Daily Archives: November 11, 2014

শত বাধা পেরিয়ে বানিয়াচংয়ে হেফাজতের মহাসচিব মাওলানা জুনাঈদ বাবুনগরী

মোঃ মুহিবুল ইসলাম (মুহিব) বানিয়াচং থেকে ফিরে য় সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বানিয়াচং-এ পৌছুলেন বাংলাদেশ হেফাজতে ইসলামের মহাসচিব মাওঃ জুনাঈদ বাবুনগরী। বানিয়াচংয়ের মাদ্রাসাতুল হারামাইনের বাৎসরিক মাহফিলে নিরাপত্ত্বা জনিত কারণ দেখিয়ে প্রশাসন অনুমতি না দিলেও  জুনাঈদ বাবুনগরী ওই মাহফিলে যোগদান করেন। মাদ্রাসায় এসে পৌছুলে উপস্থিত মুসল্লিরা এবং মাদ্রাসা কর্তৃপক্ষ তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। গত ৭ নভেম্বর শুক্রবার রাত ১২.৩০ মিনিটের সময় তিনি মাহফিলে এসে পৌছান। এর আগে মাদ্রাসার মুহতামিম মাওঃ মুখলিছুর রহমান উপস্থিত মুসল্লিদের বলেছিলেন প্রশাসনের যত বাধাই থাকুক না কেন বাবুনগরীকে বানিয়াচংয়ের মাটিতে আনবই ইনশাআল্লাহ্। রাত ১১টায় মাহফিলে আসা মুসল্লিরা যে যার বাড়ী চলে যান, পরে ১২টায় মাইকে ঘোষনা দেওয়া হয় বাবুনগরী হবিগঞ্জ পেরিয়ে বানিয়াচংয়ের পথে রওনা হয়েছেন। ...

পাতা কুড়াতে গিয়ে শিশুর মরদেহ

বি-বাড়িয়া প্রতিনিধি ... ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ইসলামপুর পলিটেকনিকেল কলেজের সামন থেকে একদল পাতা কুঁড়ানির দল কাগজে মোড়ানো কার্টুনে খুঁজে পেল এক নবজাতকের মৃত দেহ। গত সোমবার সকালে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার    সকালে ইসলামপুর এলাকার একদল মহিলা পাতা কুঁড়ানি পাতা কুঁড়াতে গিয়ে পলিটেকনিক কলেজের সামনে খালের মধ্যে কাগজে মোড়ানো একটি কাটুর্ন দেখতে পায়। কার্টুন খুলতেই দেখা মিলে এক নব জাতকের মৃত দেহ। এ সংবাদটি ইসলাম ও কলেজের মধ্যে প্রচারিত হলে মুহুর্তের মধ্যেই শত শত লোক মৃত নবজাতককে দেখতে হুমড়ি খেয়ে পড়ে। পরে স্থানীয় চেয়ারম্যানের সহযোগিতায় শিশুটিকে মাটি চাপা দেওয়া হয়। এলাকাবাসীর ধারণা, কেউ অবৈধ গর্ভপাত ঘটিয়ে নব জাতক শিশুটিকে কাগজে মুড়িয়ে রাস্তার নিচে খালে ফেলে ...

স্বর্ণের চোরাচালান বেড়ে চলেছে চুনারুঘাটের সর্বত্র

স্টাফ রিপোর্টার .. হবিগঞ্জ জেলা সীমন্তবর্তী উপজেলা চুনারুঘাট ও প্রত্যন্ত অঞ্চলে স্বর্ণের চোরাচালান বেড়ে   চলেছে । এক শ্রেণীর অসাধু স্বর্ণ ব্যবসায়ী চোরাই ও পাচারকৃত স্বর্ণ চুনারুঘাটে উপজেলা সদরসহ প্রত্যন্ত অঞ্চলের হাই বাজারগুলোর স্বর্ণের দোকানে খুরচা মূল্যে বিক্রিয় করছে। আর ব্যাঙ্গের ছাতার মত গর্জে উঠছে স্বর্ণ ব্যবসায়ীরা। নির্ধারিত মূল্যের কমে ভরি আনা হিসেবে গ্রাম অঞ্চলে সাধারণ মানুষের কাছে বিক্রিয় করছে। এক পরিসংখানে বুঝা গেছে গত ২/৩ বছরে আগে চুনারুঘাটে ৮/১০টি স্বর্ণে দোকান ছিল সেখানে এখন ৫০টির ও অধিক বেশি স্বর্ণের দোকান হয়েছে। স্বর্ণ ব্যবসায়ীরা অত্যন্ত সকৌশলে সরকারকে ভ্যাট ট্যাক্স ফাকি দিয়ে ব্যবসা করছে। যারা লাখ  লাখ টাকা ব্যয়ে স্বর্ণের দোকান ডেকুরেশন করছেন তারাও জুয়েলার্স না লিখে সাইনবোর্ডে লিখছেন শিল্পালয়। জুয়েলার্স ...

রশিদপুরে অসামাজিক কর্মকান্ড বন্ধের দাবীতে সমাবেশ

সাটিয়াজুরী প্রতিনিধি ... চুনারুঘাটে রশিদপুর রেল ষ্টেশনে অসামাজিক কার্যকলাপ বন্ধ ও রেল ষ্টেশনের উন্নয়নের জন্য এলাকাবাসী উদ্যোগে গত শুক্রবার বিকালে এক সমাবেষ অনুষ্ঠিত হয়েছে। ষ্টেশনের সামনে আওয়ামীলীগ নেতা আবদালুর রহমান আব্দালের সভাপতিত্বে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন মোঃ হিরা খান, ফরিদ মিয়া চৌধুরী, আঃ মতলিব, জালাল আহমেদ প্রমুখ। বক্ততাগন ঐ এলাকার অসামাজিক কার্যকলাপে বন্ধ ও ষ্টেশন উন্নয়নের জন্য যথাযথ কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানান।

৭ কেজি গাঁজাসহ লস্করপুরে মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোটার... ঢাকা-সিলেট মহাসড়কের লস্করপুর এলাকা থেকে ৭ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। পুলিশ সূত্র জানায়, চুনারুঘাট উপজেলার উত্তর মাগুরুন্ডা গ্রামের আব্দুস শহীদের পুত্র কুখ্যাত মাদক ব্যবসায়ী মহরম আলী (২৫) গত শুক্রবার ভোর ৬টায় গাঁজা নিয়ে মৌলভীবাজার যাওয়ার  উদ্দেশ্যে লস্করপুর রেলক্রসিং এলাকায় গাড়ির অপেক্ষা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই সুদ্বীপ রায়ের নেতৃত্বে একদল পুলিশ তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

সীমান্তের আসামপাড়া বাজারে দুঃসাহসিক চুরি

স্টাফ রিপোর্টার... চুনারুঘাট সীমান্তের আসামপাড়া বাজারের পশু চিকিৎসক ডাঃ শফিকুল আলম পটুর ফামের্সীতে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। চোরেরা ফামের্সীর তালা ভেঙ্গে দোকানে প্রবেশ করে নগদ ৮ হাজার টাকা ও প্রায় ১ লাখ টাকার ওষুধ চুরি করে নিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে। ডাঃ পটু জানান, আসামপাড়া বাজারে অবস্থিত তার ফামের্সীতে চোরেরা ঢুকে ফামের্সীতে রক্ষিত জিনিষপত্র তছনছ করে। এরপর ড্রয়ার এবং আলমিরার তালা ভেঙ্গে নিয়ে যায় অর্থকড়ি ও ওষুধপত্র। নিয়মিত পাহারাদার থাকার পরও আসামপাড়া বাজারে প্রায়ই ঘটছে চুরি ও লুটপাটের ঘটনা। তিনি বিষয়টি স্থানীয় চেয়ারম্যান ও বাজার সেক্রেটারীকে অবহিত করেছেন। বাজারের ব্যবসায়ীরা জানান, বাজার সেক্রেটারীর বিরোদ্ধে নানা অভিযোগ থাকার পরও চেয়ারম্যান বিষয়টি এড়িয়ে যাচ্ছেন। কোরবানীর ঈদের পর নতুন বাজার কমিটি গঠনের ...

সবুজ হত্যা মামলার আসামী জালাল চট্টগ্রামে গ্রেফতার

মোঃ ফারুক মিয়া .... চুনারুঘাটে সবুজ হত্যার মামলার আসামী রাণীগাঁও ইউনিয়নের নোয়াবাদ গ্রামের ছগির মিয়ার ছেলে  জালাল (৩০)কে গ্রেফতার করেছে পুলিশ। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার এসআই আঃ মালিকের নেতৃত্বে একদল পুলিশ গত  শুক্রবার রাত ৩টায় অভিযান চালিয়ে আসামী জালালকে চট্ট্রগ্রাম বাস টার্মিনাল থেকে গ্রেফতার করে। পরে চুনারুঘাট থানায় নিয়ে আসে। জালাল অনেকদিন যাবত আত্মগোপন করে রয়েছিল। গত শনিবার ৪টায় জালালকে হবিগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়। উলেখ্য, চলতি বছরের ২৪ জুন মঙ্গলবার সন্ধা ৭টায় সবুজ মিয়া (২৫)কে উপজেলার নোয়াবাদ গ্রামে হত্যা করা হয়। এ ব্যাপারে সবুজ মিয়ার বড় বোন  মোছাঃ রাহেনা খাতুন বাদী হয়ে জালালসহ ৫ জনকে আসামী করে আদালতে মামলা দায়ের করে। মামলার নং জিআইআর ১৪৫/১৪।