Monthly Archives: August 2014

নবীগঞ্জে গোয়ালঘরে গলায় ফাঁস দয়িে কশিোরীর আত্মহত্যা-..

নবীগঞ্জ থকেে ॥ নবীগঞ্জ উপজলোর পল্লীতে গতকাল মঙ্গলবার দুপুরে গলায় ফাঁস দয়িে রুহলো বগেম (১৭) নামে এক কশিোরী আত্মহত্যা করছে। সে সদর ইউনয়িনরে দত্তগ্রাম শখেপাড়া এলাকার আব্দুর রশদিরে ময়ে। আত্মহত্যার কারণ জানা যায়ন। পুলশি উপজলো স্বাস্থ্য কমপ্লক্সে থকেে মৃতদহে উদ্ধার করে হবগিঞ্জ র্মগে প্ররেণ করছে। এলাকাবাসী সূত্র জানায়, নবীগঞ্জ সদর ইউনয়িনরে দত্তগ্রাম শখেপাড়ার কশিোরী রুহলো বগেম বাড়রি লোকজনরে অগোচরে গোয়াল ঘররে তীররে সাথে গলায় রশি দয়িে ফাঁস লাগায়। এ সময় বাড়রি লোকজন গোয়াল ঘরে গয়িে তাকে ঝুলন্ত অবস্থায় ছটফট করতে দখেতে পান। সাথে সাথে তাকে উদ্ধার করে উপজলো স্বাস্থ্য কমপ্লক্সেে নয়িে গলেে র্কতব্যরত চকিৎিসক তাকে মৃত ঘোষণা করনে।

কয়কেটি বস্ফিোরণে বৃন্দাবন কলজেে আতঙ্ক সৃষ্টি……..

ছাত্রলীগ ও ছাত্রদলরে উত্তজেনা সামাল দতিে কলজেে ব্যস্ত সময় কাটয়িছেে পুলশি স্টাফ রপর্িোটার ॥ গতকাল হবগিঞ্জ সরকারি বৃন্দাবন কলজে ক্যাম্পাসে কয়কেটি ককটলে বস্ফিোরণ ঘটছে।ে সইে সাথে দনিভর ছাত্রলীগ ও ছাত্রদলরে মধ্যে উত্তজেনা বরিাজ করছে।ে বভিন্নি সূত্রে জানা যায়, গতকাল বৃন্দাবন কলজে ক্যাম্পাসে ছাত্রদল নবীন বরণ অনুষ্ঠানরে আয়োজন কর।ে অনুষ্ঠান শুরু হওয়ার আগইে সকালবলো কলজে ক্যাম্পাসে কয়কেটি বস্ফিোরণরে শব্দ হয়। সূত্রগুলো দাবি করে এগুলো ককটলে কংিবা চকলটে বোমার আওয়াজ। এই বস্ফিোরণরে ঘটনাকে কন্দ্রে করে ছাত্রলীগ ও ছাত্রদলরে নতোর্কমীদরে মধ্যে বাকবতিন্ডা হয়। এক র্পযায়ে উভয়পক্ষে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। ক্যাম্পাসরে দরজা জানালা ভাংচুর করা হয়। এ সময় ছাত্রছাত্রীরা আতঙ্কে দগি¦িদকি ছোটাছুটি করতে গয়িে আহত হয়। খবর পয়েে সদর থানার ওসি নাজমি উদ্দনিরে ...

গাজায় ইসরাইলি হামলা ও গনহত্যার বন্ধের দাবীতে সম্মিলিত ছাত্র ঐক্য পরিষদের মানববন্ধন…..

স্টাফ রিপোর্টার ॥ গাজায় ইসরাইলি হামলা ও গনহত্যার বন্ধের প্রতিবাদে চুনারুঘাট উপজেলায় সম্মিলিত ছাত্র ঐক্য পরিষদের উদ্যোগে গত সোমবার দুপুর ২ টায় পৌর শহরে মানববন্ধন কর্মসূচী পালন করেছে । এতে  সভাপতিত্ব করেন চুনারুঘাট উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর সিরাজ আলী ও ছাত্র মজলিশের জেলা শাখার সাবেক সভাপতি  এইচ এম শাহীনুল ইসলামের পরিচালনায়  মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, শামছুল হক তালুকদার, সদর মসজিদের খতিব মাওঃ মোহাম্মদ আলী, ছাত্র মজলিশের জেলা শাখার সভাপতি সাইদুর রহমান, মাওঃ আব্দুল্লাহ, মাহমুদুল হাসান,মাওঃ আঃ আওয়াল, মাওঃ আঃ মন্নান, এনামুল হক রুবেল, কাউছার আহমেদ,শিব্বির আহমেদ, হাফেজ মঈনুল রহমান, ইশা খান, বাবুল মিয়াসহ চুনারুঘাট উপজেলার সর্বস্থরের মানুষ ইসরাইলিদের বিরুদ্ধে দূর্বার আন্দোলন গড়ে তোলার জন্য আহ্বান জানান। মানববন্ধনে বক্তরা ...

হবিগঞ্জে এবারও বানিয়াচং সুফিয়া মতিন মহিলা কলেজ শীর্ষে

এম,এ, মমিন ॥ এবারও হবিগঞ্জ জেলায় বানিয়াচং সুফিয়া মতিন মহিলা কলেজ উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলে পাশের হারে শীর্ষে রয়েছে। সুফিয়া মতিন মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ছালামত আলী খান জানান, এইচএসসি পরীক্ষায় ১শত ৪২ জন ছাত্রী অংশগ্রহণ করে তন্মধ্যে ০১ জন অকৃতকার্য্য হয়েছে। ১৬ জন জিপিএ-৫ পেয়েছে। পাশের হার ৯৯.২৯%। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০০২ সালে কলেজ প্রতিষ্ঠার কাল থেকেই ফলাফলের ক্ষেত্রে শীর্ষে অবস্থান অব্যাহত রয়েছে বলে প্রকাশ। কলেজের প্রতিষ্ঠাতা আব্দুল মতিন খান ওবিই ফলাফল অনলাইনে দেখে আল্লাহর নিকট শোকরিয়া আদায় করে ফোনে বলেন এ অর্জন কলেজের শিক্ষক, ছাত্রী-অভিভাবক ও কর্মচারীদের ঐকান্তিক প্রচেষ্টার প্রতিফলন এবং সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

শায়েস্তাগঞ্জ জহুর চান বিবি মহিলা কলেজের এইচএসসি পরীক্ষায় ধারাবাহিক সাফল্য

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ সিলেট শিক্ষাবোর্ড ২০১৪ সালের এইচ.এস.সি পরীক্ষায় শায়েস্তাগঞ্জ জহুর চান বিবি মহিলা কলেজ থেকে চূড়ান্ত পরীক্ষায় ১৮৮ জন ছাত্রী অংশগ্রহণ করে ১৭৭ জন উত্তীর্ণ হয়। পাশের হার শতকরা ৯৩.৭৮ %। কলেজের অভাবনীয় সাফল্যে কলেজের গভর্নিং বডির সভাপতি সাংসদ এডভোকেট আলহাজ্ব মোঃ আবু জাহির উত্তীর্ণ সকল ছাত্রী, শিক্ষকমন্ডলী, অভিভাবক, গভর্নিং বডির সদস্যবৃন্দসহ স্থানীয় ব্যক্তিবর্গের প্রতি অভিনন্দন জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সাথে আরো ভালো ফলাফলের জন্য নারী শিক্ষার উন্নয়নে জহুর চান বিবি মহিলা কলেজকে হবিগঞ্জ দক্ষিণাঞ্চলের মডেল কলেজ হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

মাধবপুরে চেয়ারম্যানের বিরুদ্ধে গাছ চুরির মামলা

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে ধর্মঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ-সভাপতি শামসুল ইসলাম কামাল সহ অজ্ঞাত ১০/১২ জনের বিরুদ্ধে মাধবপুর থানায় গাছ চুরির মামলা হয়েছে। মাধবপুর এলজিইডি অফিসের কার্যসহকারী আবু নাইম বাদী হয়ে এ মামলা করেন। মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১০ আগষ্ট বিকেলে ও রাতে চেয়ারম্যার শামসুল ইসলাম কামালের নির্দেশে ধর্মঘর এলাকার আহাদ, মধু, রঙ্গু সহ ১০/১২ জন যুবক হরষপুর-ধর্মঘর এলজিইডি সড়কের ১০ টি আকাশী প্রজাতির মূল্যবান গাছ কেটে নিয়ে যায়। এ ব্যাপারে গত ১৩ আগষ্ট রাতে এলজিইডি কার্য সহকারী আবু নাইম চেয়ারম্যান শামসুল ইসলাম কামালকে প্রধান আসামী করে থানায় অভিযোগ দিলে পুলিশ মামলাটি নথিভূক্ত করেন। মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল বাছেদ মামলার সত্যতা নিশ্চিত করে ...

নবীগঞ্জে কিশোরীর লাশ উদ্ধার ॥ হত্যা না আত্মহত্যা

এটিএম সালাম ,নবীগঞ্জ  থেকে ॥ নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রজনী গন্ধা কোয়াটারে প্রধান অফিস সহকারী সজল চন্দ্র দেব’র বাসা থেকে শনিবার সকালে অঞ্জনা রানী নম (১৬) নামের এক গৃহপরিচালিকার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গৃহকর্তা সজল দেব এ ঘটনাকে গলায় ফাসঁ লাগিয়ে আত্মহত্যা বলে দাবী করেছেন। পুলিশ ওই বাসার ড্রইং রোমের মেঝেতে পড়ে থাকা অবস্থায় উদ্ধার করে হবিগঞ্জ মর্গে প্রেরন করেছে। ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডাঃ অর্ধেন্দু দেব, থানার অফিসার ইনর্চাজ মোঃ লিয়াকত আলী, আরএমও ডাঃ আব্দুস সামাদসহ একদল সংবাদকর্মীরা হাসাপাল কোয়াটারের ওই বাসায় ছুটে যান। নিহতের নাকে, মূখ দিয়ে রক্ত ঝড়ছিল। দেখতে অন্তত ২/৩ মাসের গর্ভবতী বলে ধারনা করা যাচ্ছে। ঘটনা সুত্রে জানাযায়, উপজেলার সদর ইউনিয়নের ...

অন্তহীন সমস্যায় জর্জরিত হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল

হবিগঞ্জ প্রতিনিধি ॥ মান্ধাতা আমলের জরাজীর্ণ যন্ত্রপাতি দিয়ে চলছে রোগ নির্ণয়ের পরীক্ষা-নিরীক্ষার কাজ। রয়েছে পেট্রোলচালিত একটিমাত্র অ্যাম্বুলেন্স। সেটিও লক্কর-ঝক্কর হয়ে পড়েছে। প্রয়োজনীয় মালি, সুইপার, আয়া থাকলেও পরিচ্ছন্নতায় রয়েছে চরম গাফিলতি। আর সিট সমস্যা তো আছেই। রোগীর চাপে মেঝেতে রেখেও চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। ফলে জেলার চিকিৎসা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ১৮ লাখ জনসংখ্যা অধ্যুষিত জেলার একমাত্র উন্নত চিকিৎসাকেন্দ্র এ হাসপাতাল। এখানে রোগীর সিট রয়েছে মাত্র ১০০টি। অথচ এ হাসপাতালে প্রতিদিন রোগী ভর্তি হয় কয়েকশ। প্রায় সময়ই মেঝেতে রেখে রোগীদের চিকিৎসা দিতে হয়। এতে রিতিমতো হিমশিম খেতে হয় কর্তৃপক্ষকে। হাসপাতালটিতে রোগ নির্ণয়ের জন্য রোগীদের পরীক্ষা-নিরীক্ষা করতে যেসব যন্ত্রপাতি রয়েছে তার সবগুলোই মান্ধাতা আমলের এনালগ সিস্টেমের। ডিজিটাল যুগে ...

চুনারুঘাটে মঙ্গা টব ফ্যাক্ট্ররীর জোবায়ের চৌধুরীকে সনদ প্রদান

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে মঙ্গা টব ফ্যাক্ট্ররীর মালিক ও উপজেলার মুছিকান্দি গ্রামের জুবায়ের আহমেদ চৌধুরীকে  ফলদ বৃক্ষমেলা ১৪ উপলক্ষে সনদ পত্র প্রদান করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাশহুদুল কবীর। বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জালাল উদ্দিন কৃষি অফিসে জুবায়ের চৌধুরীর হাতে এ সনদ পত্র প্রদান করেন। উদ্ভাবক জুবায়ের চৌধুরী বলেন প্রবিত্র কোরআন শরীফের ২০ পারা ২৭ নং সুরার ৬১ নং আয়াতের উপর গবেষনা চালিয়ে পাওয়া যায় যে এ পৃথিবীতে নদী উদ্ভাবক করে পানি সমস্যার সমাধান করা যাবে। এবং নদী যে উদ্ভাবন করা যাবে এর প্রমাণ রয়েছে পারা ১৩,  সুরা ১৩, আয়াত ৩ ও পারা ১৪, সুরা ১৬, আয়াত ১৫ও ৩১।

কোরবানীর ঈদ মোটা গরু বিষ!

প্রয় পাঠক। আশা করি খুব ভাল আছেন। এর পরও একটি সুন্দর দিনের অপেক্ষায় আছেন। তাইনা! শুধু আপনি কেন? সবাইতো এমনটি চায়। তবে বেশী আশা করা যে, ভালো না তাতো আপনি ভালো করেই জানেন। বেশী আশার সন্তান অকালে মারা যায়। এটাকে উড়িয়ে দিবেন না। যা হোক। আজ হাজির হলাম। অন্য কথা শিরোনামকে অন্যভাবে নিয়ে । কোন গল্প কিংবা কাহিনী বলে আপনার সময় নষ্ট করব না। কারণ.......। মূলকথা যা-ই  লিখিনা কেন প্রথম সেবার মাধ্যমে অগণিত পাঠককে সচেতন করাই মূল উদ্দেশ্য। প্রিয় পাঠক । আর মাত্র দেড় মাস পরই আপনার-আমার সামনে হাজির হবে ঈদ উল আযহা। মহা আনন্দের দিন। কোরবানির ঈদ। হুÑ কি আনন্দ। মুসলমানদের জন্য বছরে আনন্দের দিনতো দু’টিই। এর মধ্যে উল্লেখ্যযোগ্য ...

সিএনজি অটোরিক্সার ঔদ্ধ্যত্বপূর্ণ আচরণে বানিয়াচং আইন শৃংখলা কমিটি ক্ষুব্ধ

নিজস্ব প্রতিনিধি ॥ বানিয়াচং উপজেলা পরিষদের উপদেষ্টা সংসদ সদস্য এডভোকেট আলহাজ্ব আব্দুল মজিদ খান বলেছেন তৃনমুলে সার্বিক উন্নয়নে স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ রয়েছে। ইউনিয়ন পরিষদের সাথে সমন্বয় করে কাজ করলে জন সম্পৃক্ততা যেমন বাড়বে তেমনি কাজ হবে টেকসই। সাথে সাথে অপচয় ও অভার লেপিং রোধ করা সম্ভব। দেশের উন্নয়নে সঠিক তথ্য ও পরিসংখ্যানের স্বার্থে ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র প্রতিষ্টা করে ডিজিটাল কার্যক্রম শুরু করা হয়েছে। এজন্যই স্থানীয় সরকার ে এরপর পৃষ্ঠা-২ (ইউ.পি) আইন ২০১০ কঠোরভাবে উন্নয়নে সংশ্লিষ্ট সকল বিভাগকে অবশ্যই মেনে চলতে হবে।  গত ১৪ আগষ্ট বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় বানিয়াচং উপজেলা উন্নয়ন ও সমন্বয় সভায় সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান শেখ বশির আহমেদ। উপজেলা নির্বাহী অফিসার এস.এম মুনীর উদ্দিনের পরিচালনায় ...

চরম নিরাপত্তাহীন নিরীহ কৃষক চান মিয়া প্রশাসনের সহযোগিতা প্রয়োজন

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটের রানীগাও ইউনিয়নের শাহপুর গ্রামের চান মিয়া নামে এক নিরীহ কৃষকের জমি জমা দখলের পায়তারা করছে ওই গ্রামের একটি প্রভাবশালী চক্র। ওই গ্রামের ফিরুজ মিয়ার বিরুদ্ধে ভূমি দখলের অভিযোগ উঠেছে। জানা যায়, ভূমি দখলদার ও প্রতারক চক্রের হামলায় নিরাপত্তাহীনতায় নিরীহ কৃষক চান মিয়া এখন ভীত সন্ত্রস্ত। এলাকাবাসী ফিরুজের ভয়ে ন্যায় বিচারে এগিয়ে না আসায় দিশেহারা নিরীহ চান মিয়া। চান মিয়া ভূমি দখলদার সন্ত্রাসীদের কবল থেকে বাচঁতে প্রশাসনের সহযোগিতা চেয়ে আবেদন করেছেন।

হবিগঞ্জে বৃদ্ধের লাশ উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ সদর উপজেলার ভাঙ্গারপুর এলাকা থেকে আলম চাঁন (৭২) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুর হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের পাশের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত আলম চাঁনের বাড়ি মাধবপুর উপজেলার সাতপাড়িয়া গ্রামে। তিনি হবিগঞ্জ শহরের শ্যামলী আবাসিক এলাকায় বসবাস েে করতেন। স্থানীয় সূত্রে জানা যায়, মানসিক রোগী আলম চাঁন ১২ আগস্ট বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। এ ঘটনায় তার ছেলে হবিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাসির উদ্দিন থানায় সাধারণ ডায়েরি করেন। সকালে স্থানীয় লোকজন একটি পুকুরের পানিতে আলম চাঁনের মরদেহটি ভাসতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। হবিগঞ্জ সদর ...

বাংলাদেশ এগিয়ে যাচ্ছে যুদ্ধাপরাধীদের বিচার হবে মাধবপুরে শোক সভায় এড. মাহবুব আলী এমপি

মাধবপুর প্রতিনিধি ॥ এড. মাহবুব আলী এমপি বলেন, ৭১ এর পরাজিত শক্তি ৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যা করে দেশকে পাকিস্তান বানাতে চেয়েছিল কিন্তু পাকিস্তান ব্যর্থ রাষ্ট্র হতে চলেছে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে। কেউ ভাবেনি এ দেশে যুদ্ধাপরাধীদের বিচার হবে। বাংলার মাটিতে যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে। মানুষের শান্তি শৃঙ্খলা নষ্ট করার জন্য কাউকে সুযোগ দেওয়া হবে না। শেখ হাসিনার  নেতৃত্বে আওয়ামীলীগ সুশাসন ও কল্যাণ রাষ্ট্রের জন্য কাজ করে যাচ্ছে। গত শুক্রবার সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আওয়ামীলীগ ও উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত শোক র‌্যালী শেষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন। উপজেলা সভাকক্ষে সহকারী কমিশনার ভূমি মোঃ শফিউল্লাহর ...

চুনারুঘাটে এক কৃষককে কুপিয়ে ধান বিক্রির টাকা ছিনতাই

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট পৌর শহর থেকে ধান বিক্রি করে বাড়ি ফেরার পথে ১ কৃষককে কুপিয়ে গুরুতর আহত করে ২১ হাজার ৫ শত টাকা লুটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, গত ১১ আগষ্ট সোমবার সন্ধা ৭টায় চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের আব্দা ছালিয়া গ্রামের শামছু মিয়া চুনারুঘাট েে এরপর পৃষ্ঠা-২ পৌর শহরে ধান বিক্রি করে বাড়ি ফেরার পথে উত্তর আমকান্দি সুইচ গেইট নামক স্থানে পৌছা মাত্র হরিয়ারপুর গ্রামের সিরাজ মিয়া ও আঃ আলী আমকান্দি গ্রামের  সুবেল মিয়া ও শানু মিয়া অতর্কিত দারালো অস্ত্র দিয়ে এলোপাতারি কুপিয়ে গুরুতর আহত করে ২১ হাজার ৫শ টাকা ছিনিয়ে নেয়। এ সময় প্রাণে বাচার জন্য শামছু মিয়ার শোর চিৎকারে এলাকার লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে ...

মাধবপুরে তেলানিয়াছড়া ব্রীজের উদ্বোধন

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের নাজিরপুর গ্রামের তেলানিয়াছড়ার নব নির্মিত ব্রীজের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য এডভোকেট মাহবুব আলী।এ উপলক্ষ্যে ইউপি সদস্য জমশেদ খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আহাম্মেদ তানজীর উলা সিদ্দিকী, আওয়ামীলীগ নেতা আব্দুর রাজ্জাক, বাবুল হোসেন খান, প্রেস সেক্রেটারী মিজানুর রহমান অনিক, দিপক রায়, যুবলীগ সাধারন সম্পাদক কাউছার মোলা, আলফাজ মিয়া, যুগেন্দ্র সরকার প্রমুখ। এ সময় এমপি তেলানিয়াছড়ার ভাঙ্গন কবলিত অঞ্চল পরির্দশন করেন।

প্রেমিকের সাথে প্রেমিকার বিয়ে ॥প্রেমিকার পিতার ৫ লাখ টাকা জরিমানা শালিস বৈঠকে প্রেমের জয়

এস. এম. সুলতান খান ॥ চুনারুঘাটে কন্যার প্রমিককে পিঠানোর দায়ে সালিশ বৈঠকে কন্যা দানসহ ৫ লাখ টাকা জরিমানা। জানা যায়, চুনারুঘাট উপজেলার শ্রীকুটা গ্রামের হাজী দুলাল মিয়ার মেয়ে শ্রীকুটা আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী ঋতু আক্তার এর সাথে একই গ্রামের মৃত: হাজী আব্দুল হান্নানের ছেলে বৃন্দাবন সরকারি কলেজের বি.এ দ্বিতীয় বর্ষের ছাত্র মোঃ রায়হান মিয়া (২১) এর দীর্ঘদিন যাবত ে এরপর পৃষ্ঠা-২ প্রেমের সম্পর্র্ক  গড়ে উঠে। তারা দুইজনের প্রেম নিবেদন চলার এক পর্যায়ে ঋতুর পিতাসহ অভিভাবকরা রায়হানের বিরুদ্ধে ফুসে উঠে। এরই জের ধরে গত ঈদুল ফিতরের দিন রাত (২৮শে জুলাই ২০১৪) রাত ৩টার দিকে হাজী দুলাল মিয়া পূর্ব পরিকল্পিতভাবে তার মেয়ে ঋতুকে দিয়ে মোবাইল ফোনের মাধ্যমে রায়হানকে তার বাড়ীতে ...

চুনারুঘাটে বিভিন্ন স্থানে শোক দিবস পালিত

খন্দকার আলাউদ্দিন ॥ চুনারুঘাটে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯তম শাহাদত বার্ষিকী পালন করা হয়েছে। সকালে জাতীয় পতাকা ও দলীয় পতাকা অর্ধনমিত উত্তোলনের  মাধ্যমে শোক দিবসের সূচনা করা হয়। দুপুরে চুনারুঘাট পৌর শহরের বীর মুক্তিযোদ্ধা এনামূল হক মোস্তফা শহীদ অডিটরিয়ামে কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়। বিকালে চুনারুঘাট পৌর শহরে শোক র‌্যালি বের করা হয়। পরে মধ্যবাজারে শোক সভা অনুষ্ঠিত হয়। শোক সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের ে এরপর পৃষ্ঠা-২ সভাপতি এডভোকেট আকবর হোসেন জিতু। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আবু জাহির এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট মাহবুব আলী এমপি, সংরক্ষিত মহিলা এমপি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী এমপি, চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান ...