হবিগঞ্জে জাইকা ও গ্রামবাসীর সংঘর্ষ

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের জাইকা প্রকল্পের লোকজনের সাথে গ্রামবাসীর সংঘর্ষে ওসি (তদন্ত) সহ অর্ধশত লোক আহত হয়েছে।

বৃহস্পতিবার ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ হয়েছে।

প্রত্যক্ষদশী সূত্রে জানা যায়, জাইকা প্রকল্পের ড্রেজার মেশিন দিয়ে গুচ্ছগ্রামের খাল খনন করতে চাইলে গ্রামবাসী বাধা প্রদান করে। এ সময় জাইকা প্রকল্পের শ্রমিকদের সাথে ওই গ্রামের নারী পুরুষের বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।

খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এ সময় পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়। পুলিশ ১৬ রাউন্ড রাবার বুলেট ও ৩ রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সংঘর্ষে আহত ওসি (তদন্ত) দেলোয়ার হোসেন, পুলিশ সদস্য জাহাঙ্গীর, সেতু রঞ্জন দাস ও ডলিকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

এছাড়া ওই গ্রামের গুলিবিদ্ধ কামাল মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সোহাগ মিয়া, আঃ হাই, জায়েরা বেগম ও জাহানারাকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

অন্যান্য আহতরা গ্রেফতারের ভয়ে স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। সদর থানার ওসি নাজিম উদ্দিন জানান, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *