Daily Archives: July 8, 2014

সাবজেক্ট ও শিক্ষক সংকটে চুনারুঘাট সরকারি কলেজ

খন্দকার আলাউদ্দিন ॥ চুনারুঘাট সরকারি কলেজ দীর্ঘদিন ধরে শিক্ষক ও সাবজেক্ট সংকটসহ নানা সমস্যায় জর্জরিত। র্দীঘদিনের এই সমস্যা দেখে মনে হচ্ছে কলেজটির যেন কোন অভিভাবক নেই। জানাযায়, ১৯৭৩ সালে এলাকার মরহুম আলহাজ্ব ছুরুক আলী চেয়ারম্যানসহ একদল শিক্ষানুরাগী অক্লান্ত পরিশ্রম ও ত্যাগের বিনিময়ে কলেজটি প্রতিষ্টিত হয়। কলেজটি সরকারিকরণ করা হয় ১৯৮৬ সালে। এর পর থেকে কলেজে উন্নয়নের ছোঁয়া লাগেনি। কলেজ শুরু থেকেই ঐচ্ছিক কোন বিষয় নেই। র্দীঘদিন ধরে ছাত্র ছাত্রীদের ইসলামের ইতিহাস, ইসলামী শিক্ষা, যুক্তিবিদ্যা, পরিসংখ্যান, কম্পিউটার বিজ্ঞান বিষয় খোলার দাবী থাকলেও তা পূরন হচ্ছে না। এ অবস্থায় এলাকার মেধাবী ছাত্র-ছাত্রীরা র্পাশ্ববর্তী জেলা কিংবা অন্য কলেজে ভর্তি হচ্ছে। যার ফলে কলেজটি দিন দিন ছাত্র সংকটে পড়ছে। ২০১২-২০১৩ সেশনে ডিগ্রি ক্লাসে মাত্র ...

আহম্মদাবাদে জাতীয় পরিচয় পত্র ও নতুন ভোটার তালিকা কার্যক্রম শুভ উদ্বোধন

এম এস জিলানী আখন্জী ॥ চুনারুঘাটের আহম্মদাবাদ ইউনিয়নে গত শনিবার সকাল ১০ ঘটিকার সময় জাতীয় পরিচয় পত্র ও নতুন ভোটার তালিকা কার্যক্রম শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার, মোহাম্মদ মাশহুদুল কবির। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাচন অফিসার জাহাঙ্গীর আলম, ২নং আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আমুরোড হাই স্কুল এন্ড কলেজের গভার্নিং বডির সভাপতি আলহাজ্ব অবেদ হাসনাত চৌধুরী সন্জু, ইউপি সচিব, ইউপি সদস্য/সদস্যা প্রমুখ নেতৃবৃন্দ।

বাহুবলে ইউপি চেয়ারম্যানসহ ৩৪ জনের বিরুদ্ধে মেম্বারের মামলা

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলের লামাতাশি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী টেনুসহ ৩৪ জনকে আসামী করে বাহুবল মডেল থানায় এক মামলা দায়ের করেছেন বাহুবল উপজেলা ছাত্রলীগের সভাপতি ফারুকুর রশিদের পিতা (মেম্বার) আঃ রহিম ময়না। জানা যায়, উপজেলা ভৈরবীকোনা গ্রামের মেম্বার আঃ রহিম ওরফে ময়না এলজিএসপি প্রজেক্ট এ রাঘপাশা গ্রামের একটি রাস্তায় ইট সলিংয়ের কাজ করান। তাতে ৭০ হাজার টাকা ব্যয় হয়েছে। ওই রাস্তার কাজে বিল উত্তোলন করতে ইউপি সদস্য ময়না মিয়া চেয়ারম্যান হাবিবুর রহমানের দ্বারস্থ হন। তিনি বিল উত্তোলন কাগজে স্বাক্ষর করেননি। তাতে চেয়ারম্যান হাবিবুর রহমান প্রজেক্টে কাজ সম্পন্নকারী মেম্বার ময়না মিয়ার কাছে ১০ হাজার ঘুষ দাবি করেন। এ নিয়ে উপজেলা খাদ্য অফিসে দু’জনের মধ্যে বাতবিতন্ডার ঘটনা ঘটে। এর জের হিসেবে ...

৫ বছর ধরে নিখোঁজ চুনারুঘাট সীমান্তের আহাদ

স্টাফ রিপোর্টার ॥ ‘বাজার থেকে আসছি’ বলে সেই যে বাড়ী থেকে বের হলেন এখনো ফিরেননি আঃ আহাদ (৩৫)। দেখতে দেখতে কেটে গেছে ৫ বছর। কোন খোঁজ নেই তার। তিনি কি বেঁচে আছেন না অজ্ঞাত নামা হয়ে কবরে গেছেন-সে ইতিহাসও নেই কারো কাছে। তার সন্ধান করা হয়েছে বহু স্থানে। অজ্ঞাতনামা মরদেহের খবর পেলেই তার দুই কন্যা ছুটে গেছেন অকুস্থলে কিন্তু পাননি কোথাও। খোঁজ করা হয়েছে পার্শ্ববর্তী ভারতেও। তারপরও মেলেনি তার কোন সন্ধান। চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নের বিলপাড় গ্রামের ছুরত আলীর পুত্র আঃ আহাদ। শান্ত স্বভাবের কারণে এলাকায় তার সুনাম ছিল। বিয়ে করে সংসার পেতে ছিলেন তিনি। তার রয়েছে দু’ কন্যা সন্তান। একদিন সন্ধ্যায় স্থানীয় আসামপাড়া বাজারে যান বাজার করতে। তখন থেকে তিনি ...

জমির আইল কাটা নিয়ে দূর্বৃত্তদের হামলায় আহত-১

ফারুক মিয়া ॥ চুনারুঘাট উপজেলার রানীগাও ইউনিয়নে পাচ গাতিয়া গ্রামের চান মিয়ার পুত্র আজিম উল্লাহ (৪৫) কে দূবৃত্তরা হামলা চালিয়ে তিনটি দাত ভেঙ্গে ও বাম পা কুপিয়ে রক্তাত গুরুত্ব আহত করে। সুর চিৎকার শুনে এলকার লোকজন এগিয়ে এসে উদ্ধার করে আহত অবস্থায় চুনারুঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তরা আজিম উল্লাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপালে প্রেরন করে। সে এখন ও পর্যন্ত মৃত্যুর সাথে পাঞ্জা লরছে। স্থানীয় সূত্রে জানাযায়, গত ১৬ই জুন রোজ সোমবার ২টায় দিকে আজিম উল্লার নিজ বসত বাড়ীতে আসলে এক পর্যায়ের জমি আইল কাট নিয়ে কথা কাটাকাটি হলে একই গ্রামের রহিম উল্লার ছেলে নুর আলম(২২) চান মিয়ার ছেলে (৫৫) রহিম উল্লার স্ত্রী হালেমা খাতুন(৪৫) রহিম মেয়ে আকলিমা খাতুন(১৮) ...

পুলিশী অভিযানে দু’ডাকাতসহ গ্রেফতার ৩

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর থানা পুলিশের বিশেষ অভিযানে দু’ডাকাতসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানাযায়- থানার অফিসার ইনচার্জ আব্দুল বাছেদ এর নেতৃত্বে বৃহস্পতিবার রাত ব্যাপি পুলিশের কয়েকটি দল অভিযান চালিয়ে সুলতানপুর গ্রামের স্কুল ছাত্রী অপহরনের সাথে জড়িত থাকার অভিযোগে হবিগঞ্জ থেকে আউলিয়াবাদ গ্রামের খুরশেদ মিয়ার ছেলে আপন মিয়া(৪০)এবং বাঘাসুরা এলাকা থেকে উপজেলার দিতকুড়া গ্রামের বেনু মিয়া ডাকাতের ছেলে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য জুয়েল মিয়া (২০) এবং নোয়াপাড়া এলাকা থেকে শিমুলঘর গ্রামের আলফু মিয়ার ছেলে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য শাহীন(২২)কে গ্রেফতার করা হয়েছে। এস.আই মমিুনুল হক জানান গ্রেফতারকৃত ডাকাতদের বিরুদ্ধে কয়েকটি ডাকাতি মামলা রয়েছে। তাদেরকে গতকাল শুক্রবার সকালে কোডে প্রেরন করা হয়েছে।

বাহুবলে চাঁদাবাজির অভিযোগে ছাত্রলীগ সভাপতিসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে দুই লাখ টাকা চাঁদা দাবীর অভিযোগে উপজেলা ছাত্রলীগের সভাপতি ফারুকুর রশিদ ফারুকসহ ২৫ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে। গত ৩ জুলাই স্থানীয় লামাতাশি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান টেনু বাদী হয়ে বাহুবল থানায় এ মামলাটি দায়ের করেছেন। মামলায় ইউপি চেয়ারম্যান অভিযোগ করেন উপজেলার ভৈরবীকোনা প্রকাশ চারগাঁও গ্রামের আলহাজ্ব তাজুল ইসলাম চৌধুরী একজন ব্যবসায়ী। একই গ্রামে বসবাস করছেন মেম্বার ময়না মিয়া, তার পুত্র ফারুকুর রশিদ ফারুক ও মামুন মিয়া সহ তার সহযোগীরা। গ্রামের নিরীহ ও সাধারণ মানুষকে হয়রানী নির্যাতন করছে। এর মধ্যে মামুন ও ফারুক পৃথক দুটি মামলার সাজাপ্রাপ্ত আসামী। তাদের বিরুদ্ধে ডাকাতি ও দ্রুত বিচার আইনে মামলার রয়েছে। তাছাড়া বেশ ক’দিন তারা কারাভোগ করছে। গত ...

পলাতক আসামী গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার রাণীগাঁও ইউনিয়নের পারকুল গ্রামের আব্দুল ছত্তারের ছেলে কাজল মিয়া (৩৫)কে গত শুক্রবার রাত ৮টায় রাণীগাঁও বাজার থেকে গ্রেফতার করে চুনারুঘাট থানা পুলিশ। জানা যায়, সে ১টি জি.আর মামলা ও ৩টি সি.আর বন মামলার ওয়ারেন্টের পলাতক আসামী। চুনারুঘাট থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এ.এস.আই ফারুক ও এ.এস.আই সায়েক এর নেতৃত্বে একদল পুলিশ কাজল মিয়াকে গ্রেফতার করে। সে এতদিন পুলিশের চোখ ফাকি দিয়ে নিজেকে আত্মগোপনে রেখেছিল।