২৫৭ রানের টার্গেট দিল টাইগাররা

মাহামুদুল্লার অপরাজিত ৮২ রান আর মুশফিকের ৭৭ রানের উপর ভর করে নির্ধারিত ৫০ ওভার শেষে টাইগাররা ৮ উইকেট হারিয়ে করে ২৫৬ রান। শেষ দিকে টাইগার দলপতি মাশরাফি ব্যাটে ঝড় তুলে করেন ৩৯ রান। জিততে হলে জিম্বাবুয়েকে করতে হবে ২৫৭ রান।

এর আগে বসুন্ধরা সিমেন্ট পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের চতুর্থ ম্যাচে টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

স্বাগতিকদের হয়ে ব্যাটিং উদ্বোধন করতে আসেন বাঁহাতি ওপেনার তামিম ইকবাল এবং ডানহাতি ওপেনার এনামুল হক বিজয়।

ইনিংসের শুরুতে দেখেশুনে খেললেও চতুর্থ ওভারে দলীয় ১৪ রানে মাদজিভার বলে এলবি’র ফাঁদে পড়ে বিদায় নেন এনামুল। আউট হওয়ার আগে সিরিজে অসাধারণ খেলা এনামুল করেন মাত্র ৫ রান।

এর পর সফরকারী বোলারদের বোলিং তোপে পড়ে স্বাগতিকদের ব্যাটিং লাইনআপ। দলীয় ৩২ রানের মাথায় টাইগারদের চতুর্থ উইকেটের পতন ঘটে। সলোমন মিরের বলে মাদজিভার হাতে ক্যাচ দিয়ে ব্যক্তিগত এক রান করে সাকিব আল হাসান বিদায় নেন।

এর আগে এনামুলের দ্রুত বিদায়ের পর সাজঘরের পথ ধরেন তামিম ইকবাল। দশম ওভারের তৃতীয় বলে সলোমন মিরের বলে মাসাকাদজার তালুবন্দি হওয়ার আগে তামিম ৩৪ বল খেলে করেন ১৬ রান। পরের ওভারে মাদজিভার বলে টেইলরের হাতে ধরা দেন ইমরুল (৫ রান)।

দলীয় ৩২ রানে টপ অর্ডারের চার ব্যাটসম্যানকে হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল টাইগাররা। তবে পঞ্চম উইকেট জুটিতে মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে ১৩৪ রানের পার্টনারশিপ গড়েন মাহমুদুল্লাহ রিয়াদ। মুশফিক ব্যক্তিগত ৭৭ রান করে কামুনগোজির বলে ক্যাচ তুলে দিয়ে বিদায় নেন।

মুশফিকের বিদায়ের পর সাব্বিরও বিদায় নেন দ্রুতই। ৪ রান করে কামুনগোজির বলে চাকাভার তালুবন্দি হন সাব্বির। এরপর প্রায় দেড় বছর পর জাতীয় দলে ফিরে ব্যাট হাতে মাত্র এক রান করে সলোমন মিরের বলে চিগুম্বুরার হাতে ধরা পড়েন আবুল হাসান।

তবে, রানের চাকা দ্রুত ঘোরাতে ব্যাটে ঝড় তুলেন মাশরাফি-মাহামুদুল্লাহ। মুশফিক-মাহামুদুল্লাহর বড় জুটির পর দ্রুত দুই উইকেট হারিয়ে ফেলা স্বাগতিকদের হয়ে আরো ৬৫ রান যোগ করে এ জুটি। মাশরাফি আউট হওয়ার আগে মাত্র ২৫ বলে ৪টি চার আর ২টি ছক্কা হাঁকিয়ে করেন ৩৯ রান।

পাওয়ার প্লে’র দশ ওভারে টাইগাররা এক উইকেট হারিয়ে তোলে মাত্র ৩০ রান। ২০ ওভার শেষে তা দাঁড়ায় চার উইকেটে ৬৫ রান। ১৫৬ বলে দলীয় শতক আসে। ৩০ ওভার শেষে ৪ উইকেটে ১১৮ রান তোলে টাইগাররা। আর ৪০ ওভার শেষে স্বাগতিকদের স্কোর দাঁড়ায় ৬ উইকেটে ১৭৭ রান। দলীয় ২০০ রানের কোটা পেরুতে টাইগাররা খেলে ২৬৬ বল।

আগেই সিরিজ জয় করে মিরপুর শেরে-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজে ৩-০তে এগিয়ে থেকে মাঠে নামে টাইগাররা।

এর আগে চট্রগ্রামে সিরিজের প্রথম দুই ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে বড় ব্যবধানে জয় পেয়েছিল মাশরাফিরা। প্রথম ওয়ানডেতে ৮৭ রানে আর দ্বিতীয় ওয়ানডেতে ৬৮ রানের জয় নিয়ে সাগরিকার মিশন শেষ করে টাইগাররা। আর ঢাকায় ফিরে তৃতীয় ওয়ানডেতে ১২৪ রানের বিশাল জয়সহ সিরিজ নিশ্চিত করে তামিম-সাকিব-মুশফিক-মাশরাফিরা।

এ ম্যাচে মুমিনুল হকের জায়গায় এসেছেন ইমরুল কায়েস। আর এ ম্যাচের মধ্য দিয়ে অভিষেক ঘটছে লেগস্পিনার জুবায়ের হোসেনের। হঠাৎ করেই দলে জায়গা পেয়েছেন প্রায় দেড় বছর পর জাতীয় দলে ফেরা পেসার আবুল হাসান।

সিরিজ নিশ্চিত হওয়ায় টেস্টের পর ওয়ানডেতেও জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করার লক্ষ্য নিয়ে এই ম্যাচও জিতে ৪-০তে এগিয়ে থাকতে চায় স্বাগতিকরা।

অন্যদিকে মান বাঁচাতে এই ম্যাচ জয়ের বিকল্প দেখছে না জিম্বাবুয়ে।

বাংলাদেশ দল: তামিম ইকবাল, এনামুল হক, মুশফিকুর রহিম(উইকেটকিপার), সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ, সাব্বির রহমান, মাশরাফি মতুর্জা(অধিনায়ক), জুবায়ের হোসেন, ইমরুল কায়েস, আবুল হাসান ও রুবেল হোসন।

জিম্বাবুয়ে দল: তিমিসেন মারুমা, হ্যামিল্টন মাসাকাদজা, ভুসি সিবান্দা, ব্র্যান্ডন টেইলর, রেগিস চাকাভা, পিটার মুর (উইকেটকিপার) এলটন চিগুম্বুরা(অধিনায়ক), মাদজিভা, সলোমন মিরে, টেনদাই চাতারা, ও তাফাদজওয়ে কামুনগোজি।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *