মাদকমুক্ত যুব সমাজ গড়তে না পারলে দেশের ভবিষ্যৎ অন্ধকার

স্টাফ রিপোর্টার… চুনারুঘাট-মাধবপুর এলাকার সংসদ সদস্য এডভোকেট মাহবুব আলী বলেছেন, যে কোন মুল্যে যুব সমাজকে মাদক থেকে দুরে রাখতে হবে। কারণ যুবকরাই আগামী দিনের দেশ পরিচালনা করবে। যুব সমাজ ধ্বংস হলে গেলে দেশ কখনো এগিয়ে যেতে পারবে না। তিনি গত শনিবার সকালে চুনারুঘাট উপজেলার এনামুল হক মোস্তফা শহীদ অডিটরিয়ামে উপজেলা প্রশাসন ও ৪৬ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আয়োজিত সীমান্ত এলাকায় সচেতনতামুলক মতবিনিময় সভায় প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন।  তিনি সীমান্তে অনুপ্রবেশ, মাদক পাচার রোধ, গরু চুরিসহ নানা অপরাধমুলক কর্মকান্ড প্রতিরোধে বিজিবিকে আরো সতর্ক হওয়ার আহবান জানান। একই সাথে জনপ্রতিনিধিসহ এলাকাবাসীকে এগিয়ে আসার আ্হবান জানান। শ্রীমঙ্গলস্থ বিজিবি’র সেক্টর কমান্ডার কর্ণেল তারিকুল ইসলাম খানের সভাপতিত্বে এবং মেজর জোবায়ের আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু তাহের, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাশহুদুল কবীর, বিজিবি ৫ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর তারেক আহমেদ, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান, কাজী সাফিয়া খাতুন, পিপি এডভোকেট আকবর হোসেন জিতু। এতে বক্তব্য রাখেন গাজীপুর ইউপি চেয়ারম্যান মাওলানা তাজুল ইসলাম, আবেদ হাসনাত চৌধুরী সনজু, আইয়ূব আলী মাষ্টার, ওসি মোঃ ইকবাল হোসেন, ছায়েব আলী, নির্মল দেব প্রমুখ। সভায় সম্প্রতি চুনারুঘাট সীমান্তের ওপারে ভারতীয়দের হাতে নিহত হওয়ার ঘটনায় নিন্দা জানানো ছাড়াও কিছু সংখ্যক অপরাধীর জন্য দেশের দুর্নাম বয়ে না এনে সকলকে সচেতন হওয়ার আহবান জানানো হয়।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *