভোটাধিকার প্রয়োগ করেছেন ৮০৫। বাতিল ভোট ১২।
দৌলতপুর ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডে ননী গোপাল দাশ (ফুটবল) ৫৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী দুলাল বৈষ্ণব (টিউবওয়েল) ৫০৬ ভোট পেয়েছেন। ভোটার সংখ্যা ১ হাজার ৮৩৩ জন। ভোটাধিকার প্রয়োগ করেছেন ১ হাজার ৪৪২ জন। বাতিল ভোট ২৯।
কাগাপাশা ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডে আবুল কাশেম চৌধুরী (মোরগ) ৪৬৪ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী হীরেন্দ্র দাশ (বৈদ্যুতিক পাখা) পেয়েছেন ৩২৪ ভোট। মোট ভোটার ছিলেন ১ হাজার ৮২ জন। ভোটাধিকার প্রয়োগ করেছেন ৮০৫ জন। ১৭ ভোট বাতিল হয়েছে।
ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন উপজেলা চেয়ারম্যান শেখ বশির আহমদ, ইউএনও মোহাম্মদ শামছুল ইসলাম, সহকারী পুলিশ সুপার নাজমুল ইসলাম ও ওসি লিয়াকত আলী।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *