Daily Archives: January 31, 2015

সিলেটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

সিলেট প্রতিনিধি:বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিদ্যুৎ সংযোগ সহ সব সংযোগ বিচ্ছিন্ন ও চেয়ারর্পাসন বেগম খালেদা জিয়ার উপর মামলা এবং রুহুল কবির রিজবিকে আটক করার প্রতিবাদে, হরতাল অবরোধের সমর্থনে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। শনিবার বেলা ২টায় নগরীর শাহী ঈদগাহ এলাকায় সিলেট জেলা ছাত্রদলের সাবেক সদস্য লিটন আহমদ ও মহানগর ছাত্রদল নেতা জাহেদ আহমদ তালুকদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, ছাত্রদল নেতা আব্দুল করিম জুনাক, রনি আহমদ, রুবেল আহমদ, আবির রহমান, পারভেজ আহমদ প্রমূখ।

নবীগঞ্জে বেতন আত্মসাত করার অভিযোগ

এটিএম সালাম, নবীগঞ্জ (হবিগঞ্জ): হবিগঞ্জের নবীগঞ্জের বহুল আলোচিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রাক্তন প্রধান সহকারী সজল কান্তি দেব অত্র হাসপাতালের নার্স ও বিভিন্ন কর্মকর্তা এবং কর্মচারীদের জুলাই ২০১৪ইং মাসের বেতনের কয়েক লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ পাওয়াগেছে। দীর্ঘ ৫ মাস ধরে দেইদিচ্ছি বলে সময় কর্তন করলেও টাকাগুলো ফেরৎ না দেয়ায় ভুক্তভোগীরা হতাশায় ভোগছেন। সুত্রে জানাযায়, নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তৎকালীন প্রধান সহকারী সজল কান্তি দেব হাসপাতালে কর্মরত ২য় ও ৩য় শ্রেণীর কর্মকর্তা-কর্মচারীদের মাস শেষে বেতন দেয়ার সময় নানা অজুহাতে তার কাছে রেখে দেন। ওই টাকা ১৫/২০ দিন কাটিয়ে ফেরৎ দেন। কোন সময় এক মাসের বেতনের টাকা আরেক মাসে প্রদান করতেন। কেউ তার দাপটের ভয়ে মূখ খুলতে সাহস পেতেন না। ২০১৪ইং সনের জুলাই মাসের বেতনের টাকা তুলে ...

চুনারুঘাটে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

মোঃ শিপন খান॥ চুনারুঘাট উপজেলা সদরের খোয়াই নদীর চড়ে অজ্ঞাত পরিচয় যুবকের(৩০) লাশ পাওয়া গেছে। গতকাল শনিবার সকাল ১১টায় পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। চুনারুঘাট থানা ওসি অমূল্য কুমার চৌধুরী জানান, স্থানীয় লোকজন সকালে অজ্ঞাত যুবকের লাশটি খোয়াই চড়ে পড়ে থাকতে দেখে চুনারুঘাট থানা পুলিশকে খবর দেয়। তাৎখনিক চুনারুঘাট থানা ওসি অমূল্য কুমার চৌধুরী নেতৃত্বে একদল পুলিশ লাশে উদ্ধার করে থানায় নিয়ে আসে। সুরতহাল রিপোট করতে গিয়ে পুলিশ জানায়, অজ্ঞাত যুবকের বুকে ২২টি লিঙ্গে, ১২টি দু”হাতে, ৮টি গলায় কাটা অবস্থায় পায়। এ ছাড়া গায়ে আরও একাধিক আঘাতের চি‎হ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে মৃত্যু নিশ্চিত করার জন্য ওই যুবকে অজ্ঞাত দুস্কৃতিকারীরা ধারালো অস্ত্র দিয়ে উর্পযপুরি চুরিকাঘাত করেছে। লাশটি ময়নাতন্তের জন্য ...

জামালগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত ২০

সুনামগঞ্জ প্রতিনিধি:সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলায় জমিতে পানি সেচ দেয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সংঘর্ষে নারীসহ ২০ জন আহত হয়েছে।শনিবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, সকাল ৮টায় উপজেলার সদরকান্দি গ্রামের আইয়ুব আলী ও ফারুক মিয়ার লোকজনের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত হয়েছেন, উল্লা (৩৫), বিল্লাল হোসেন (১৮), ইনসান মিয়া (৩৫), নুর আলম (৩২), ইয়াসমিন বেগম (৩৪)।

নবীগঞ্জে হাত বাড়ালেই মিলছে নিষিদ্ধ গাইড

মতিউর রহমান মুন্না, নবীগঞ্জ (হবিগঞ্জ):হবিগঞ্জের নবীগঞ্জে হাত বাড়ালেই মিলছে নিষিদ্ধ গাইড বই। শুধু লাইব্রেরিতে নয়, বিভিন্ন প্রাইমারী স্কুলে ও বিক্রি হচ্ছে নিষিদ্ধ গাইড ও নোটবই। কিন্তু এর বিরুদ্ধে কোন ব্যবস্থা ও নজর নেই প্রশাসনের। ফলে লাইব্রেরি ব্যবসায়ীরা নির্বিঘ্নে ও স্বাচ্ছেন্দ্যে নিষিদ্ধ গাইড বইয়ের ব্যবসা করে যাচ্ছেন। সৃজনশীল প্রশ্ন পদ্ধতি চালু করার মূল লক্ষ্য ছিল শিক্ষার মানোন্নয়ন করা হলেও সরেজমিনে নবীগঞ্জ শহরের ওসমানী রোড়ে, জে.কে হাই স্কুল রোড়ে ও কলেজ রোডেরসহ শহরের বিভিন্ন লাইব্রেরি ঘুরে দেখা যায়, লেকচার, জুপিটার, পাঞ্জেরী, অনুপম, গ্যালাক্সি, নিউ পপি, নিউ স্টার, মেগদুত, মিশন, কম্পিটার, স্টার ও নেপচুনসহ বিভিন্ন প্রকাশনীর নোট ও গাইড বই লাইব্রেরিগুলোতে স্তরে  স্তরে সাজিয়ে রাখা হয়েছে। প্রকাশ্যে চলছে নিষিদ্ধ বইয়ের রমরমা ব্যবসা। এসব দেখার যেন ...

হবিগঞ্জে আওয়ামীলীগের গায়েবানা জানাজার নামাজ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ সারাদেশে অবরোধ হরতালের নামে বোমাবাজিতে নিহতদের জন্য হবিগঞ্জে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। জেলা আওয়ামীলীগের উদ্যোগে শুক্রবার বাদ জুম’আ কোর্ট মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত জানাজার নামাজে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি, সহ-সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম চৌধুরী, শরীফ উল্লাহ, অ্যাডভোকেট আবুল ফজল, আলমগীর চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট লুৎফুর রহমান, অ্যাডভোকেট আবুল মনসুর, অ্যাডভোকেট আব্দুল মোছাব্বির, মর্তুজ আলী, জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম, অ্যাডভোকেট সুলতান মাহমুদ, সজিব আলী, আলমগীর খান ছাদেক, অ্যাডভোকেট আব্দুল মোছাব্বির বকুল প্রমূখ। ইমামতি করেন মাওলানা গোলাম মোস্তফা নবীনগরী।  

সিলেটে ছাত্রলীগের গুলিতে ২ব্যবসায়ী নিহত

সিলেট প্রতিনিধি : সিলেটের বিয়ানীবাজার উপজেলায় ছাত্রলীগের কোন্দলের বলি হলেন এক মাংস বিক্রেতা ও এক হোটেল মালিক।   সিএনজি চালিত অটোরিকশা স্ট্যান্ডের দখলকে কেন্দ্র করে শুক্রবার রাত ১১টার দিকে উপজেলা সদরের দক্ষিণ বাজারে  সিএনজি অটোরিকশা শ্রমিকদের সঙ্গে উপজেলা ছাত্রলীগের প্রাক্তন আহ্বায়ক জামাল হোসেনের অনুসারী নেতা-কর্মীদের মাঝে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে নিহতরা হলেন বিয়ানীবাজার উপজেলার কসবা গ্রামের সুবল মিয়ার ছেলে মাংস বিক্রেতা নিজু আহমদ (১৭) এবং মোল্লাপুর গ্রামের শাহজাহানের ছেলে ও বিয়ানীবাজার উপজেলা শহরের দিবারাত্রি হোটেলের মালিক আবুল কালাম (৪০)। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন উপজেলা ট্রাক শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক সুয়াইবুল রহমান (৪০), শ্রমিক নেতা বিমল চন্দ্র (৩২), রিপন (২৯), তারেক (২৪), নূরুল হক (৫০) ও ফয়ছাল আহমদ। আহতদের সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ ...

হবিগঞ্জের ১৭ হাজার শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা অনিশ্চিত

দিদার এলাহী সাজু, হবিগঞ্জ:নজিরবিহীনভাবে আবারো ‘অবরোধীয় হরতাল’-এর ডাক দেয়া হয়েছে। আগামীকাল রোববার (পহেলা ফেব্রুয়ারী) ভোর ৬টা থেকে বুধবার ভোর ৬টা পর্যন্ত টানা ৭২ ঘন্টার নতুন এ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। এ অবস্থায় ক্ষমতার দন্দ্ব আর হরতাল-অবরোধের কবলে সারাদেশের ন্যায় অনিশ্চিত হয়ে পড়েছে হবিগঞ্জ জেলার ১৭ হাজার শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা। বিষয়টি নিয়ে অভিভাবক, শিক্ষার্থীসহ সচেতন সুশীল সমাজে দেখা দিয়েছে উদ্বেগ-উৎকন্ঠা। কিন্তু এ নিয়ে মাথা ব্যাথা নেই ‘মাথাওয়ালাদের’। জানা যায়, আগামী সোমবার থেকে দেশব্যাপী শুরু হচ্ছে এসএসসি ও দাখিল পরীক্ষা। মাসব্যাপী এ পরীক্ষায় হবিগঞ্জ জেলা থেকে অংশ নিচ্ছে প্রায় ১৭ হাজার শিক্ষার্থী। দেশে চলমান অবরোধের মধ্যে এমনিতেই অনেকটা মানসিকভাবে বিপর্যস্ত পরীক্ষার্থীরা। কিন্তু এরই মাঝে শুক্রবার নতুন করে হরতালের ঘোষণা দেয়ায় ...

মাধবপুরে পৃথক দুর্ঘটনায় নিহত ২

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর পৌর এলাকায় পিক-আপ চাপায় কাঞ্চন বিবি (৭০) নামে এক পথচারী নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘাতক চালক নূর আলমকে আটক করেছে। হাইওয়ে পুলিশ জানান, দুপুরে মাধবপুর পৌর এলাকার সিএনজি স্টেশনের পাশে কাছারী এলাকার ছানু মিয়ার স্ত্রী কাঞ্চন বিবি রাস্তা পারাপার হচ্ছিলেন। এসময় ঢাকাগামী রেজিস্ট্রেশনবিহীন একটি ফার্নিচার বোঝাই পিক-আপ তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বৃদ্ধা নিহত হন। এসময় উত্তেজিত জনতা পিক-আপ ভ্যান ও চালককে আটক করে। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার এসআই সুহৃদ চাকমা ঘটনাস্থলে পৌঁছে চালককে গ্রেফতার করেন। অপরদিকে ঢাকা সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলা সদর সংলগ্ন সোনাই ব্রীজের দক্ষিন পার্শ্বে সাতবর্গ নামক স্থানে সিএনজি ও ট্রাকের সংঘর্ষে রিভা আক্তার (২৫) নামে এক মহিলার মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ...