শত বাধা পেরিয়ে বানিয়াচংয়ে হেফাজতের মহাসচিব মাওলানা জুনাঈদ বাবুনগরী

মোঃ মুহিবুল ইসলাম (মুহিব) বানিয়াচং থেকে ফিরে য় সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বানিয়াচং-এ পৌছুলেন বাংলাদেশ হেফাজতে ইসলামের মহাসচিব মাওঃ জুনাঈদ বাবুনগরী। বানিয়াচংয়ের মাদ্রাসাতুল হারামাইনের বাৎসরিক মাহফিলে নিরাপত্ত্বা জনিত কারণ দেখিয়ে প্রশাসন অনুমতি না দিলেও  জুনাঈদ বাবুনগরী ওই মাহফিলে যোগদান করেন। মাদ্রাসায় এসে পৌছুলে উপস্থিত মুসল্লিরা এবং মাদ্রাসা কর্তৃপক্ষ তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। গত ৭ নভেম্বর শুক্রবার রাত ১২.৩০ মিনিটের সময় তিনি মাহফিলে এসে পৌছান। এর আগে মাদ্রাসার মুহতামিম মাওঃ মুখলিছুর রহমান উপস্থিত মুসল্লিদের বলেছিলেন প্রশাসনের যত বাধাই থাকুক না কেন বাবুনগরীকে বানিয়াচংয়ের মাটিতে আনবই ইনশাআল্লাহ্। রাত ১১টায় মাহফিলে আসা মুসল্লিরা যে যার বাড়ী চলে যান, পরে ১২টায় মাইকে ঘোষনা দেওয়া হয় বাবুনগরী হবিগঞ্জ পেরিয়ে বানিয়াচংয়ের পথে রওনা হয়েছেন। মাইকে ঘোষনা দেওয়া মাত্রই আবারও ছোট বড় হাজারও মুসল্লিরা দল বেঁধে মাহফিলের দিকে আসতে থাকেন। বাবুনগরী উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে তার বক্তব্য তুলে ধরেন। বক্তৃতায় বাবুনগরী বলেন, আমি এখানে কারও পক্ষে বা বিপক্ষে বলতে আসিনি, আমি এসেছি আল্লাহ ও রাসূলের কথা বলতে এবং নাস্তিক-মুরতাদ এবং ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে তাদের বিরুদ্ধে কথা বলতে। এদিকে চুনারুঘাট উপজেলায় ৭দিন ব্যাপী তাফসির মাহফিলে ৬ষ্ঠ দিনে বাবুনগরীর আসার কথা থাকলেও কি কারণে তিনি আসতে পারেননি এ বিষয়ে জানতে-চাইলে চুনারুঘাট শামছুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা জহুর আলী জানান, শারীরিক অসুস্থতার কারণে জুনাঈদ বাবুনগরী মাহফিলে আসতে পারেন নি। কিন্তু ২৪ ঘন্টার ব্যবধানেই হেফাজতের মহাসচিব মাওঃ জুনাঈদ বাবুনগরী বানিয়াচং মাদ্রাসাতুল হারামাইনের বাৎসরিক মাহফিলে যোগদান করেন।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *