হবিগঞ্জ সেজেছে অন্যরকম সাজে

হবিগঞ্জ প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনকে সামনে রেখে হবিগঞ্জ সেজেছে অন্যরকম সাজে। গোটা শহর এখন তোরণের শহরে পরিণত হয়েছে। শহরের বিভিন্ন সড়কে প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, স্কুল কলেজ, মাদ্রসাসহ বিভিন্ন সামাজিক সংগঠন তোরণ নির্মাণ করেছে। বিশেষ করে হবিগঞ্জ শহরের প্রধান সড়কসহ সকল সড়কেই কিছুদূর পরপরই তোরণ নির্মাণ করা হয়েছে। এসব তোরণের ব্যানার ও ফেস্টুনের মধ্যে দলীয় নেত্রী ও এমপি আবু জাহির, এমপি আব্দুল মজিদ খাঁনের ছবিসহ দলের বিভিন্ন ইউনিটের সভাপতি সেক্রেটারীর ছবি স্থান পেয়েছে। এছাড়া নেত্রীকে স্বাগত জানিয়ে বিভিন্ন দেয়াল লিখন ও দেয়ালের উপর ব্যানার ফেস্টুন দিয়ে সাজানো হয়েছে। এক মাস আগ থেকেই শহরের বিভিন্ন স্থাপনা ও দেয়াল রং করে সাজানো হয়েছে। মন্ত্রীর আগমনকে সফল করতে এক মাস আগ জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট আবু জাহির এমপি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মজিদ খান এমপি বিভিন্ন স্থানে সভা সমাবেশ করে যাচ্ছেন।
দলীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল ৯টা ২৫ মিনিটে ঢাকা তেজগাঁও বিমান বন্দর থেকে হেলিকপ্টার যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবীগঞ্জ উপজেলার বিবিয়ানা গ্যাসফিল্ডের হ্যালিপ্যাডে অবতরণ করবেন। এরপর তিনি সড়ক পথে শেভরণের গ্যাস ফিল্ডে যাবেন। সেখানে বিবিয়ানা গ্যাস সম্প্রসারণ প্রকল্প, বিবিয়ানা ধনুয়া ৩৬ ইঞ্চি গ্যাস উচ্চচাপ পাইপ সঞ্চালন লাইন উদ্বোধন, মহাসড়কের হাইওয়ে থেকে বিবিয়ানা পাওয়ার প্লান্ট সংযোগ সড়ক, নবীগঞ্জ ফায়ার সার্ভিস সিভিল স্টেশন, বিবিয়ানা দক্ষিণ ৪শ’ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুত কেন্দ্র, বিবিয়ানা বিদ্যুৎ প্লান্ট-৩ এর ভিত্তিপ্রস্তর স্থাপন, বিজনা ব্রিজ, রসুলপুর-রইছগঞ্জ পানিউমদা সড়ক, নবীগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধন করবেন এবং গ্যাসফিল্ড এলাকায় মতবিনিময় করবেন। পরে প্রধানমন্ত্রী হবিগঞ্জ নিউফিল্ড মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন। এর পূর্বে তিনি হবিগঞ্জবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত আধুনিক স্টেডিয়াম, ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতাল, হবিগঞ্জ নার্সিং ইনস্টিটিউট, হবিগঞ্জ জেলা নির্বাচন অফিসের সার্ভার স্টেশন, হবিগঞ্জ নতুন জেলা পরিষদ অডিটরিয়াম ও কমিউনিটি সেন্টার, হবিগঞ্জ শিল্পকলা একাডেমী ভবন, আলেয়া জাহির কলেজ, জেলা আনসার ভিডিপি অফিস ভবন, বানিয়াচঙ্গ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, হবিগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ উন্নয়ন কার্যক্রম, আজমিরীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, শাহজিবাজার (৩৩০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট ফলক উদ্বোধন করবেন। অবশ্য এসব উদ্বোধন করতে প্রধানমন্ত্রীকে ওইসব প্রতিষ্ঠানে যেতে হবে না। সবগুলো উদ্বোধন ফলক এক জায়গায় উন্মোচন করবেন তিনি।
এদিকে বুধবার থেকে নিউফিল্ডে প্রধানমন্ত্রীর জনসভার মঞ্চ নির্মাণের কাজ শুরু হয়েছে। শুক্রবারের মধ্যে মঞ্চ নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে। বুধবার প্রধানমন্ত্রীর জনসভার স্থান পরিদর্শন করেন এসএসএফ কর্মকর্তারা। এ ব্যাপারে জেলা আওয়ামী লীগ সভাপতি এমপি অ্যাডভোকেট আবু জাহির বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানিয়ে সারা জেলায় কয়েক হাজার তোরণ নির্মাণ করা হয়েছে। নেতাকর্মীরা জনসভাকে সফল করতে রাতদিন কাজ করে যাচ্ছেন। তিনি আরো বলেন, আমরা আশা করি এই জনসভা থেকে প্রধানমন্ত্রীর মাধ্যমে হবিগঞ্জবাসীর দীর্ঘদিনের আশা-আকাক্সক্ষা পূরণ হবে।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *