Daily Archives: January 23, 2015

সরস্বতি পূজা রোববার, হবিগঞ্জে সাজ সাজ রব

কাজল সরকার, হবিগঞ্জ: আগামী (২৫শে জানুয়ারি) রোববার আরাধনার মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে হিন্দু সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তর উৎসব বিদ্যারদেবী সরস্বতি পূজা। বিদ্যার দেবী সরস্বতি সনাতন ধর্মালম্বী শিক্ষার্থীদের কাছে পরম আরাধ্য। আর তাই সরস্বতি পূঁজাকে ঘিরে শিক্ষার্থীদের মাঝে থাকে বিপুল উৎসাহ উদ্দিপনা। জ্ঞান আহরণে মা সরস্বতির আর্শিবাদ পেতে নানা আয়োজন চলছে জেলার সর্বত্র। সেই স্বরসতি পূঁজার জন্য প্রতিমার হাঁট বসেছে শহরের বেশ কয়েকটি স্থানে। আর কয়েকদিন পরই পূঁজা, তাই রাতদিন পরিশ্রম করে নানান ডিজাইনের সরস্বতি প্রতিমার বানাতে ব্যস্ত কারিগররা। শুক্রবার সরেজমিনে শহরের চৌধুরী বাজার, ঘাটিয়া বাজারসহ বেশ কয়েকটি জায়গায় গিযে দেখা যায় প্রতিমা তৈরীতে ব্যস্ত সময় কাটাতে কারিগররা। সে বাজারগুলোতে গিয়ে দেখা যায়, সরস্বতি প্রতিমার দীর্ঘ সারি। আর মাত্র অল্প কয়েকদিন বাকী সরস্বতি পূঁজা, তাই ...

বাহুবল মহাসড়কে গড়ে উঠছে অবৈধ স্থাপনা

আজিজুল হক সানু, বাহুবল (হবিগঞ্জ): হবিগঞ্জের বাহুবল উপজেলার মহা-সড়ক ও বিভিন্ন হাট বাজারের পার্শ্ববর্তী রাস্তার সংলগ্নে গড়ে উঠছে অবৈধ দোকান পাঠ। এর ফলে পানি নিস্কাশন ও জনসাধারণ চলাচলে মারাত্বক প্রতিবন্ধকতা এবং যানজটের সৃষ্টি হচ্ছে। দীর্ঘদিন ধরে অবৈধ উচ্ছেধ না থাকার কারণে স্থাণীয় কতিপয় প্রভাবশালী ব্যক্তি দেদারছে টং দোকান ও ভিটে বাড়ি গড়ে তুলতে উঠে পড়ে লেগেছে। জানা যায়, উপজেলার হাফিজপুর, বশিনা, মিরপুর, বাহুবল বাজার, ডুবাঐ, পুটিজুরী সহ প্রভূতি স্থানে রাস্তার পার্শ্বে অসংখ্য দোকান তৈরির হিড়িক পড়েছে। সড়কের সংলগ্ন অহরহ গড়ে তুলা অবৈধ স্থাপনার কারণে জনসাধারণ নিরাপদে চলাফেরা করা সহ রাস্তার প্রস্ত ছোট হতে চলেছে। ইহাতে যেমন দুর্ঘটনার প্রবনা বেড়ে গেছে, তেমনি খাস জমি বে-দখল হচ্ছে।  ইতিপূর্বে মীরপুর ও উপজেলার বিভিন্ন স্থানে ...

নবীগঞ্জে জাতীয় পার্টি নেতার মৃত্যু

নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর পুর্ব ইউনিয়ন জাতীয় পার্টির সাবেক সভাপতি বাগাউড়া গ্রামের বিশিষ্ট মুরব্বি আব্দুল হাদি (হাদিছ মাষ্টার) (৭০) আর নেই ( ইন্নালিল্লাহি…..রাজিউন)। তিনি শুক্রবার সকালে বার্ধক্য জনিত কারনে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ২ ছেলে ৩ মেয়েসহ অসংখ্যা গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের নামাজে জানাযা ওই দিনই বেলা ৩টায় নিজ গ্রামের জামে মসজিদ মসজিদ প্রাঙ্গনে অনুষ্টিত হয়েছে। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য জেলা জাতীয় পার্টির সভাপতি এম এ মুনিম চৌধুরী বাবু, উপজেলা জাতীয় পার্টির আহবায়ক ডাঃ শাহ আবুল খায়ের, সদস্য সচিব মাহমুদ চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক এমরান মিয়া, ইউনিয়ন ...

নবীগঞ্জে বিএনপি নেতা শেফুর মা’য়ের জানাযা

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চৌধুরীর মাতা শহরের বিশিষ্ট ব্যবসায়ী শায়েস্তা মিয়া চৌধুরীর স্ত্রী মোছাঃ লুৎফুর নাহার চৌধুরী (৮৫) আর নেই (ইন্নালিল্লাহি —– রাজিউন)। তিনি শুক্রবার সকাল ৯.৪০ ঘটিকার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেট রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে স্বামী, ছেলে-মেয়ে, নাতী-নাতনি, আত্বীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখেগেছেন। শুক্রবার মরহুমার ১ম জানাযার নামাজ বেলা পৌনে ৫টায় নবীগঞ্জ জেকে হাইস্কুল মাঠে এবং গ্রামের বাড়ি সাদুল্লাপুর মাঠে ২য় জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। উক্ত জানাযার নামাজে অংশ গ্রহন করেন সংসদ সদস্য এমএ মুনিম চৌধুরী বাবু, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর চৌধুরী, পৌর মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, ভাইস চেয়ারম্যান মাওঃ আশরাফ আলী, প্যানেল মেয়র আলহাজ্ব ...

হাঁফ ছাড়লো বার্সা-মেসি

অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে গত দুই বছরে টানা ৭ ম্যাচে হতাশা নিয়ে মাঠ ছাড়ছিল এফসি বার্সেলোনা। তবে এবার তারা পেলো টানা দ্বিতীয় জয়। সামপ্রতিক ফুটবলে কোচ দিয়েগো সিমিওনির অ্যাটলেটিকো মাদ্রিদ দল জমাট ডিফেন্স নিয়ে চোখ কাড়েন বোদ্ধাদেরও। বার্সেলোনার বিপক্ষে সর্বশেষ লড়াইয়েও ম্যাচের ৮৫ মিনিট পর্যন্ত দুর্ভেদ্য থাকে অ্যাটলেটিকোর রক্ষণ প্রাচীর। তবে এফসি বার্সেলোনা দলের সাফল্যে ভক্তরা আরও একবার দেখলেন রেকর্ড চারবারের ফিফা বর্ষসেরা ফুটবলার লিওনেল মেসির পরশ। আর ভাগ্যের পরশ দেখলেন লিওনেল মেসি নিজেও। বুধবার স্প্যানিশ কোপা দেল রে’র কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ১-০ গোলের জয় পেল এফসি বার্সেলানা। খেলা শেষের পাঁচ মিনিট আগে বার্সেলোনার জয় সূচক গোলটি আদায় করেন লিওনেল মেসি। ডি বক্সে বার্সা তারকা সার্জিও বুসকেটসকে ...

সৌদির নতুন বাদশা সালমান

সৌদি আরব প্রতিনিধি: সৌদি আরবের বাদশা আব্দুল্লাহ বিন আব্দুলআজিজ আল সৌদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। নিয়ম অনুযায়ী যুবরাজ (ক্রাউন প্রিন্স) সালমান বিন আব্দুলআজিজ বিন আব্দুল রহমান বিন ফয়সাল বিন তুর্কি বিন আব্দুল্লাহ বিন মোহাম্মদ আল সৌদ বাদশা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। ১৯৩৫ সালের ৩১ ডিসেম্বর সৌদি রাজপরিবারে জন্মগ্রহণ করেন সালমান। তার বাবার নাম আব্দুল আজিজ আল সৌদ ও মায়ের নাম হাসসা বিনতে আহমেদ আল সুদাইরী। সালমান সদ্য প্রয়াত বাদশা আব্দুল্লাহর আপন ভাই। সৌদির নতুন বাদশা তার পরিবারের সদস্যদের প্রতি আব্দুল্লাকে শেষ দেখা ও তার জন্য দোয়া করার আহ্বান জানিয়েছেন। সেই সঙ্গে মুকরিনকে নতুন ক্রাউন প্রিন্স হিসেবে ঘোষণা করা হয়েছে। সালমানের পরে মুকরিন হবেন সৌদির বাদশা।

সিলেটে পাথরবোঝাই ট্রাকে আগুন

সিলেট প্রতিনিধি: সিলেট নগরীর আম্বরখানায় চুনাপাথর বোঝাই ট্রাকে (ঢাকা মেট্রো-ট ১৮-২২১২) আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিস কর্মীরা। স্থানীয় ব্যবসায়ীদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে তারা। তবে এর আগেই ট্রাকটি পুড়ে যায়। বৃহস্পতিবার রাত ৯টায় আম্বরখানা-শাহী ঈদগাহ সড়কের লোহারপাড়া গলির মুখে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সিলেট নগরীর শাহী ঈদগাহের দিক থেকে চুনাপাথর বোঝাই করে আম্বরখানার দিকে যাচ্ছিল। লোহারপাড়া রাস্তার মুখে আসার পর ৩/৪টি মোটরসাইকেলে কয়েকজন যুবক এসে ট্রাকটির গতিরোধ করে। পরে তারা ট্রাকে পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। আগুন দেয়ার পর চালক আতঙ্কে গাড়ি থেকে নেমে পালিয়ে আত্মরক্ষা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে স্থানীয় ব্যবসায়ী ও লোকজনের সহায়তায় আগুন নেভান। তবে ...

হবিগঞ্জে জাইকা ও গ্রামবাসীর সংঘর্ষ

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের জাইকা প্রকল্পের লোকজনের সাথে গ্রামবাসীর সংঘর্ষে ওসি (তদন্ত) সহ অর্ধশত লোক আহত হয়েছে। বৃহস্পতিবার ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ হয়েছে। প্রত্যক্ষদশী সূত্রে জানা যায়, জাইকা প্রকল্পের ড্রেজার মেশিন দিয়ে গুচ্ছগ্রামের খাল খনন করতে চাইলে গ্রামবাসী বাধা প্রদান করে। এ সময় জাইকা প্রকল্পের শ্রমিকদের সাথে ওই গ্রামের নারী পুরুষের বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এ সময় পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়। পুলিশ ১৬ রাউন্ড রাবার বুলেট ও ৩ রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সংঘর্ষে আহত ওসি (তদন্ত) দেলোয়ার হোসেন, পুলিশ সদস্য জাহাঙ্গীর, সেতু রঞ্জন দাস ও ...

সৌদির বাদশা আব্দুল্লাহ আর নেই

সৌদি আরব প্রতিনিধি: সৌদি আরবের বাদশা আব্দুল্লাহ বিন আব্দুলআজিজ আল সৌদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার মধ্যরাতে  ৯০ বছর বয়সী আব্দুল্লাহ  হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে দেশটির  রাষ্ট্রীয় টেলিভিশনের এক ঘোষণায় জানানো  হয়েছে। ঘোষণার আগে সৌদি টিভিতে কুরআনের আয়াত পাঠ প্রচার করা হয়, যা দেশটির রাজপরিবারের কোনো জ্যেষ্ঠ ব্যক্তির মৃত্যুর প্রতি ইঙ্গিত করে। আব্দুল্লাহ দীর্ঘদিন ধরে ফুসফুসে সংক্রমণ জনিত সমস্যায় ভুগছিলেন। এজন্য কয়েক সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। ২০০৫ সালে রাজসিংহাসনে আরোহণ করা এই ব্যক্তি গত কয়েক বছর ধরে প্রায়ই স্বাস্থ্যগত সমস্যায় ভুগছিলেন। বাদশা আব্দুল্লাহর মৃত্যুর পর তার ভাই প্রিন্স সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ নতুন বাদশা হিসেবে দায়িত্ব পালন করবেন বলে রাষ্ট্রীয় টিভির ওই ঘোষণায় জানানো হয়েছে। ...

শ্রীমঙ্গলে ট্রাকে আগুন

শ্রীমঙ্গল(মৌলভীবাজার)প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভৈরববাজার এলাকায় ট্রাকে আগুন দিয়েছে অবরোধকারীরা। এ ঘটনায় চালক সাইজ উদ্দিন (৪৩) দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধ চালককে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে মৌলভীবাজার থেকে ছেড়ে আসা একটি ট্রাক ঢাকা যাওয়ার পথে ভৌরববাজার এলাকা অতিক্রম করছিল। এসময় সেখানে মোটরসাইকেলে করে আসা ৭/৮ জন যুবক ট্রাকের গতিরোধ করে পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। এসময় চালকের মুখ আগুনে ঝলসে যায়। খবর পেয়ে মৌলভীবাজার ও শ্রীমঙ্গলের ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিভিয়ে ফেলে। আগুনে ট্রাকের বেশিরভাগ অংশ পুড়ে গেছে। মৌলভীবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রাকটি এসএসসির প্রশ্নপত্র আনতে ঢাকা ...

হবিগঞ্জে ৩টি ককটেল নিক্ষেপ

নিজস্ব প্রতিনিধি:হবিগঞ্জ শহরের তিনকোণা পুকুরপাড় এলাকায় সহকারী পুলিশ সুপার (উত্তর) ও সহকারী পুলিশ সুপার (দক্ষিণ) এর বাসভবনে তিনটি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সকাল পৌনে ৮টায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মুখোশধারী দুই দুর্বৃত্ত মোটরসাইকেলে করে এসে সহকারী পুলিশ সুপার সাজ্জাদ ইবনে রায়হানের (দক্ষিণ) বাসভবন লক্ষ্য করে তিনটি ককটেল নিক্ষেপ করেন। এতে ভবনের নিচতলার একটি কক্ষের জানালার গ্লাস ভেঙে যায়। পরে দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ার সময় প্রধান সড়কে আরও একটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এসময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করেও একটি ককটেল নিক্ষেপের হুমকি দেয়। হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন বলেন, এ ব্যাপারে অবগত হয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করে বিস্তারিত জানাতে পারবো।