আসুন সবাই বসি, কীভাবে নির্বাচন করা যায় : এরশাদ

ঢাকা :  সব দলের প্রতি আহবান জানিয়ে জাতীয় পার্টির পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, আসুন সবাই একসাথে বসি, সুন্দর পরিবেশ সৃষ্টি করি, হানাহনি বন্ধ করি, কীভাবে একটি সুষ্ঠু নির্বাচন করা যায়, সে ব্যাপারে আলোচনা করি।  জাতীয় পার্টির ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত মহাসমাবেশে এরশাদ এ কথা বলেন। বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে তিনি মঞ্চে উপস্থিত হন। এ সময় তিনি জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে উদ্বোধন করেন। এরশাদ বলেন, জাতীয় পার্টির ইতিহাস সফল ইতিহাস, আমাদের ইতিহাস গৌরবের ইতিহাস। জাতিকে মুক্ত করার জন্য জাতীয় পার্টি ছিল, থাকবে। উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে তিনি বলেন, জাতীয় পার্টি ক্ষমতায় থাকার সময় দেশের অনেক উন্নয়ন করেছে। আমরা ক্ষমতায় থাকার সময় দেশের উন্নয়নের জন্য উপজেলা পরিষদ নির্বাচন দিয়েছি। আমরা মুক্ত বাংলা অর্থনীতি চালু করেছিলাম। আমরা সৌদি আরব, জাতিসংঘের সৈন্য পাঠিয়েছিলাম।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *