চুনারুঘাট ইকরা কম্পিউটার ট্রেনিং সেন্টারের শত ভাগ সাফল্য

স্টাফ রিপোর্টার ...চুনারুঘাট ইকরা কম্পিউটার ট্রেনিং সেন্টার বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এর অধীনে চূড়ান্ত পরীক্ষার ফলাফলে এবারো সিলেট বিভাগে অবিস্মরণীয় সাফল্য অর্জন করেছে। ৩৯জন ছাত্র/ছাত্র চূড়ান্ত পরীক্ষায় অংশ নিয়ে এ প্লাস সহ শতভাগ পাশ করেছে। গতকাল সোমবার কারিগরি শিক্ষাবোর্ডের ওয়েব সাইটে সারা দেশে স্বল্প মেয়াদী কম্পিউটার প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান সমূহের ফলাফল প্রকাশিত হয়। গত ২৬ সেপ্টেম্বর সারা দেশে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়। একই ভাবে চুনারুঘাট ইকরা কম্পিউটার ট্রেনিং সেন্টার সহ কারিগরি শিক্ষাবোর্ডের অনুমোদিত হবিগঞ্জের ১৩টি প্রতিষ্ঠানের ৬ শতাধিক ছাত্র/ছাত্রী হবিগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করে। অন্যান্য প্রতিষ্ঠান সমূহে অকৃতকার্য হলেও ইকরা কম্পিউটার ট্রেনিং সেন্টারে ৩৯জন ছাত্র/ছাত্রীই এ-প্লাস পেয়ে কৃতকার্য হয়েছে। কৃতকার্যরা শিক্ষার্থীরা হলো- নুরুজ্জামান (ঊসাইনগর), আশরাফুল ইসলাম (জোয়ার মাগুরউন্ডা), সোহেল মিয়া (ভোলারজুম), হুমায়ুন রশীদ (রাণীগাঁও), ফরহাদ আহমদ নজির (মুরারবন্দ), হৃদয় চন্দ্র পাল (হাতুন্ডা), নাজমা আক্তার (আমতলি), শরীফ আহমদ (সুন্দরপুর), শাহ আলম (আইতন), লোকমান আহমদ (মারুলউড়া), স্বপন মিয়া (দিমাগুরউন্ডা), তোফায়েল আহমদ (চুরতা), নিছফা আক্তার (রাণীগাঁও), ফারজানা আক্তার স্বপ্না (রাণীগাঁও), ফারজানা হক ঋতু (নয়ানী), জাহানারা আক্তার শিমা (নয়ানী), আব্দুল কাইয়ুম (চিচিরকোর্ট), তাহমিনা আক্তার (রাণীগাঁও), মাছুমা আক্তার পলি (নয়ানী), শেলী আক্তা (নয়ানী), সৈয়দা লিনা আক্তার (মমিনপুর), সাদিয়া ইসলাম সাথী (বাসুল্লা), রতœা বেগম (গঙ্গানগর), নূরুন্নাহার আক্তার (ঘরগাঁও), বিলকিছ আক্তার (আলোনিয়া), শামছুন্নাহার (গোয়াছপুর), মিনারা আক্তার (গোবিন্দপুর), দিপা রানী সরকার (লখাইরগাঁও), সুলতানা আক্তার (মারুলউড়া), রাশেদুল আলম (বড়াইল), জাহানারা আক্তার (চুনারুঘাট মধ্যবাজার), তাহমিনা আক্তার (কবিলাশপুর), নাহিদা আক্তার (আদমপুর), মিঠুন বৈদ্য (শ্রীবাড়ী চা বাগান), আশিক চন্দ্র মাল (লস্করপুর চা বাগান), জুনায়েদ মিয়া (টিলাগাঁও), মোঃ জীবন মিয়া (নাসিরনগর, বিবাড়িয়া), রেজাউর রহমান চৌধুরী (ময়নাবাদ)। উল্লেখ্য যে, চুনারুঘাট ইকরা কম্পিউটার ট্রেনিং সেন্টারটি ২০০০ সালে প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে বাংলাদেশ শিক্ষা বোর্ড এর অধীনে চুনারুঘাট উপজেলা একমাত্র কম্পিউটার শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পায়। যার কোড নং- ৬৩০১৭। ২০১৩ সালে বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের ব্যানবেইস কর্তৃক ইন নাম্বার লাভ করে। যার ইন নং- ১৩৫৬৫১। প্রতি ৩ ও ৬ মাস মেয়াদী কম্পিউটার অফিস এপ্লিকেশন কোর্স শেষে চূড়ান্ত পরীক্ষায় অংশ নিয়ে এ প্রতিষ্ঠান থেকে বরাবরই এ প্লাস সহ শতভাগ ছাত্র/ছাত্রীরা পাশ করে আসছে। উক্ত প্রতিষ্ঠানে কম্পিউটার বিষয়ে জ্ঞান অর্জনের পাশাপাশি কারিগরি শিক্ষাবোর্ডের সনদপ্রাপ্ত হয়ে বিপুল সংখ্যক বেকার শিক্ষিত যুবক-যুবতি কর্ম সংস্থানের সুযোগ লাভ করছে। ইতিপূর্বে হবিগঞ্জের জেলা প্রশাসক মাহমুদ হাসান ও জেলা প্রশাসক জয়নাল আবেদীন, উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাশহুদুল কবীর, সাবেক উপজেলা নির্বাহী অফিসার নেছার আহমেদ ও কারিগরি শিক্ষা বোর্ডের বিভাগীয় কর্মকর্তা সহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ ইকরা কম্পিউটার ট্রেনিং সেন্টার পরিদর্শন করে পাঠদান ও ফলাফল সহ সার্বিক বিষয়ে প্রশংসা করেছেন। অব্যাহত ফলাফল অর্জনে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরী ও প্রতিষ্ঠাতা পরিচালক ইসমাইল হোসেন বাচ্চু।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *