হবিগঞ্জের ১৭ হাজার শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা অনিশ্চিত

দিদার এলাহী সাজু, হবিগঞ্জ:নজিরবিহীনভাবে আবারো ‘অবরোধীয় হরতাল’-এর ডাক দেয়া হয়েছে। আগামীকাল রোববার (পহেলা ফেব্রুয়ারী) ভোর ৬টা থেকে বুধবার ভোর ৬টা পর্যন্ত টানা ৭২ ঘন্টার নতুন এ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। এ অবস্থায় ক্ষমতার দন্দ্ব আর হরতাল-অবরোধের কবলে সারাদেশের ন্যায় অনিশ্চিত হয়ে পড়েছে হবিগঞ্জ জেলার ১৭ হাজার শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা।

বিষয়টি নিয়ে অভিভাবক, শিক্ষার্থীসহ সচেতন সুশীল সমাজে দেখা দিয়েছে উদ্বেগ-উৎকন্ঠা। কিন্তু এ নিয়ে মাথা ব্যাথা নেই ‘মাথাওয়ালাদের’। জানা যায়, আগামী সোমবার থেকে দেশব্যাপী শুরু হচ্ছে এসএসসি ও দাখিল পরীক্ষা। মাসব্যাপী এ পরীক্ষায় হবিগঞ্জ জেলা থেকে অংশ নিচ্ছে প্রায় ১৭ হাজার শিক্ষার্থী। দেশে চলমান অবরোধের মধ্যে এমনিতেই অনেকটা মানসিকভাবে বিপর্যস্ত পরীক্ষার্থীরা।

কিন্তু এরই মাঝে শুক্রবার নতুন করে হরতালের ঘোষণা দেয়ায় চরমভাবে উদ্বিগ্ন হয়ে পড়ছে তারা। পাশাপাশি প্রিয় সন্তানের জীবনের নিরাপত্তা নিয়ে শংকিত অভিভাবকরাও।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এ বছর হবিগঞ্জ জেলার ৩৮টি কেন্দ্রে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *