স্বর্ণের চোরাচালান বেড়ে চলেছে চুনারুঘাটের সর্বত্র

স্টাফ রিপোর্টার .. হবিগঞ্জ জেলা সীমন্তবর্তী উপজেলা চুনারুঘাট ও প্রত্যন্ত অঞ্চলে স্বর্ণের চোরাচালান বেড়ে   চলেছে । এক শ্রেণীর অসাধু স্বর্ণ ব্যবসায়ী চোরাই ও পাচারকৃত স্বর্ণ চুনারুঘাটে উপজেলা সদরসহ প্রত্যন্ত অঞ্চলের হাই বাজারগুলোর স্বর্ণের দোকানে খুরচা মূল্যে বিক্রিয় করছে। আর ব্যাঙ্গের ছাতার মত গর্জে উঠছে স্বর্ণ ব্যবসায়ীরা। নির্ধারিত মূল্যের কমে ভরি আনা হিসেবে গ্রাম অঞ্চলে সাধারণ মানুষের কাছে বিক্রিয় করছে। এক পরিসংখানে বুঝা গেছে গত ২/৩ বছরে আগে চুনারুঘাটে ৮/১০টি স্বর্ণে দোকান ছিল সেখানে এখন ৫০টির ও অধিক বেশি স্বর্ণের দোকান হয়েছে। স্বর্ণ ব্যবসায়ীরা অত্যন্ত সকৌশলে সরকারকে ভ্যাট ট্যাক্স ফাকি দিয়ে ব্যবসা করছে। যারা লাখ  লাখ টাকা ব্যয়ে স্বর্ণের দোকান ডেকুরেশন করছেন তারাও জুয়েলার্স না লিখে সাইনবোর্ডে লিখছেন শিল্পালয়। জুয়েলার্স শব্দের পিছনে  সরকার ভ্যাট টেক্স আদায় করে। আর তৈরী কারক শিল্পালয় তারা ভ্যাটের আওতা মুক্ত। ফলে শিল্পালয়ে আড়ালে চলছে চোরাচালান ও চোরাই স্বর্নেরে অবৈধ ব্যবসা। অপর দিকে সাধারণ মানুষকে দিচ্ছে মাসিক ২০ টাকা ধানের সুবিধা।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *