Daily Archives: January 5, 2015

ছুটি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আজ সাপ্তাহিক প্রথম সেবা সকল বিভাগ বন্ধ থাকবে। তাই পত্রিকা প্রকাশিত হবে না। কর্তৃপক্ষে

নয়াপল্টনে ‘৯০ এর নূর হোসেন’

গণঅভ্যুত্থানের প্রতীক নূর হোসেনের বেশভূষায় কোমরে সাদা শার্ট বাঁধা খালি গায়ের ওই যুবকের বুকে লেখা ছিলো ‘ স্বৈরাচার নিপাত যাক’ আর পিঠে ছিলো ‘গণতন্ত্র মুক্তি পাক’ স্লোগান। ঘটনাস্থলে উপস্থিত শীর্ষ নিউজের রাজনৈতিক প্রতিবেদক জাহাঙ্গীর আলম আনসারী জানান, সকাল সোয়া নয়টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের পাশের একটি গলি থেকে ২৮ বছর বয়সী যুবক দেলোয়ার প্রধান সড়কে বেরিয়ে আসেন। এ সময় তার বুকে ও পিঠে সাদা কালি দিয়ে ‘স্বৈরাচার নিপাত যাক’ আর পিঠে ‘গণতন্ত্র মুক্তি পাক’ স্লোগান লেখা ছিলো। তার হাতে একটি পোস্টার ছিলো। কোমড়ে বাঁধা ছিলো সাদা শার্ট। তবে পোস্টারে কি লেখা পুলিশ যুবককে আটক করায় তা জানা যায়নি। নয়াপল্টন থানা পুলিশ জানিয়েছে, ওই যুবককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। তার গ্রামের বাড়ি ...

ফেঞ্চুগঞ্জে জামায়াত-পুলিশকর্মী সংঘর্ষ

সিলেট প্রতিনিধি: সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলায় পুলিশের সঙ্গে জামায়াত-শিবির কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ অন্তত ৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় রোকনুজ্জামান নামে এক শিবির নেতাকে আহত অবস্থায় আটক করেছে পুলিশ। সোমবার বেলা সোয়া ১১টার দিকে উপজেলার মাইজগাঁও বাজার এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মাইজগাঁও স্টেশন এলাকায় জামায়াত-শিবির কর্মীরা মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। এসময় তারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়তে থাকে। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা রাবার বুলেট ছুঁড়ে। ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নন্দন কান্তি ধর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাহুবলে ছাত্রদল-পুলিশ ধাওয়া পাল্টা-ধাওয়া

দিদার এলাহি সাজু, বাহুবল (হবিগঞ্জ) : হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুরে পুলিশ-ছাত্রদল নেতা কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার দুপুর ১২টায় মিরপুর বাজারের বেসিক ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে। এসময় উপজেলা ছাত্রদলের আহব্বায়ক আব্দুল আহাদ কাজলের নেতৃত্বে প্রায় দুই শতাধিক নেতা কর্মী কালো পতাকার মিছিল নিয়ে উল্লেখিত স্থানে আসলে অর্ধ-শতাধিক পুলিশ দুই দিক থেকে মিছিলটিকে ঘিরে ফেলে। তখন উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এক পর্যায়ে মিছিলকারীরা পিছু হটে।