রোববার ইসলামি দলসমূহের হরতাল

ইসলাম ধর্ম, মহানবী (স:) ও হজ নিয়ে কটূক্তির মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানায় আবদুল লতিফ সিদ্দিকীর শাস্তির দাবিতে ২৬ অক্টোবর রোববার হরতাল ডেকেছে সম্মিলিত ইসলামি দলসমূহ ।

বুধবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সম্মিলিত ইসলামি দলের সদস্য সচিব মাওলানা জাফরুল্লাহ খান হরতালের এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, লতিফ সিদ্দিকীকে বহিষ্কারের ঘোষণা দিয়ে সরকার জনগণের সঙ্গে আইওয়াশ করার চেষ্টা করছে। লতিফ সিদ্দিকীকে শাস্তি দেয়ার ব্যাপারে সরকার কোনো ব্যবস্থা নিচ্ছেনা। আর ভবিষ্যতে যে নেবে তার লক্ষণ আমরা দেখছি না।

মাওলানা জাফরুল্লাহ বলেন, লতিফ সিদ্দিকীর শাস্তির দাবিতেই আমাদের এই হরতাল। যদি হরতালে কোন প্রকার বাধা দেয়া হয়। তাহলে জনগণকে সাথে নিয়ে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।

সাংবাদিক সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, সম্মিলিত ইসলামি দলের যুগ্ম-মহাসচিব ড.খলিলুর রহমান মাদানী, ইসলামি পার্টির চেয়ারম্যান এডভোকেট আবদুল মোবিন, মুসলিম লীগের মহাসচিব কাজী আবুল খায়ের।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *