Category Archives: প্রতিদিনের অনলাইন

সিলেটে বাথরুম থেকে ২ জনের লাশ উদ্ধার

সিলেট প্রতিনিধি: নিখোঁজ হওয়ার ৬ দিন পর সিলেটের বালাগঞ্জ সদর উপজেলার পূর্ববাজার জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল হামিদ শুকুর ওরফে কালা হুজুর (৫৫) ও সিএনজিচালিত অটোরিকশা চালক আরশ আলীর (৩০)  লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে উপজেলার ইলাশ গ্রামে নিহত ইমাম আব্দুল হামিদের  শ্যালিকার বাড়ির বাথরুম থেকে এই লাশ দুইটি উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহত ইমাম আব্দুল হামিদের শ্যালিকা আফিয়া বেগম (৪২), তার ছেলে মারজানুল আলম শিমুল (২২), শাকিল আহমদ (২০) ও মেয়ে শারমিন বেগমকে (১৮) আটক করেছে পুলিশ। নিহত ইমাম আব্দুল হামিদ উপজেলার কারমাপুর গ্রামের বাসিন্দা। গাড়ি চালক আরশ আলী উপজেলার কাশিপুর গ্রামের বাহার উল্লাহর ছেলে। সূত্র জানায়, গত ১৮ অক্টোবর  রাত ১০টার দিকে নিখোঁজ হন ...

যা বলে গেলেন গোলাম আযম

ইন্তেকালের পর নিজের জানাযার নামাজ ও দাফন করা নিয়ে অসিয়ত করে গেছেন অধ্যাপক গোলাম আযম। গোলাম আযমের ছেলে সাবেক সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহহিল আমান আযমী এই অসিয়তের বিষয়টি নিশ্চিত করেছেন। আমান আযমী জানান, তার বাবা বলে গেছেন, তিনি জামায়াতের একজন রুকন। তাই তার জানাযার নামাজ যেন জামায়াতে ইসলামীর আমিরের দ্বারা পড়ানো হয়। জামায়াতের আমির কারারুদ্ধ বিষয়টি অবহতি করার পর তিনি মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর কথা বলেছেন। এর পরিপ্রেক্ষিতে আমান আযমী তার বাবাকে বলেছেন, এসব নিয়ে আপনার চিন্তা করতে হবে না। আপনার ইন্তেকালের পর হাজার হাজার লোক আসবে জানাযা পড়ানোর জন্য। আমান আযমী তার বাবার বরাদ দিয়ে আরো বলেন, আব্বা বলে গেছেন, তার মৃত্যুর পর আমরা ছয় ভাই এক সঙ্গে হয়ে তার দাফন-কাপনের ...

হবিগঞ্জে এডুকেশন ওয়াচ রিপোর্ট সেমিনার

হবিগঞ্জে এডুকেশন ওয়াচ রিপোর্ট অবহিতকরণ বিষয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনকক্ষে এনজিও সংস্থা এসেড ও গণসাক্ষরতা অভিযান এর আয়োজনে এবং ইউরোপিয়ান ইউনিয়নের সহযোগিতায় এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে ‘নব রূপকল্প চ্যালেঞ্জ: বাংলাদেশ প্রাক-প্রাথমিক শিক্ষার অবস্থা’ শীর্ষক গবেষণাধর্মী প্রতিবেদন এডুকেশন ওয়াচ রিপোর্ট ২০১৩ এর সমীক্ষার গুরুত্বপূর্ণ ফাইন্ডিং ও নীতিসংক্রান্ত সুপারিশমালা উপস্থাপন করেন ব্র্যাক এর কর্মসূচি প্রধান (গবেষণা ও মূল্যায়ন বিভাগ) সমীর রঞ্জন নাথ। প্রতিবেদনে বাংলাদেশের প্রাক-প্রাথমিক শিক্ষার বর্তমান অবস্থা, সুফল ও প্রতিবন্ধকতাসহ সামগ্রিক চিত্র ফুটিয়ে তোলা হয়। সেমিনার প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন বলেন- ‘আমাদের দেশ মধ্য আয়ের দেশ হিসেবে পরিচিতি লাভ করেছে। ২০২১ সালের মধ্যে উন্নতশীল দেশে উন্নীত করতে হলে জাতিকে শিক্ষিত করতে হবে। খেলনা, নাচ-গান, এমনকি ...

চুনারুঘাটে স্যানিটেশন ব্যবহার শতভাগ নিশ্চিত হয়নি

কাজী মাহমুদুল হক সুজন, চুনারুঘাট (হবিগঞ্জ): হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় স্বাস্থ্য সম্মত স্যানিটেশন ব্যবহার শতভাগ নিশ্চিত হয়নি। ২০১৩ সালে শতভাগ স্বাস্থ্য সম্মত  স্যানিটেশন ব্যবহার নিশ্চিত করার কথা থাকলেও ২০১৪ সালেও তা বাস্তবায়িত হয়নি। তবে ৮২% ভাগ স্যানিটেসন ব্যবহার নিশ্চিত হয়েছে বলে প্রশাসন ও এনজিওরা দাবী করলেও মাঠ পর্যায়ের অবস্থা ভিন্ন। জনসাধারণের দাবী এখনও গ্রাম আঞ্চল, চা-বাগান ও দুর্গম পাহাড়ী এলাকায় ৬০% ভাগ পরিবার স্বাস্থ্য সম্মত স্যানিটেশনের আওতায় আসেনি। জাতীয় স্যানিটেশন অক্টোবর মাস ২০১৪ উদযাপন উপলক্ষে গতকাল বুধবার সকালে এনামুল হক মোস্তাফা শহীদ অডিটোরিয়ামে উপজেলা প্রসাশন, জনস্বাস্থ্য প্রকৌশল ও ব্রাক ওয়াসের যৌথ আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপত্বি করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাশহুদুল কবীর। ব্রাক ওয়াসের ম্যানেজার শহিদুল ইসলামের ...

নবীগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্টিত

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: বুধবার বেলা সাড়ে ১১টায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ লুৎপর রহমানের সভাপতিত্বে তার সভাকক্ষে অনুষ্ঠিত সভায় কমিটির উপদেষ্টা এম এ মুনিম চৌধুরী বাবু এমপি,উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী,উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আশরাফ আলী ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম উপস্থিত থেকে বক্তব্য রাখেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নবীগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ গোলাম হোসেন,নবাগত সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা প্রশাসক ডাঃ অর্ধেন্দু দেব,অফিসার ইনচার্জ মোঃ লিয়াকত আলী,ইউপি চেয়ারম্যান ইজাজুর রহমান,আনোয়ারুর রহমান,মোঃ ছাইমুদ্দিন,জাবেদ আলী,সৈয়দ খালেদুর রহমান খালেদ, নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি এটিএম নূরুল ইসলাম খেজুর,ব্যাবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী,উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মাহমুদ চৌধুরী, মুক্তিযোদ্ধা মোঃ ...

সিলেটে অবৈধ ৩ ব্লাড ব্যাংক সিলগালা

সিলেট প্রতিনিধি: সিলেট নগরীর অবৈধ ব্লাড ব্যাংকগুলোতে অভিযান চালিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তিনটি ব্লাড ব্যাংক সিলগালা ও ৬ জনকে আটক করেছে পুলিশ। এদিকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালের পাশের বস্তিগুলোতে গড়ে উঠেছে এসব অবৈধ ব্লাডব্যাংক। এসব ব্লাড ব্যাংকের সঙ্গে ওসমানী মেডিকেলের কিছু অসাধু কর্মচারী জড়িত বলে অভিযোগ রয়েছে। বুধবার দুপুর থেকে ওসমানী মেডিকেল কলেজ এলাকায় গোপণ সংবাদের ভিত্তিতে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ও সিভিল সার্জন অফিসের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে নগরীর বাগবাড়ির একটি কলোনি থেকে মাসুক আহমদ নামে এক ব্যক্তিকে আটক করা হয়। এসময় তার বাসার ফ্রিজ থেকে ৪ ব্যাগ রক্ত উদ্ধার করা হয়। পরে নগরীর রিকাবিবাজারে অবস্থিত ট্রাস্ট ব্লাড ব্যাংক, ইউনিক ব্লাড ট্রান্সকিউশন, রেড ব্লাড ব্যাংক ও গ্রীন লাইট রোটারি প্রতিষ্ঠানে অভিযান ...

সোজা আঙুলে ঘি না উঠলে বাঁকা করতে হবে

ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করা হবে’ বলে উল্লেখ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি বলেছেন, ‘দেশে আজকে কোনো গণতান্ত্রীক সরকার নেই। আজকে যারা ক্ষমাতায় আছে তারা অবৈধ। আপনারা ভোট না দেয়ায় এরা নির্বাচিত নয়। তাই তাদের দেশ পরিচালনার কোনো অধিকার নেই।’ বৃহস্পতিবার নীলফামারীর জেলা স্কুল মাঠে আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এ জনসভার আয়োজন করেছে ২০দলীয় জোট। জনসভায় সভাপতিত্ব করছেন জেলা বিএনপির আহ্বায়ক আনিসুল আরেফিন চৌধুরী। খালেদা জিয়া বলেন, ‘আওয়ামী লীগের অধীনে কোনোদিন নিরপেক্ষ নির্বাচন হয়নি। হবে না। তারা ক্ষমতায় থেকেও সুষ্ঠু নির্বাচন করতে পারেনি।’ তিনি বলেন, ‘নির্বাচন কমিশন অথর্ব। এই নির্বাচন কমিশনকে বাতিল করে ...

শার্শায় ভাইকে বেঁধে রেখে বোনকে গণধর্ষণ

যশোরের শার্শা উপজেলার নাভারণ-সাতক্ষীরা সড়কের কুচেমোড়া এলাকায় ভাইকে বেঁধে রেখে বোনকে গণধর্ষণ করেছে দুর্বৃত্তরা। অসুস্থ অবস্থায় মেয়েটিকে নাভারণ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। শার্শা থানা পুলিশ ঘটনার সাথে জড়িতদের আটকে অভিযানে নেমেছে। পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে সাতক্ষীরা জেলার কলারোয়া থানার আলী হোসেন (৩৮) নামের এক এক যুবক যশোর থেকে তার খালাত বোনকে (২৮) সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলো। পথে তারা নাভারণ-সাতক্ষীরা সড়কের কুচেমোড়া পৌঁছালে ৭-৮ জন ছিনতাইকারী সড়কে দড়ি বেধে তাদের গতিরোধ করলে তারা মোটর সাইকেলসহ পড়ে যায়। এ সময় ভাই আলী হোসেনকে গাছের সঙ্গে বেঁধে রেখে ছিনতাইকারী দৃর্বৃত্তরা পালাক্রমে বোনকে ধর্ষণ করে ফেলে রেখে মোটর সাইকেল নিয়ে পালিয়ে যায়। বুধবার ভোরে কুচেমোড়া গ্রামের লোকজন তাদের উদ্ধার করে শার্শার ...

৫২ বছর বয়সে প্রেমে পড়লেন তসলিমা

কথায় আছে কুড়িতেই বুড়ি। নিজের লেখাতেও তসলিমা নাসরিন মেয়েদের যৌবনের এই সত্যকে স্বীকার করেছেন। কিন্তু ঐযে কথায় আছে ন্যাড়া বেল তলা ক‌'বার যায়।সেই তসলিমা নাসরিন আবারও প্রেমে পড়েছেন।তাও আবার ৫২ বছর বয়সে।পুরুষ খেকো তসলিমার নতুন এ প্রেমিক তার থেকে বয়সে ২০ বছরের ছোট।সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এ নিয়ে একটি টুইট করে প্রেমের পড়ার কথা ঘোষণা দিয়েছে হৈচৈ ফেলে দিয়েছেন। টুইটে তরুণ প্রেমিকের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট দিয়েছেন।টুইটারে প্রকাশিত ওই ছবির সঙ্গে তসলিমা লিখেছেন, আমার প্রেমিক আমার থেকে ২০ বছরের ছোট। ইটস কুল।তার এ টুইট বহুবার রিটুইট হয়েছে। তবে নতুন প্রেমিকের নাম বা পরিচয় টুইটে গোপন রেখেছেন তসলিমা। ৫২ বছর বয়সী এ বাংলাদেশী লেখিকা বর্তমানে ভারতে নির্বাসিত জীবন কাটাচ্ছেন। কিছুদিন আগে ...

প্রস্তুতি ম্যাচের জন্য দল ঘোষণা

জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফতুল্লার খাঁন সাহেব ওসমান আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রস্তুতি ম্যাচটি। শুরু হবে আগামী ২০ তারিখ থেকে। জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের দল; শামসুর রহমান, সাদমান ইসলাম, মার্শাল আইয়্যুব, শুভাগত হোম, রনি তালুকদার, মো. জসিমউদ্দিন (উইকেটরক্ষক), নাঈম ইসলাম, দেওয়ান সাব্বির,  মেহেদী হাসান রানা, রবিউল ইসলাম, মুক্তার আলী, তাইবুর পারভেজ ও আসিফ আহমেদ।

জগন্নাথপুরে ছেলের হাতে পিতা খুন

সুনামগঞ্জ প্রতিনিধি:পারিবারিক কলহের জের ধরে ছেলের হাতে খুন হলেন বাবা মছব্বির মিয়া (৬২)। বুধবার সকাল সাড়ে ৮টায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের ছোট ছেউরা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় উত্তেজিত জনতা ঘাতক ছেলে দিলাওয়ার হোসেনকে আটক  করে পুলিশে সোপর্দ করেছে। জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে পারিবারিক বিষয় নিয়ে পিতা পুত্রের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে পানি রাখার জগ দিয়ে নিহতের মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি আরো জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও ওসি জানিয়েছেন।

বানিয়াচঙ্গে মুক্তিযুদ্ধের সংগঠক গফুর আর নেই

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার বানিয়াচঙ্গের প্রবীন রাজনীতিবিদ, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, শিক্ষানুরাগী, সমাজকর্মী ও বানিয়াচং বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সহ-সভাপতি মোঃ আব্দুল গফুর আর নেই (ইন্নালিল্লহি —– রাজিউন)। মৃত্যুকালে তাহার বয়স ৮৫ বছর। ২০ অক্টোবর সোমবার রাত ৯টায় বানিয়াচং সদর দক্ষিণ পশ্চিম ইউনিয়নের সাগর দিঘির পশ্চিম পাড়স্থ নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। মৃত্যুকালে স্ত্রী, ৩ ছেলে, ২ মেয়ে সহ অসংখ্য আত্নীয় স্বজন গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুর খবরে এক নজর দেখার জন্য বাড়িতে শোকাহত মানুষের ঢল নামে। তার আত্নার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করার লক্ষ্যে জানাজার পূর্ব পর্যন্ত বাজারের সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। মৃত্যুর সংবাদ পেয়ে মরহুমের ছোট ছেলে মাহবুবুল আলম মবু দুবাই থেকে বানিয়াচং পৌছার পর মঙ্গলবার বাদ আছর এল,আর সরকারী উচ্চ বিদ্যালয়ের ...

সিলেটে লুণ্ঠিত মালামালসহ ডাকাত গ্রেফতার

সিলেট প্রতিনিধি: সিলেটে লুণ্ঠিত মালামালসহ একজন ডাকাত ও জুয়েলারি ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ডাকাত সাদ্দাম হোসেন (২২) কুমিল্লা জেলার দেবিদ্বার সদর এলাকার আব্দুল জলিলের ছেলে ও জুয়েলারি ব্যবসায়ী উত্তম দেবনাথ (২৪) একই জেলার মুরাদ নগরের পান্ডব দেবের ছেলে। বুধবার বেলা ১১টায় সিলেট সদর উপজেলার ছালিয়া এলাকা থেকে সাদ্দাম ও সাড়ে ১১টায় নগরীর কানিশাইলের মা জুয়েলার্স থেকে উত্তম দেবনাথকে গ্রেফতার করে জালালাবাদ থানা পুলিশ। জালালাবাদ থানার উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন এ তথ্য  নিশ্চিত করে বলেন, গ্রেফতার সাদ্দামের স্বীকারোক্তি অনুযায়ী, কানিশাইলের মা জুয়েলার্স থেকে ১ ভরি স্বর্ণ ও একটি মোবাইল সেট উদ্ধার করা হয়। তিনি বলেন, গত ১৭ সেপ্টেম্বর ডাকাত ভূপেনকে গ্রেফতার করা হয়। তিনি অ্যাডভোকেট প্রবীর ভট্টাচার্যের বাসায় ডাকাতির সত্যতা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক ...

রোববার ইসলামি দলসমূহের হরতাল

ইসলাম ধর্ম, মহানবী (স:) ও হজ নিয়ে কটূক্তির মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানায় আবদুল লতিফ সিদ্দিকীর শাস্তির দাবিতে ২৬ অক্টোবর রোববার হরতাল ডেকেছে সম্মিলিত ইসলামি দলসমূহ । বুধবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সম্মিলিত ইসলামি দলের সদস্য সচিব মাওলানা জাফরুল্লাহ খান হরতালের এ ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, লতিফ সিদ্দিকীকে বহিষ্কারের ঘোষণা দিয়ে সরকার জনগণের সঙ্গে আইওয়াশ করার চেষ্টা করছে। লতিফ সিদ্দিকীকে শাস্তি দেয়ার ব্যাপারে সরকার কোনো ব্যবস্থা নিচ্ছেনা। আর ভবিষ্যতে যে নেবে তার লক্ষণ আমরা দেখছি না। মাওলানা জাফরুল্লাহ বলেন, লতিফ সিদ্দিকীর শাস্তির দাবিতেই আমাদের এই হরতাল। যদি হরতালে কোন প্রকার বাধা দেয়া হয়। তাহলে জনগণকে সাথে নিয়ে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। সাংবাদিক সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, সম্মিলিত ইসলামি দলের যুগ্ম-মহাসচিব ...

হবিগঞ্জে জামায়াত-শিবিরের বিক্ষোভ মিছিল

হবিগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জামায়াতে ইসলামী হবিগঞ্জ জেলা উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মঙ্গলবার বিকেলে গ্যাস ও বিদ্যুৎ মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। জেলা কর্মপরিষদ সদস্য ও হবিগঞ্জ পৌর আমীর কাজী মহসিন আহমদ ও জেলা প্রকাশনা সম্পাদক নজরুল ইসলাম এবং জেলা শিবিরের এইচ.আর.ডি সম্পাদক হাবিবুর রহমান খান এর নেতৃত্বে হবিগঞ্জ শহরের কালিবাড়ী রোড থেকে মিছিলটি শুরু হয়ে সওদাগর মসজিদের সামনে গিয়ে পথসভার মাধ্যমে শেষ হয়। পথসভার সমাপনী বক্তব্যে পৌর আমীর কাজী মহসিন আহমদ বলেন জনসম্পৃক্তহীন স্বৈরাচারী বর্তমান শাসক গ্যাস ও বিদ্যুতের দাম দ্বিগুন করে প্রমাণ করেছে দেশের জনগণের সুখ দুঃখে তাদের কোন মাথা ব্যাথা নেই। তাদের পেরেশানী শুধু যেকোন মূল্যে ক্ষমতা কুক্ষিগত করে রেখে লুটপাট করে সম্পদের পাহাড় গড়া। তিনি অবিলম্বে গ্যাস বিদ্যুতের ...

গ্রামীণ ব্যাংকের ৯০হাজার টাকা লুট

সিলেট প্রতিনিধি: সিলেটে গ্রামীণ ব্যাংকের ৯০ হাজার টাকা লুট করে নিয়েছে ছিনতাইকারীরা। মঙ্গলবার দুপুর সোয়া ২টার দিকে নগরীর বাগবাড়ি এতিম স্কুলের সামনে এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার সাজ্জাদ মাহমুদ গ্রামীণ ব্যাংকের সিলেট সদর উপজেলার টুকেরবাজার ব্র্যাঞ্চের সিনিয়র কেন্দ্র ব্যবস্থাপক। তিনি বাগবাড়ি এলাকা থেকে ক্ষুদ্রঋণের কিস্তির টাকা তুলে অফিসে ফিরছিলেন। সাজ্জাদ মাহমুদ জানান, ব্যাংকের ক্ষুদ্রঋণের কিস্তির টাকা তুলে তিনি শাখায় ফিরছিলেন। ঘটনাস্থলে পৌঁছামাত্র দুই মোটরসাইকেল আরোহী অস্ত্রের মুখে তার সঙ্গে থাকা ৯০ হাজার টাকা ছিনিয়ে নেয়। ঘটনাটি তিনি কোতোয়ালী থানায় জানানোর পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

চুনারুঘাট মেয়রের স্মরণে মিলাদ মাহফিল

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটের জননন্দিত পৌর মেয়র মরহুম আলহাজ্ব মোহাম্মদ আলীর স্মরণে চুনারুঘাট পৌরসভার উদ্যোগে  মিলাদ ও দোয়া অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার বাদ আছর চুনারুঘাটে এনামূল হক মোস্তফা অডিটরিয়ামে এ মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্টিত  হয়েছে। মিলাদ ও দোয়া উপস্থিত ছিলেন চুনারুঘাট পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র হরমুজ আলী, কাউন্সিলর আঃ জলিল, সৈয়দ আলী, আব্দুল হক, আব্দুল খালেক আলাই, আব্দুল হান্নান, তাজুল ইসলাম কাজল, মোঃ ইউনুছ, মহিলা কাউন্সিলর মাশকুরা বেগম, বেবি আক্তার, ফেরউস বকুল, সচিব ইসমাইল মিয়া, সহকারী প্রকৌশলী জি এম সারোয়ার বাতেন, হিসাব রক্ষক রেজাউল, অফিস সহকারী তাহের। এ ছাড়া আরও উপস্থি ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হুসাইন আলী রাজন, সাবেক পল¬ী উন্নয়ন অফিসার আঃ মতিন চেীধুরী, আলাউদ্দিন, নাছির উদ্দিন ও সাংবাদিক এস আর ...

নবীগঞ্জে এক বখাটের কারাদন্ড ও জরিমানা

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জ জেলার নবীগঞ্জে এক মাদ্রাসার শিক্ষিকাকে ইভটিজিংয়ের দায়ে মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমান আদালত মোঃ ইমরান মিয়া (২৩) নামের বকাটেকে ১ মাসের বিনাশ্রম করাদন্ড এবং ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ মাসের কারাদন্ড দেয়া হয়েছে। জানাযায়, উপজেলার কুর্শি ইউনিয়নের দুলর্ভপুর জুবায়দা খাতুন মহিলা মাদ্রাসার জনৈকা শিক্ষিকা বাড়ি  বাউসা থেকে মাদ্রাসায় যাওয়ার পথে রতনপুর গ্রামের মোঃ লাল মিয়ার বকাটে ছেলে ইভটিজিং করে। ঘটনাটি স্থানীয় জনতাকে জানানো হলে লোকজন ওই বকাটেকে আটক করে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের বিচারক মোহাম্মদ লুৎফর রহমানকে জানানো হলে তিনি একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। এক পর্যায়ে স্থানীয় ইউপি কার্যালয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে বকাটে ইমরান তার অপরাধের কথা স্বীকারোক্তি দেয়ায় উপরোক্ত দন্ডের আদেশ দেয়া ...