শায়েস্তাগঞ্জ রেলওয়ে ভূমি দখলের মহোৎসব

সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ):  বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলীয় জোনের সিলেট-আখাউড়া রেল সেকশনের আওতাভূক্ত ২৬টি রেল ষ্টেশনে ও সংলগ্ন এলাকার কয়েক হাজার কোটি টাকার প্রায় ৫শতাধিক একর মূল্যবান জমি, পরিত্যক্ত রেলকোয়ার্টার, গোদাম ঘর, অফিস সহ রেল স্টেশনের আশ পাশের পরিত্যক্ত জায়গা জমি প্রভাবশালী রাজনৈতিক দলের নেতাদের দখলে চলে গেলেও  এসব জমি উদ্ধারের তেমন কোন তৎপরতা পরিলক্ষিত হচ্ছে না। পরিত্যক্ত ষ্টেশন ও সংলগ্ন এলাকার রেল লাইনের দু পাশের ভূমি গ্রাস করে নিয়েছে একটি চক্র ১৯২৬/১৯২৭ সালে তদানিন্তন ব্রিটিশ সরকার হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ-বাল্লা রেল লাইন স্থাপন করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ট্রেন লাইনটি উঠিয়ে দেয়া হলেও পরবর্তীতে সরকারি আদেশে আবার তা চালু হয়। এরপর থেকে ওই লাইনে চলাচলকারী ট্রেনগুলো আখাউড়া সিলেট রেলওয়ে সেকশনের শায়েস্তাগঞ্জ জংশন হয়ে মালামাল পরিবহন এবং সিলেট ঢাকা সিলেট চট্টগ্রাম লাইনে চলাচল কারী ট্রেনগুলোতে পন্য ও যাত্রী  পরিবহনে গুরুত্বর্পূন অবদান রাখে। কিন্তু স্বাধীনতার পর শায়েস্তাগঞ্জ-হবিগঞ্জ-বাল্লা লাইনে সরকারী বরাদ্ধ তুলনামূলক ভাবে কমতে থাকে। ফলে রক্ষনাবেক্ষন সহ লাইনের গুরুত্বর্পূণ সংস্কার কাজে দেখা দেয় নানা জটিলতা। এরই প্রেক্ষিতে উল্লেখিত লাইনে ঘন ঘন ট্রেন দুর্ঘটনা ঘটতে থাকে। রেলওয়ে উর্ধ্বতন কর্র্মকর্তার এসব দুর্ঘটনা সরেজমিন তদন্ত করে দেখতে পান  সংস্কারের অভাবে লাইনে রয়েছে নানা ক্রটি বিচ্যুতি। এসব কারণ উল্লেখ করে সংশ্লিষ্ট দফতরে তদন্ত কর্মর্কতারা প্রতিবেদন দাখিল করলেও বাড়তি কোন অর্থ বরাদ্ধ পাওয়া যায়নি। ফলে দিনে দিনে আরও জরাজীর্ণ হতে থাকে লাইনের অবকাঠামো। অপর দিকে কর্মকর্তা-কর্মচারীদের অসততার কারণে ট্রেনে বিনা টিকেটের যাত্রীর সংখ্যা বেড়ে যায়। কিন্তু সঠিক রক্ষনা বেক্ষনের অভাবে ভূমি গুলো আবার বেদখল হয়ে গেছে। এদিকে সরকার পরির্বতনের পর একটি স্বার্থান্বেষী মহল নিজেদের ক্ষমতাসীন দলের লোক পরিচয় দিয়ে একের পর এক দখল করে নিচ্ছে শায়েস্তাগঞ্জ রেলওয়ের লক্ষাধিক একর ভূমি। ইতিমধ্যে অনেক স্থানে তৈরী করা হয়েছে বাণিজ্যিক মার্কেট। বাসা বাড়ী, তৈরী করে ভাড়া খাটানো হচ্ছে। এসব ব্যাপারে ভূক্ত ভোগীরা অভিযোগ দিলেও কর্ণপাত  করছেন না রেলওয়ে সংশ্লিষ্ট বিভাগ ১/১১ ওয়ান ইলেভেনের পর যৌথ বাহিনীর তদারকিতে স্থান বিশেষ কিছু জমি উদ্ধার করা হলেও সময়ের ব্যবধানে এসব জমি আবার বেদখল হয়ে গেছে। প্রতি রাতেই চুরি হচ্ছে রেল লাইনের মূল্যবান লোহার পাত, নাট বল্টু, স্লিপার ইত্যাদি। উক্ত রেল  জোনের বিভিন্ন স্টেশন সংলগ্ন এলাকায় রেলওয়ের কর্মকর্তা কর্মচারীদের অপরাধী পেশার লোক জনের কাছে চড়া মূল্যে ভাড়া দিয়ে লাখ, লাখ টাকা হতিয়ে নিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। অপর দিকে প্রভাবশালী মহল কর্তৃক রেলওয়ের পরিত্যক্ত জমি নিজেদের দখলে নিয়ে কোথাও কাঁচা আবার কোথাও অর্ধপাকা টিনসেডের ঘর নির্মান করে ভাড়া দিচ্ছে। এসব ঘর নি¤œ আয়ের লোক জনেকে ভাড়া দিয়ে মহিলা শিশুও পুরুষ শ্রমিকদের দিয়ে মাদক ব্যবসা পরিচালনা করছে। আবাসিক কোয়ার্টার গুলোতে বাইরের লোকজন বসবাস করলেও  সেখানে সরবরাহকৃত পানি, বিদ্যুৎ বিল পরিশোধ করতে হচ্ছে সংশ্লিষ্ট বিভাগকে। এই জোনের শায়েস্তাগঞ্জ-হবিগঞ্জ কোর্টস্টেশন, শায়েস্তাগঞ্জ- বাল্লা, শায়েস্তাগঞ্জ-সাটিয়াজুরি, ও শায়েস্তাগঞ্জ-হরশপুর পর্যন্ত ২৬টি ষ্টেশনের উভয় পাশের জমি দখল করে দোকান পাট, ঘর বাড়ী, পুকুর, রাস্তা-ঘাট সহ শিল্পকারখানা নির্মান করছে। তা ছাড়া একটি সংঘবদ্ধ চোরাই চক্র রেল লাইনের  পাথর নাট বল্টু স্লিপার কাঠ শিক ইত্যাদি চুরি করে নিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। সরেজমিনে রেলওয়ে এলাকা ঘুরে দেখা গেছে, এমন চিত্র রেলওয়ের আওতাধীন বিশাল এলাকা জুড়ে রয়েছে রেলওয়ের লক্ষাধিক একর জায়গা। এলাকাবাসী জানান, স্বাধীনতার পর যখন যে সরকার ক্ষমতায় গেছে সেসব স্বার্থান্বেষী মহল একের পর এক দখল করে নিচ্ছে রেলওয়ের পতিত ভূমি ও পরিত্যাক্ত রেলওয়ে কোয়ার্টার এবং রেল স্টেশন। কোথাও কোথাও আধা কাচাপাকা ও আবার কোথাও ইটের  গাঁথুনি দিয়ে রেলওয়ের জায়গার ওপর র্মাকেট, দোকান তৈরী করে হাইকোর্টের স্থগিতাদেশের সাইনর্বোড ঝুলিয়ে দেওয়া হয়েছে।* রেলওয়ে বস্তিতে কয়েকযুগ থেকে বসবাসরত লোকজনের সাথে কথাবলে জানাযায়, শায়েস্তাগঞ্জ পৌরশহরে বাসাভাড়া নিয়ে বাস করার মত সার্মথ্য নাই বিভিন্ন স্থান থেকে আসা এমন লোকজন আশ্রয় নিচ্ছে স্বল্প ভাড়ার এই রেলওয়ে বস্তিতে। টাকার বিনিময়ে ভাড়া দিচ্ছেন স্থানীয় প্রভাবশালী লোকজন, আবার হাত বদল হচ্ছে এসব বস্তির নিয়ন্ত্রণ। অনেকে নতুন করে তৈরী করে নিচ্ছেন মার্কেট। ফলে ক্রমশঃ সংর্কীণ হয়ে পড়ছে রাস্তা ঘাট বাজার।  বর্ষা মৌসুমে পানি প্রবাহে দেখা দিচ্ছে প্রতিবন্ধকতা। বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলীয় রেলওয়ে এষ্টেট বিভাগ ২০০৩ সালের প্রথম দিকে শায়েস্তাগঞ্জ রেলের জমি থেকে দুই সহস্রাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে। তৎকালীন সময়ে রহস্যজনক কারনে অবৈধভাবে দখলকৃত মাত্র ১০ একর ভূমিতে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। কিন্তু উচ্ছেদ অভিযানের বাইরে থেকে যায় কয়েকশ একর ভূমি। বর্তমানে শায়েস্তাগঞ্জ রেলষ্টেশনের আপ ও ডাউন লাইনে উভয় প্রান্তে এসব ভূমিতে অবৈধভাবে নির্মিত স্থাপনার মধ্যে রয়েছে বেশ কয়েকটি কলোনী, বস্তিঘর, ঝুপড়িঘর ও দোকান পাট। এসব স্থাপনাকে কেন্দ্র করে সেখানে গড়ে উঠেছে বিভিন্ন অপরাধীদের আস্তানা ঘাটি। মাদক সেবন মাদক বিক্রি থেকে শুরু করে পতিতাবৃত্তি, জুয়া চোরাচালান চোলাই মদের আসর সবই চলে এখানে। চোর ডাকাত সন্ত্রাসী থেকে শুরু করে বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িতরা নির্বিঘেœ বসবাস করছে এসব কলোনী বস্তিতে অভিযোগ রয়েছে রেল কর্তৃপক্ষের নিকট থেকে বৈধভাবে এসব জমির কিছু অংশ লিজ নিয়েছিলেন তাদের অনেকের লিজের সময়সীমা শেষ হয়ে গেলেও রেল কর্তৃপক্ষকে ম্যানেজ করে সেখানে বসবাস করছেন। সূত্র জানায়, রেলওয়ে ভূসম্পত্তি বিভাগের অনুমোদন ব্যতিত কাহারো কোন জায়গা লীজ দেয়ার কথা নয় কিন্তু এক শ্রেণীর কর্মকর্তা অবৈধ টাকার বিনিময়ে জাল অনুমোদনপত্র ব্যবহার করে লীজ দিচ্ছেন, যে করণে অবৈধ লোকজনদের উচ্ছেদ করা যাচ্ছেনা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষে চরম দায়িত্বহীনতা উদাসীনতার কারনে হাজার হাজার কোটি টাকার সম্পত্তি এখন রাজনৈতিক প্রভাবশালীদের দখলে। ফলে সরকার প্রতি বছর বিপুল পরিমান রাজস্ব থেকে ও বঞ্চিত হচ্ছে। জানা গেছে শায়েস্তাগঞ্জের এক শ্রেণীর ভূ-সম্পত্তি কর্মকর্তা কর্মচারীর যোগসাযোসে রেলওয়ের বানিজ্যিক ভূমিগুলো চর দখলের মত চলেগেছে অবৈধ দখলে। এসব ভূমিতে গড়ে উঠেছে কয়েক শত ব্যবসায়িক প্রতিষ্ঠান ও আবাসিক ভবন। এভাবে রেলওয়ে কর্মচারী কর্মকর্তা অবৈধ উপায়ে আয় করছে লাখ লাখ টাকা। সংশ্লিষ্ট সূত্রমতে, শায়েস্তাগঞ্জ রেলওয়ের কয়েক শত একর ফাঁকা ভূসম্পত্তি এবং রেলওয়ে কর্মচারীদের বসবাসের জন্য প্রায় ৪ শতটি কোর্য়াটারের মধ্যে ৩শ টি বেদখল হয়েগেছে। এসব কোর্য়াটারের সামনে-পেছনে ও বিভিন্ন স্থনে ফাঁকা জায়গাগুলো মোটা অঙ্কের টাকার বিনিময়ের মাধ্যমে ভূমিদস্যুদের হাতে তুলে দেয় একশ্রেণীর ভূসম্পত্তি ও কতিপয় নামধারী শ্রমিক নেতা ফলে এসব এসব সম্পত্তি থেকে সরকার কোন ধরনের পাচ্ছে না। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবী আইনী জটিলতার কারনে ওইসব সম্পত্তি ও কোর্য়াটার উদ্ধার করা যাছ্ছে না। রেলওয়ে কোর্য়াটারগুলোতে  অবৈধ ভাবে বিদ্যুৎ সংযোগ দেয়া হচ্ছে। এদিকে কোর্য়াটারের ভিতরে দিন রাত মদ, জুয়া, নারী ব্যবসা চলছে বলে অভিযোগ রয়েছে। রেলওয়ের গুদাম ঘরটির সাথে রয়েছে বিভিন্ন ধরনের হালকা এবং ভারী যানবাহনের তথাকথিত অবৈধ ষ্ট্যান্ড। এদিকে রেলের কতিপয় ভূসম্পত্তি কর্মকর্তা নামধারী শ্রমিক নেতাদের যোগসাজশে দখল  প্রক্রিয়া এখনো অব্যাহত রয়েছে। এদিকে প্রয়োজনীয় সরকারী কোর্য়াটার না পেয়ে অনেক সরকারী কর্মকর্তারাই বিভিন্ন স্থানে বেসরকারী বাসা ভাড়া নিয়ে  আবার অনেকেই শায়েস্তাগঞ্জ সহরে বসবাস করছেন। আবার এসব জমির লিজকৃত অংশের পার্শ্ববর্তী পতিত জমি ও দখল করে সেখানে তৈরী করছেন বসতবাড়ি এসব অভিযোগের ভিত্তিতে গত বছরে আগষ্ট মাসের রেলওয়ে বিভাগীয় এষ্টেট অফিসারদের নেতৃত্বে যেসব অবৈধ ভূমিতে অভিযান পরিচালিত হলেও কার্যত কোন লাভ হয়নি। রহস্যজনক কারনে মাঝপথে থেমে যায় অবৈধ দখলদার উচ্ছেদের কার্যক্রম। বিগত তত্ত্বাবধায়ক সরকারের প্রথম দিকে যৌথবাহিনী এসব অবৈধ দখলদার উচ্ছেদের অভিযান পরিচালনা করলেও নানা কারনে পথিমধ্যে থেমে যায় উচ্ছেদ অভিযানের কার্যক্রম। ফলে মাত্র ২ বছরের মাথায় উচ্ছেদকৃতরা তাদের পুরনো জায়গায় ঘরবাড়ি তৈরী করে নিয়েছে। অনেকে  আবার সেই সুযোগে নতুন করে দখলকরে নিয়েছে অনেক জায়গা এদিকে রেলের অধিকাংশ জমির কোন ধরনের সীমানা প্রাচীন না থাকায় ও রক্ষণাবেক্ষনের অভাবে জমি গুলো অবৈধ দখলে চলে যাচ্ছে এদিকে স্থানীয় কয়েকজন অসাধু ব্যাক্তি এসব জায়গা দখল করে দোকান পাট বাসাবাড়ি নির্মাণ করছে মোটা অংকের টাকা নিয়ে দখলদাররা এসব দোকান অপর ব্যবসায়ীদের কাছে ভাড়া দিচ্ছে সংশ্লিষ্ট রেলওয়ে কর্তৃপক্ষ অদৃশ্য কারনে নিরব ভূমিকা পালন করে যাচ্ছে এসব সরকারী রেলওয়ে খাদ্য গোদামের জায়গা দখল হওয়া শুরু করছেন পেশি শক্তির জোরে স্থানীয় কিছু প্রভাবশালী রাজনৈতিক ব্যাক্তি, এসব জায়গা দোকান পাট গাড়ী রাখার গ্যারেজ তোলে রীতিমত ভাড়া দিচ্ছেন ঐসব রেলওয়ে প্রতিষ্ঠানে অবশিষ্ট জায়গা রেলওয়ের দখলে রয়েছে। রেলওয়ের খাদ্য গোদামে বিভিন্ন মালামাল লোড আনলোড করা সম্ভব হচ্ছে না। রহস্যজনক কারনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি দেখে না দেখার ভান করছেন।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *