Category Archives: প্রতিদিনের অনলাইন

বানিয়াচঙ্গের হাওর থেকে বিলের পাহারাদারের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গের হাওর থেকে মোতাহের মিয়া (৩০) নামে এক বিলের পাহারাদারের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে আজমিরীগঞ্জ উপজেলার নোয়াগড় গ্রামের মৃত আবু বক্কর সিদ্দিকীর পুত্র। গতকাল বুধবার সন্ধ্যায় স্থানীয় লোকজন বানিয়াচঙ্গ চারখানি মহল্লার খালের পাড়ে লাশটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে বানিয়াচঙ্গ থানার এসআই আমিনুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ রাত ৮টায় লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে এসআই আমিনুল ইসলাম জানান, লাশের ঘাড় মচকানো ছিল এবং লাশের গায়ে আঘাত রয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে। মৃত মোতাহের মিয়া বানিয়াচঙ্গ উপজেলার লাখীপুর ফিসারীর পাহারাদার হিসেবে কর্মরত ছিল।

বড় বহুলা গ্রামের কুখ্যাত মাদক ব্যবসায়ী সৈয়দ আলীর দুই সহযোগী গ্রেফতার

হবিগঞ্জ শহরের বড় বহুলা গ্রামের কুখ্যাত মাদক ব্যবসায়ী সৈয়দ আলীর দুই সহযোগীকে ফেনসিডিলসহ গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে বড় বহুলা গ্রামের রজব আলীর পুত্র সুমন মিয়া ও একই গ্রামের মৃত শরাফত উল্লাহ’র পুত্র দুলাল মিয়া। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় হবিগঞ্জ সদর মডেল থানার এসআই মিন্টু দেব ও এসআই মিজানুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ বড় বহুলা গ্রামের বাগান বাড়ি এলাকা থেকে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পুলিশ সূত্র জানায়, বড় বহুলা গ্রামের কুখ্যাত মাদক ব্যবসায়ী সৈয়দ আলীর সহযোগিতার গ্রেফতারকৃতরা এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছে।

সনাতন ধর্মাবলম্বীদের শ্যামাকালী পূজা ও দীপাবলী অনুষ্ঠিত

গতকাল বৃহস্পতিবার সনাতন ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্রীশ্রী শ্যামাকালী পূজা অনুষ্ঠিত হয়েছে। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে সাধারণত শ্যামা পূজা বা কালীপূজার আয়োজন করা হয়। সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলন, আতশবাজি, পটকা ফুটিয়ে আনন্দ আর উচ্ছ্বাসের মধ্য দিয়ে দীপাবলী পালন করা হয়। গৃহবধূরা দেবীর আশীর্বাদস্বরূপ ঘরে প্রদীপ প্রজ্বলন ও নদীতে কলাগাছের নৌকা ভাসায়। দুষ্টের দমন শিষ্টের পালন, মঙ্গালোক আলোকছটায় উদ্ভাসিত হয়ে দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়। ধর্মীয় মতে, দেবীর আগমনের বার্তা সকলকে পৌছে দিতে, মাতৃসাধনায় ও মনের অসুরকে দূর করতে অগ্নিকে আহবান করা হয়। পূজামন্ডপে ঢাকীর বাদ্য, হোম, যজ্ঞ, ফুল, বেলপাতা, ফল, ধুপ, মন্ত্র, শঙ্খধ্বনি, উলুধ্বনি, মন্ত্র আর নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শ্যামা দেবীর পূজা অনুষ্ঠিত হয়। হিন্দু পুরাণ মতে কালী ...

হবিগঞ্জ শহরে ৭ম শ্রেণির ছাত্রীর বিয়ে রোধ করেছে ভ্রাম্যমান আদালত-

হবিগঞ্জ শহরের নাতিরাবাদ এলাকায় ৭ম শ্রেণির এক ছাত্রীর বিয়ে রোধ করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ডাঃ একেএম সাইফুল ইসলাম ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, দু’দিন আগে একটি অভিযোগের মাধ্যমে তারা জানতে পারেন শহরের হেডওয়ে স্কুল এন্ড কলেজের ৭ম শ্রেণীর ছাত্রী, চুনারুঘাট উপজেলার চাটপাড়া গ্রামের সালেহ উদ্দিন তালুকদারের মেয়ে সুলতানা নাছরিন জান্নাতকে বিয়ে দেয়া হচ্ছে। জান্নাতের ভগ্নিপতি হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার জামে মসজিদ মার্কেটের প্লাস্টিক মালামাল ব্যবসায়ী শাহ আলম বানিয়াচঙ্গ উপজেলার মার্কুলী-দৌলতপুর এলাকার বাসিন্দা তার দুবাই প্রবাসী এক বন্ধুর সাথে বিয়ে ঠিক করেন। এ প্রেক্ষিতে বৃহস্পতিবার দুপুর ১২টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ডাঃ সাইফুল ইসলাম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সমশের বেগম একদল পুলিশ নিয়ে নাতিরাবাদ এলাকায় জান্নাতের দুলাভাই শাহ আলমের ...

দক্ষিণ আফ্রিকার সিরিজ জয়

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুটি জিতে সিরিজ জয় নিশ্চিত করলো দক্ষিণ  আফ্রিকা। শুক্রবার দ্বিতীয় ওয়ানডে ম্যাচে টেস্ট অধিনায়ক হাশিম আমলার দুর্দান্ত এক সেঞ্চুরিতে ৭২ রানের জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। ওভালে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকা ওয়ানডে অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। অধিনায়কের সিদ্ধান্তটি যে সঠিক ছিলো তা দারুণ ভাবেই প্রমাণ করেছেন দলের ব্যাটসম্যানরা। ডি কককে সাথে নিয়ে ওপেনিং জুটিতেই ৫৬ রান তোলেন হাশিম আমলা। এরপর দলীয় ৫৬ রানের মাথায় ব্যক্তিগত ২৬ রান করে ডি কক আউট হয়ে গেলে ফ্লাফ ডু প্লে-সিসের সাথে ১১৩ রানের জুটি গড়েন আমলা। ডু প্লে-সিস ৭৩ বল খেলে ৩ চার ও ২টি ছক্কার সাহায্যে ব্যক্তিগত ৬৭ রান করে ফিরলেও অপর প্রান্তে ...

তাহিরপুরে বাউবির ৯পরীক্ষার্থী বহিষ্কার

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার তাহিরপুরে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) এইস এসসি পরীক্ষায় নকল করার অপরাধে ৯ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে তারিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইকবাল হোসেন  তাদের কে বহিষ্কার করেন। তাৎক্ষনিক বহিষ্কুতদের নাম পরিচয় পাওয়া যায়নি। জানা যায়, তাহিরপুর কলেজে বাউবির অধিনে এইসএসসি পরীক্ষা সকাল ৯টা থেকে শুরু হয়। পরীক্ষা চলাকালে ইকবাল হোসেন পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে যান। এ সময় তিনি নকল করা দেখতে পেলে পরীক্ষার্থীদের বহিষ্কারের আদেশ দেন।

সাংবাদিক সাখাওয়াত আর নেই

দৈনিক মানবজমিনের মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা প্রতিনিধি সাখাওয়াত সরকার (৪৭) আর নেই (ইন্নানিল্লাহে…রাজিউন)। ঢাকার ডেমরার কোনাপাড়ার দোতলা মসজিদ এলাকার নিজ বাসায় তিনি মারা যান। শুক্রবার ফজরের নামাজ পড়ার জন্য ঘুম থেকে উঠে বাথরুমে গিয়ে পড়ে গেলে ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়। তিনি হার্টের সমস্যায় ভুগছিলেন। গত কয়েক মাস আগে তার হার্টে রিং লাগানো হয়েছিল। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ কন্যা, ভাই-বোনসহ অসংখ্য আত্মীয় স্বজন  রেখে গেছেন। সাখাওয়াত দীর্ঘ প্রায় ২২ বছর সাংবাদিক পেশায় জড়িত ছিলেন। এর আগে দৈনিক বাংলাবাজার পত্রিকার গজারিয়া উপজেলা প্রতিনিধির দায়িত্ব পালন করেন। সাখাওয়াতের বড় ভাই বিসিএস শিক্ষা অ্যাসোসিয়েশনের সভাপতি ও দৈনিক মানজমিনের সাবেক সহকারী সম্পাদক প্রফেসর মতিউর রহমান গাজ্জালী জানান, সকাল সাড়ে ৮টায় কোনাপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে প্রথম জানাযা শেষে ...

গাইবান্ধা-সাঘাটা সড়কের বেহাল দশা

গাইবান্ধা থেকে জোবায়ের আলী : গাইবান্ধা-ভরতখালী-সাঘাটা সড়কটি দীর্ঘদিনেও সংস্কার না করায় সেটি যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সাঘাটার সাথে গাইবান্ধা জেলা সদরের যোগাযোগের একমাত্র এ পথটির বিভিন্ন স্থানে ছোট বড় অসংখ্য গর্তের সৃষ্টি এবং সিলকোর্ট উঠে যাওয়ায় ওই পথে ঝুঁকি নিয়ে এখন চলাচল করছে যানবাহন। সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে, ১৯৯২ সালের দিকে ৩২ কি.মি. দীর্ঘ গাইবান্ধা থেকে সাঘাটা উপজেলা সদর পর্যন্ত গুরুত্বপূর্ণ এ সড়কটির পাকাকরণের কাজ সম্পন্ন হয়। এরপর সড়কটির আর কোনো সংস্কার কাজে হাত দেয়া হয়নি। ফলে এর বিভিন্ন স্থানে ইতোমধ্যে ফাটল ধরে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। অনেক এলাকা জুড়ে সড়কের সিলকোর্ট উঠে গেছে। ফলে সড়কটি এখন যানবাহন চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সাঘাটাবাসী বিভিন্ন সময়ে ...

খুনিদের বিচার করতে হবে

ইতিহাসের ছাত্র বলেই বিভিন্ন উপলক্ষে পাঠকদের ইতিহাস স্মরণ করিয়ে দেই। ১৯৭০-এর দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালে একটি তাৎপর্যপূর্ণ উক্তি শিখতে হয়েছিলÑ ‘History teaches everything, even the future’. অর্থাৎ ইতিহাস সবকিছু শেখায়, এমনকি ভবিষ্যতও। পাঠকদের মনে প্রশ্ন উঠতে পারে, বিষয়টি নিয়ে আজই কেন কথা বলা? এর পেছনে বিশেষ কারণ রয়েছে।  হত্যা, নিষ্ঠুরতা ও পৈশাচিকতার জন্য ‘কালো দিন’ হিসেবে চিহ্নিত ২৮ অক্টোবর আবারও ফিরে এসেছে। ২০০৬ সালের এই দিনে লগি-বৈঠার তাণ্ডব এবং রাজপথে হত্যাকাণ্ডের ভয়ঙ্কর অভিযান চালানো হয়েছিল। ক্ষমতার লোভ এবং ক্ষমতায় যেতে না পারার আশঙ্কা কোনো দল ও তার প্রধান নেতা বা নেত্রীকে কতটা নিষ্ঠুর ও উন্মাদ করতে পারে, তারই উদাহরণ হয়ে আছে ২৮ অক্টোবর। অথচ হত্যা-সন্ত্রাস নয়, সেদিন দেশে আনন্দের ...

পুলিশের গুলিতে পা হারাল সাজু

স্টাফ রিপোর্টার : সাতকানিয়ায় পুলিশের গুলিতে এক মহিলা পঙ্গু হয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। পঙ্গুত্ব বরণকারী মহিলার নাম সাজু আখতার (৪০)। তিনি সাতকানিয়া উপজেলার কেঁওচিয়ার খোট্টাপাড়া এলাকার জনৈক আবদুস শুক্কুরের কন্যা ও একই উপজেলার ছদাহা এলাকার জনৈক রমজান আলীর স্ত্রী বলে জানা গেছে। তিনি তিন সন্তানের জননী। ঘটনার দিন তিনি শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে আসেন। স্থানীয় লোকজন জানান, সাতকানিয়া উপজেলার কেঁওচিয়ার খোট্টাপাড়া এলাকার আবদুস শুক্কুরের পুত্র, জামায়াত কর্মী মো. ওসমান (৩০)-কে গত বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ গ্রেফতার করে। এ সময় ওসমানের আত্মীয়-স্বজনেরা প্রতিবাদ করেন। তখন পুলিশ তাদের ওপর গুলি ছোঁড়ে। এতে ওসমানের বড় বোন সাজু আকতার পায়ে গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ ওই নারীকে প্রথমে কেরানীহাট আশ শেফা হাসপাতাল, পরে অবস্থার অবনতিতে চট্টগ্রাম মেডিক্যাল ...

সোজা আঙুলে ঘি না উঠলে বাঁকা করতে হবে

‘ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করা হবে’ বলে উল্লেখ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি বলেছেন, ‘দেশে আজকে কোনো গণতান্ত্রীক সরকার নেই। আজকে যারা ক্ষমাতায় আছে তারা অবৈধ। আপনারা ভোট না দেয়ায় এরা নির্বাচিত নয়। তাই তাদের দেশ পরিচালনার কোনো অধিকার নেই।’ বৃহস্পতিবার নীলফামারীর জেলা স্কুল মাঠে আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এ জনসভার আয়োজন করেছে ২০দলীয় জোট। জনসভায় সভাপতিত্ব করছেন জেলা বিএনপির আহ্বায়ক আনিসুল আরেফিন চৌধুরী। খালেদা জিয়া বলেন, ‘আওয়ামী লীগের অধীনে কোনোদিন নিরপেক্ষ নির্বাচন হয়নি। হবে না। তারা ক্ষমতায় থেকেও সুষ্ঠু নির্বাচন করতে পারেনি।’ তিনি বলেন, ‘নির্বাচন কমিশন অথর্ব। এই নির্বাচন কমিশনকে বাতিল করে ...

ফেসবুকই খুঁজে দেবে আপনার পাসওয়ার্ড!

সামাজিক যোগযোগের মাধ্য ফেসবুক এক স্বয়ংক্রিয় পরিষেবা নিয়ে এসেছে, যার মাধ্যমে হারিয়ে যাওয়া পাসওয়ার্ড খুঁজে পাওয়া খুব সহজেই। এ পরিষেবার মাধ্যমে হারিয়ে যাওয়া বা চুরি হওয়া পাসওয়ার্ড আপনাকে খুঁজে দেবে ফেসবুক নিজেই। এমন তথ্য জানিয়েছেন ফেসবুকের নিরাপত্তা বিভাগের ইঞ্জিনিয়ার ক্রিস লং। তিনি তার ব্লগে জানান, একসঙ্গে অনেক মানুষ একই ই-মেইল আইডি ও পাসওয়ার্ড দেয়ায় অনেক সময়ই দেখা দেয় নানা সমস্যা। আর এই সমস্যা ঠেকাতেই এক অটোমেটেড সিস্টেম চালু করা হবে ফেসবুকে। একই পাসওয়ার্ড দিয়ে অনেক ওয়েবসাইটে লগ ইন করলে ফেসবুক নিজে থেকেই ব্যবহারকারীকে জানিয়ে দেবে পাসওয়ার্ড বদলে নিতে। সেই সঙ্গে কেউ যদি আপনার পাসওয়ার্ড হ্যাক করে বা চুরি করে তাহলে ফেসবুক নিজে থেকেই তার প্রোফাইলকে রিপোর্ট করে দেবে।

করাঙ্গী নিউজ’র বর্ষপূর্তি উদযাপন

করাঙ্গী নিউজ’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে বাহুবল মডেল প্রেসক্লাবে কেক কাটার মধ্য দিয়ে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। করাঙ্গী নিউজের সম্পাদক ও প্রকাশক সিদ্দিকুর রহমান মাসুমের  সভাপতিত্বে ও সাংবাদিক এম শামছুদ্দিনের পরিচালনায় কোরআন তেলাওয়াত করেন মাওলানা মোস্তাফা কামাল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপা’র কেন্দ্রিয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এমএ মুনিম চৌধুরী বাবু এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাহুবল উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা খানম, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক, করাঙ্গী নিউজ’র সম্পাদক মন্ডলীর সভাপতি দৈনিক তরফবার্তার সম্পাদক অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরী, জেলা জাপা’র সাবেক সভাপতি আব্দুল জলিল তালুকদার। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মডেল প্রেসক্লাবের সাবেক ...

সিলেটে বিশেষ অভিযানে গ্রেফতার ১৬৯

সিলেট প্রতিনিধি:সিলেট বিভাগের চার জেলায় বিশেষ অভিযান চালিয়ে ১৬৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে সিলেট জেলা থেকে ৪৭ জন, সুনামগঞ্জে ৪৭ জন, হবিগঞ্জে ৩৯ জন ও মৌলভীবাজারে ৩৬ জন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে থানায় মামলা রয়েছে। বৃহস্পতিবার সংশ্লিষ্ট থানা তাদেরকে আদালতে প্রেরণ করে। সিলেট রেঞ্জ পুলিশের এক বার্তায় এ তথ্য জানানো হয়।

২৫ অক্টোবর চাঁদ দেখা কমিটির সভা

পবিত্র মুহররম মাসের চাঁদ দেখা ও পবিত্র আশুরার তারিখ নির্ধারণের লক্ষ্যে আগামী ২৫ অক্টোবর জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার সরকারি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ১৪৩৬ হিজরি সনের পবিত্র মুহররম মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা ও পবিত্র আশুরার তারিখ নির্ধারণের লক্ষ্যে আগামী ২৫ অক্টোবর, ২০১৪ খ্রিষ্টাব্দ শনিবার, সন্ধ্যা ৬টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি আলহাজ প্রিন্সিপাল মতিউর রহমান।

বাহুবলে জামায়াতের বিক্ষোভ মিছিল

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: কেন্দ্রীয় নেতৃবৃন্দের মুক্তির দাবিতে দেশব্যাপী জামায়াতে ইসলামীর বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে বাহুবল উপজেলা জামায়াতে ইসলামীর বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত। জানা যায়, বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে পুলিশের কটোর মহড়া থাকা সত্বেও সকল বাধা উপেক্ষা করে উপজেলা জামায়াতের সভাপতি কাজী আব্দুর রউফ বাহার ও উপজেলা শিবির সভাপতি আজহারুল ইসলাম মোয়াজ এর নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন, জামায়াতের উপজেলা সেক্রেটারী জালাল উদ্দিন আখঞ্জি, সদর সভাপতি হাফেজ আব্দুর রকিব, উপজেলা জামায়াতের প্রচার সম্পাদক হোসাইন মোহাম্মদ শামীম, সহকারী সেক্রেটারী তাজুল ইসলাম, আব্দুল আহাদ, মোস্তাক আহমদ, নরুল আমিন, শাহজাহান মিয়া, এনামুল হক সিমাল, মিজানুর রহমান ও মাহমুদ প্রমূখ। মিছিল বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পথসভার মাধ্যমে শেষ হয়।

হবিগঞ্জে জামায়াত-শিবিরের বিক্ষোভ

হবিগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জামায়াতে ইসলামী হবিগঞ্জ জেলা উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বৃহস্পতিবার বিকেলে শীর্ষ নেতৃবৃন্দের মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। জেলা কর্মপরিষদ সদস্য ও হবিগঞ্জ পৌর আমীর কাজী মহসিন আহমদ ও জেলা শিবির সেক্রেটারী আতিকুর রহমান সোহাগ এর নেতৃত্বে হবিগঞ্জ শহরের স্টার্ফ কোয়াটার থেকে মিছিলটি শুরু হয়ে তিনকোনা পুকুর সামনে গিয়ে পথসভার মাধ্যমে শেষ হয়। আরোও উপস্থিত ছিলেন এডভোকেট মোঃ হারুন মিয়া, সদর আমীর মাওঃ আব্বাস আলী, জেলা শিবির এইচ.আর.ডি সম্পাদক হাবিবুর রহমান খান প্রমুখ। পথসভার সমাপনী বক্তব্যে পৌর আমীর কাজী মহসিন আহমদ বলেন সারা বিশ্বেই বিচার ব্ভিাগ নির্যাতিত মানুষের শেষ আশ্রয়স্থল হিসেবে বিবেচিত হয়ে আসছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বর্তমান সরকার সেই বিচার বিভাগকে বিরোধী মত-দল নিধনের জন্য হাতিয়ার হিসেবে নগ্নভাবে ...

বিনামুল্যে চিকিৎসাসেবা দিল সিএচিডি বিডি

হবিগঞ্জ প্রতিনিধি:আর্থমানবতার সেবায় কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন সেন্টার ফর ইউম্যান ডেভলাপমেন্ট বাংলাদেশ(সিএইচডি বিডি) এর উদ্যোগে হবিঞ্জ সরকারী শিশু পরিবারের বালকদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ৪ জন চিকিৎসক এই চিকিৎসা সেবা প্রদান করেন এবং বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। সিএইচডি বিডি’র চেয়ারম্যান মাইকেল বিজয় সরকারের সভাপতিত্বে ও ব্যবস্থাপনা পরিচালক এবং নিউইয়র্কের কমিউনিটি লিডার মঞ্জুর চৌধুরীর সঞ্চালনায় চিকিৎসা ক্যাম্প শুরুর পূর্বে আলোচনায় অংশ নেন, বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডা. ওয়াহিদুল ইসলাম, ডা. জাকিয়া জাহান, সিলেট থেকে আগত ডা. ইশতিয়াক বখত, সিলেট রাগীর রাবেয় মেডিকেল কলেজের লেকচারার ডা. ফেরদৌস জামান, সরকারী শিশু পরিবার ব্যবস্থাপনা কমিটির সদস্য এডভোকেট শাহ ফখরুজ্জামান ও শহর সমাজ সেবা কর্মকর্তা আবু নাইম মৃধা। চিকিৎসকরা জানান, শিশু পরিবারে অপুষ্ঠিজনিত সমস্যার পাশাপাশি ...