কুকুর খায় আর লেজ নাড়ে বলে দেয় আমি কারো না

অন্য কথা
ইসমাইল হোসেন বাচ্চু॥

প্রিয় পাঠক। ব্যস্ততার কারণে গত সংখ্যায় আপনাদের প্রিয় কলাম অন্যকথা নিয়ে হাজির হতে পারিনি। তবে এ সংখ্যায় এসেছি অন্যভাবে। সংক্ষিপ্ত একটি ঘটনা বলছি। সবার বাড়ীতে কম বেশী কুকুর রয়েছে। কুকুর একটি পোষা প্রাণী এটা সবারই জানা। কুকুর একটি বাড়ী বা পরিবারের রক্ষক হিসেবে কাজ করে। তাই………। কিন্তু এতেও রয়েছে বিপত্তি। অবশ্যই দেখে থাকবেন যে কুকুরটিকে আপনি খুব খায়েশ করে খাওয়াচ্ছেন। সে খাচ্ছে ঠিকই আর পেছনে লেজ নাড়ছে। লেজ নাড়ার রহস্য হলো-কুকুরটি বলে দিচ্ছে আমি তোর খাই ঠিকই আমি কারো না। আমি যার খাই তার গাই। না হয় একবার পরীক্ষা করে দেখুন। প্রিয় পাঠক। আমাদের সমাজেও কুকুরের মতো কিছু মানুষনামধারী  স্বার্থপর ব্যক্তি রয়েছে। তাদেরকে দেখতে রক্ষক প্রকৃতির বা দাপটে মনে হয়। এরা হলো “মুখ মিঠে রমজানের মা”। আপনার খেয়ে আপনার ক্ষতি করে। এরা সুযোগ সন্ধানী। এসব প্রকৃতির মানুষ সমাজের উপকারের চেয়ে ক্ষতিই বেশী চিন্তা করে। নিরীহ মানুষকে নানাভাবে ধোকা দিয়ে ঠকিয়ে নেয়। পরের জমি দখল, অর্থকরী ধার নিয়ে ফেরত না দেয়া, প্রতারণার মাধ্যমে নারী ভোগ করা ইত্যাদি। দেখবেন, আপনাকে খুব কাছে টেনে নিয়ে একেবারে আপন করে নিবে। কিন্তু এরা একসময় আপনার ক্ষতি করবে। এদের কাছে আপনার ব্যক্তিগত বিষয়াদি না বলাই ভালো। এরা যখন অসহায়বোধ করবে তখনই আপনার পাশে এসে সহযোগীতার হাত বাড়ারে। স্বার্থ ফুরালে কেটে পড়বে । প্রিয় পাঠক। স্বার্থপর ব্যক্তিদের থেকে সতর্ক থাকুন। সহজে কারো উপর ভরসা না করাই ভালো। যদি ভরসা করেনই তবে বুঝে শুনে করবেন। না হলে…………..।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *