সোজা আঙুলে ঘি না উঠলে বাঁকা করতে হবে

‘ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করা হবে’ বলে উল্লেখ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

তিনি বলেছেন, ‘দেশে আজকে কোনো গণতান্ত্রীক সরকার নেই। আজকে যারা ক্ষমাতায় আছে তারা অবৈধ। আপনারা ভোট না দেয়ায় এরা নির্বাচিত নয়। তাই তাদের দেশ পরিচালনার কোনো অধিকার নেই।’

বৃহস্পতিবার নীলফামারীর জেলা স্কুল মাঠে আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এ জনসভার আয়োজন করেছে ২০দলীয় জোট।

জনসভায় সভাপতিত্ব করছেন জেলা বিএনপির আহ্বায়ক আনিসুল আরেফিন চৌধুরী।

খালেদা জিয়া বলেন, ‘আওয়ামী লীগের অধীনে কোনোদিন নিরপেক্ষ নির্বাচন হয়নি। হবে না। তারা ক্ষমতায় থেকেও সুষ্ঠু নির্বাচন করতে পারেনি।’

তিনি বলেন, ‘নির্বাচন কমিশন অথর্ব। এই নির্বাচন কমিশনকে বাতিল করে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করতে হবে। যারা নিরপেক্ষ নির্বাচন করতে পারবে। পাশাপাশি প্রশাসন নিরপেক্ষ না হলে কোনোদিন নিরপেক্ষ নির্বাচন হওয়া সম্ভব না।’

অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেয়ার দাবি জানান তিনি।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *