স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে একটি গোষ্ঠী

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা আওয়ামীলীগ সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, বঙ্গবন্ধুর সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। ষড়যন্ত্রকারীরা বঙ্গবন্ধুকে স্বাধীন দেশে আসতে না দিয়ে ফাঁসি দিতে ছেয়েছিল। কিন্তু তাদের সেই ষড়যন্ত্র সফল হয়নি। একটি যুদ্ধ বিদ্ধস্থ দেশকে যখনই বঙ্গবন্ধু সামনের দিকে এগিয়ে নিতে শুরু করেছিলেন তখনই ঐ ষড়যন্ত্রকারীদের দোসর বঙ্গবন্ধুকে স্ব-পরিবারে হত্যা করে। একটি গোষ্ঠী বঙ্গবন্ধু য় ও স্বাধীনতার বিরুদ্ধে বারবার ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্র সবাইকে মিলে মোকাবেলা করতে হবে।গত শনিবার সন্ধ্যায় জেলা আওয়ামীলীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জেলা আওয়ামীলীগের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি একথাগুলো বলেন। এমপি আবু জাহির বলেন, স্বাধীনতা বিরোধী চক্র জানে যে শেখ হাসিনা ক্ষমতায় না এলে এদেশে যুদ্ধাপরাধীদের বিচার হত না। তাই তারা শেখ হাসিনাকে বারবার হত্যার চেষ্টা করেছে। তাদের সেই ষড়যন্ত্র এখনও অব্যাহত আছে। স্বাধীনতা পরবর্তী ’৭৫-এ রাজনৈতিক পট পরিবর্তনের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনার মূলে আঘাত করা হয়। সামরিক শাসন কায়েম করে মুক্তিযুদ্ধের চেতনার উল্টোপথে যাত্রা শুরু হয়। ধর্ম নিরপেক্ষতা ও গণতন্ত্র ভুলন্ঠিত হয়। প্রকৃত স্বাধীনতা অর্জন করতে হলে বাংলাদেশের মাটি থেকে স্বাধীনতা বিরোধী, যুদ্ধাপরাধী, মানবতা বিরোধী ও জঙ্গিবাদি শক্তিকে উৎখাত করতে হবে। যারা স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে তাদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। সাধারন সম্পাদকের বক্তব্য এমপি অ্যাডভোকেট আব্দুল মজিদ খান বলেন, বঙ্গবন্ধু ছিলেন অত্যন্ত ধী-শক্তি সম্পন্ন নেতা। তার বলিষ্ট নেতৃত্ব আর চিন্তার ফসল হল স্বাধীন বাংলাদেশ। বঙ্গবন্ধুর রাজনীতি ছিল জনগনের কল্যানের রাজনীতি। ১৯৭১ সালের ১০ জানুয়ারী যদি বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন না করতেন তাহলে দেশের স্বাধীনতা হত অর্থহীন। তিনি বলেন, যারা অবরোধ ডেকে জনজীবন ও জাতীয় অর্জনকে ব্যাহত করতে চায় তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলাই হবে এখন আমাদের কাজ। আলোচনায় সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগ এর সহ-সভাপতি অডভোকেট সিরাজুল হক চৌধুরী, শরীফ উল্লাহ, আলমগীর চৌধুরী,জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক অ্যাডভোকেট সালেহ আহমেদ, অ্যাডভোকেট লুৎফুর রহমান, সম্পাদক মন্ডলীর সদস্য অ্যাডভোকেট আফিল উদ্দিন, সেলিম চৌধুরী, অ্যাডভোকেট আতাউর রহমান, উপ-প্রচার সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মোছাব্বির বকুল, উপ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান, সদস্য অ্যাডভোকেট আবু বককর ছিদ্দিকী, অ্যাডভোকেট আফজল আলী দুদু, অ্যাডভোকেট সুলতান মাহমুদ, অ্যাডভোকেট আব্দুল মুনতাকিম চৌধুরী খোকন, অ্যাডভোকেট সুমঙ্গল দাস , পৌর আওয়ামীলীগ সভাপতি অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটো, চুনারুঘাট উপজেলা আওয়ামীলীগ সভাপতি অ্যাডভোকেট আকবর হোসেন জিতু, কৃষক লীগ সভাপতি হুমায়ুন কবির রেজা, যুবলীগের সাধারন সম্পাদক বোরহান চৌধুরী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তফা কামাল আজাদ রাসেল, পৌর আওয়ামীলীগ এর যুগ্ম-সাধারন সম্পাদক হিরাজ মিয়া, হাবিব খান, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, স্বেচ্ছাসেবক লীগ এর সহ-সভাপতি অমল কুমার দাশ পলাশ, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাইদুর রহমান, সাং গঠনিক সম্পাদক মহিবুর রহমান মাহি, প্রজন্ম লীগ সাধারন সম্পাদক জসিম উদ্দিন ও অ্যাডভোকেট নুরুল ইসলাম তালুকদার।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *