Daily Archives: January 22, 2015

ছাতকে ৩৫১ বোতল ভারতীয় মদ জব্দ

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ: সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়াকোট সীমান্তে অভিযান চালিয়ে ৩৫১ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২১ জানুয়ারী) ভোর রাতে উপজেলার ইসলামপুর ইউনিয়নের করিমপুর গ্রাম সংলগ্ন এলাকা থেকে ৩৩১ বোতল অফিসার চয়েজ, ২০ বোতল এসি ব্ল্যাক ব্র্যান্ডের মাদক জব্দ করা হয়। জব্দকৃত মদের বাজার মূল্য ৫ লাখ ২৮ হাজার টাকা। বিজিবি ব্যাটালিয়ন-৫ এর কমান্ডিং অফিসার (অধিনায়ক) লে.কর্নেল সৈয়দ মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ সময় চোরাচালানিরা পালিয়ে যায়। মাদক নির্মুলে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানিয়েছেন।

কমলগঞ্জে শীতে চা শ্রমিকদের দুর্ভোগ

পিন্টু দেবনাথ, কমলগঞ্জ (মৌলভীবাজার): মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার গত দু’দিনের শীতে চা বাগান ও বনাঞ্চল চরম দুর্ভোগ পোহাচ্ছেন। ঠান্ডায় আক্রান্ত হয়ে অসুস্থ্য এক ব্যক্তিসহ চারজনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। এছাড়াও গত কয়েকদিনে উপজেলার বিভিন্ন চা বাগানে কয়েকজন শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। চা বাগান ও বস্তির লোকদের মধ্যে ঠান্ডাজনিত রোগের প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। চা বাগানের শ্রমিক, ইউপি সদস্য ও চিকিৎসকের সাথে কথা বলে এ চিত্র পাওয়া গেছে। অনুসন্ধানে জানা যায়, উপজেলায় প্রচন্ড শীত অনুভুত হচ্ছে। কনকনে বাতাসে ও ঘন কূয়াসায় চা শ্রমিক, কৃষক ও দিনমজুররা গরম কাপড়ের অভাবে চরম দুর্ভোগ পোহাচ্ছেন। বাড়ি ঘরে খড়খুটো জ্বালিয়ে শীত নিবারনের চেষ্টা করছেন। কর্মব্যস্ত চা শ্রমিকরা সকালে কাজে বেরোতে হিমশীম খাচ্ছেন। মৃত্তিঙ্গা চা বাগানের ইউপি সদস্য ধনা ...

সিলেটে এক ঘন্টা সড়ক অবরোধ

সিলেট প্রতিনিধি: সিলেটে পরিবহন শ্রমিকদের বিরোধের জের ধরে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করেছেন বাস শ্রমিকরা। অবশ্য পুলিশের হস্তক্ষেপে একঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে কুমারগাঁও বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, কুমারগাঁও বাস টার্মিনাল থেকে সিএনজি চালিত অটোরিকশা থামিয়ে যাত্রী ওঠালে বাস শ্রমিকরা বাধা দেন। এনিয়ে দু’পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর জের ধরে বাস শ্রমিকরা কুমারগাঁও টার্মিনাল সংলগ্ন সিলেট-সুনামগঞ্জ সড়কে এলোপাতাড়ি গাড়ি রেখে প্রায় একঘণ্টা সড়ক অবরোধ করে। পরে জালালাবাদ থানা পুলিশের অনুরোধে শ্রমিকরা অবরোধ উঠিয়ে নেন।

মৌলভীবাজারে কুইজ প্রতিযেগিতা সম্পন্ন

মশাহিদ আহমদ, মৌলভীবাজার:”নিরাপদ সড়ক আমাদের অধিকার বাস্তবায়নে চাই অঙ্গীকার” এই স্লোগানকে সামনে রেখে নিরাপদে সড়ক পারাপার ও পথ চলায় জনচেতনতা সৃষ্টি করতে ব্র্যাক সড়ক নিরাপত্তা কর্মসুচি ও অ্যাডভোকেসি ফর সোশ্যাল চেইঞ্জ ইউনিট এর আয়োজনে মৌলভীবাজার সদর উপজেলার বাহারমর্দান জয়গুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে সড়ক নিরাপত্তা বিষয়ক কুইজ প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে (২২ জানুয়ারী) বৃহস্পতিবার । ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেনীর ১শ ১০ জন ছাত্রী এই কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহন করে। বিষয় ভিত্তিক কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহন করা ছাড়াও শিক্ষার্থীরা মহড়ার মাধ্যমে নিরাপদে পথ চলা ও রাস্তা পারাপারের বিভিন্ন কলাকৌশল রপ্ত করে। পরে সড়ক নিরাপত্তা বিষয়ক ডকুমেন্টারী ফিল্ম প্রদশর্তি হয়। স্কুলের  ছাত্রছাত্রীরা এই প্রদর্শনী থেকে সড়ক নিরাপত্তা বিষয়ে জ্ঞান লাভ করে। স্কুলের প্রধান শিক্ষক জনাব আবু সাঈদ রুপিয়ান ...

চুনারুঘাটে ৫টি ব্যবসায় প্রতিষ্ঠানকে ২৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট ও আসামাপাড়া বাজারে যৌথ অভিযান চালিয়ে ৪টি হোটেল, ১টি বেকারীকে ভ্রাম্যমান আদালতে ২৯ হাজার টাকা জরিমানা করেছে। গতকাল মঙ্গলবার দুপুরে এক্সজিকিউটিব ম্যাজিস্ট্যোট উম্মে কুলসুুমা ও চাইল তোয়াই ওলা চৌধুরীর নেতৃত্বে চুুনারুঘাট ও আসামপাড়া বাজারে ৪টি হোটেলে পচা বাসি খাবার ও মেয়াদ উর্ত্তীন বিভিন্ন জাতের পানীয় ডিংস বিক্রির অপরাধে সুুমন মিয়ার হোটেলে ১ হাজার টাকা, লিটন মিয়ার মিষ্টির দোকানে ২ হাজার, সমীরন মিয়ার হোটেলে ৫হাজার, চুনারুঘাটে মায়া হোটেলর মালিকে ৫ হাজার, সুমন মিয়ার হোটেলে ১ হাজার ও দয়াল বেকারীর মালিককে ১৫ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে।

হবিগঞ্জে হোটেল-বেকারিকে জরিমানা

নিজস্ব প্রতিনিধি: হবিগঞ্জে বিভিন্ন হোটেল, বেকারি ও সিএনজি মালিককে ২০ হাজার ৮শ’ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত হবিগঞ্জ শহর ও হবিগঞ্জ সদর উপজেলার ধুলিয়াখাল এলাকায় পৃথকভাবে চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। স্থানীয় সূত্রে জানা যায়, বেলা ১১টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে কুলসুমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত শহরতলীর সুলতান মাহমুদপুর এলাকার একটি বেকারিতে অভিযান চালায়। এসময় পঁচা-বাসী খাবার বিক্রি ও নোংরা পরিবেশে ভেজাল খাবার তৈরির অভিযোগে ওই বেকারির মালিককে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। পরে একই আদালত হবিগঞ্জ সদর উপজেলার ধুলিয়াখাল এলাকার একটি বেকারিকে একই অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করেন। বেলা ১২টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া আফরোজ ও একরামুল সিদ্দিকীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত শহরের থানা রোড মোড়ে কাগজপত্র ...

বাহুবলে যৌথ বাহিনীর অভিযানে আটক ৩

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে স্কুল শিক্ষকসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। বুধবার সকাল থেকে মধ্যরাত পর্যন্ত বিভিন্ন স্থানে র‌্যাব, পুলিশ ও বিজিবি’র সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো উপজেলার পশ্চিম জয়পুর গ্রামের মৃত আব্দুস সালামের পুত্র স্থানীয় সিংনাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক শিবির সভাপতি মোয়াজের পিতা তাজুল ইসলাম ছালেহ (৫০), একই গ্রামের মৃত আব্দুল হক কাছন মিয়ার পুত্র জহিরুল ইসলাম কয়েস (২৮) ও পূর্ব রূপশংকর গ্রামের আব্দুল হেকিমের পুত্র সাহেদ মিয়া (৪৫)।

মাধবপুরে ১২০ কেজি গাঁজা উদ্ধার

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে ১২০ কেজি গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। বুধবার রাতে উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের শাহপুর এলাকা থেকে এসব উদ্ধার করা হয়। বৃহস্পতিবার বিকালে বিজিবি ৫৫ ব্যাটালিয়নের কমান্ডার মোহাম্মদ তারেক বিষয়টি নিশ্চিত করেছেন। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাতে রাজেন্দ্রপুর বিওপি’র কমান্ডার সুবেদার মেজবাউর রহমানের নেতৃত্বে বিজিবি সদস্যরা শাহপুর এলাকায় অভিযান চালায়। এ সময় তাদের উপস্থিতি টের পেয়ে গাঁজার ৩০টি প্যাকেট ফেলে পালিয়ে যায় মাদক ব্যবসায়ীরা। পরে, এসব প্যাকেট থেকে ১২০ কেজি গাঁজা পাওয়া যায়।