স্বর্ণালী পর্ষদের কবি দিলওয়ারের ৭৯তম জন্মবার্ষিকী পালিত

একুশে পদক প্রাপ্ত, সিলেট সুরমা পারের গণমানুষের হৃদয়ের স্পন্দন কবি দিলওয়ারের ৭৯তম জন্ম দিন উপলক্ষে বৃহস্পতিবার সকালে দক্ষিণ সুরমার ভার্থখলাস্থ কবির বাসভবন খান মঞ্জিলে উপস্থিত হয়ে কবির মাজারে ফাতেহা পাঠ করেন স্বর্ণালী সাহিত্য পর্ষদ ও কবি দিলওয়ার স্মৃতি সংসদ সিলেটের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা এডভোকেট এম এ ওয়াদুদ, সভাপতি কবি নূরুদ্দীন রাসেল, কবির ভাগ্নে বিশিষ্ট লেখক মামুন রশীদ, ভাতিজা প্রভাষক বদরুল আলম খান, সমাজসেবী আনোয়ার হোসেন চৌধুরী, সংগঠনের সহ-সভাপতি যথাক্রমে শাহিনূর রহমান শাহিন, মোঃ ইছরাব আলী ও তাওহীদ হোসেন রাসেল, সাধারণ সম্পাদক শামসুল ইসলাম সাদিক, দিলওয়ার স্মৃতি সংসদের পক্ষে মোঃ শামসু মিয়া, আজির উদ্দিন, হেলাল আহমদ, আলী আহবাব মাসুম, মোঃ আব্দুস শহীদ, আব্দুর রব খিজির, চন্দন চন্দ্র দে প্রমুখ। পরে স্বর্ণালী সাহিত্য পর্ষদ কার্যালয়ে কবি দিলওয়ারের জীবন ও কর্ম শীর্ষক এক আলোচনা সভা ও নিবেদিত লেখাপাঠের আসর অনুষ্ঠিত হয়।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *