খোয়াই নদীর উপর একটি সেতুর অভাবে শায়েস্তাগঞ্জ ও লস্করপুরে ৭০টি গ্রামের লক্ষাধিক মানুষের ভোগান্তির চরমে

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি : শায়েস্তাগঞ্জ পুরাণ বাজার সেতু ও ধুলিয়াখাল সেতুর মাঝামাঝি চরহামুয়ায় খোয়াই নদীর উপর একটি সেতুর অভাবে শায়েস্তাগঞ্জ ও লস্করপুরে ৭০টি গ্রামের লক্ষাধিক মানুষের ভোগান্তির যেন অন্ত নেই। এটি নির্মাণ হলে বদলে যেতে পারে শায়েস্তাগঞ্জ, নিজামপুর ও লস্করপুর ইউনিয়নের উন্নয়নের সার্বিক চিত্র। এতে একদিকে স্কুল-কলেজ, মাদ্রাসার ছাত্র-ছাত্রীসহ অফিস-আদালতগামী লোকজনের যাতায়াতের ভোগান্তি ও সময় যেমন লাঘব হবে তেমনি ব্যবসা বাণিজ্যের ও প্রসার ঘটবে। তাছাড়া লস্করপুর ইউনিয়নের জনসাধারন সর্বদা শায়েস্তাগঞ্জ হাসপাতাল, রেল জংশন, বাস ষ্ট্যান্ড, হাটবাজারসহ জেলার বিভিন্ন স্থানে যাতায়াতের ও ব্যবসা বানিজ্য সুবিধা হয়। শায়েস্তাগঞ্জ, নিজামপুর, নুরপুরসহ অন্যান্য  ইউনিয়নের লোকজনের লস্করপুর ইউনিয়নে যাতায়াত বেশী। সংশ্লিষ্ট ইউনিয়নের বাসিন্দারা নিত্য প্রয়োজনে  শায়েস্তাগঞ্জের চরহামুয়া এলাকায় খোয়াই নদীর খেয়াঘাট পার হতে হয়। বর্তমানে বিদ্যমান বাঁশের সাঁকু দিয়ে শুধু খরা মৌসুমে মানুষ যাতায়াত করতে পারে। কিন্তু বর্ষা মৌসুমে খেয়া পারাপারের জন্য এ ঘাটের উভয় পারের ছাত্র-ছাত্রীসহ সর্বস্তরের জনসাধারণকে নৌকায় পারাপারের আশায় অসহায়ের মতো বসে থাকতে দেখা যায়। তাছাড়া বর্ষায় বন্যায় নৌকাডুবির আশংকায় অনেক  ছাত্র ছাত্রীই স্কুল-কলেজ, মাদ্রাসায় যাওয়া থেকে বিরত থাকে। অনেক সময় যাতায়াতের অসুবিধার কারনে মুমূর্ষ্য রোগী হাসপাতালে স্থানান্তরের পূর্বেই মৃত্যুর কোলে ঢলে পড়ে। চরহামুয়া খোয়াই নদীর সেতুটি নির্মান হলে, গোপায়া ইউনিয়নে ধুলিয়াখাল ব্রীজ ও শায়েস্তাগঞ্জ পুরানবাজার ব্রীজ পরাপার থেকে রক্ষা পাবে। এতে প্রায় ২/৩ কিলোমিটার পথ কমে আসবে। এ সেতুটি কবে নাগাদ নির্মাণ হবে? শায়েস্তাগঞ্জ ও লস্করপুর ইউনিয়নবাসী সে আশায় বছর বছর ধরে অপেক্ষার প্রহর গুনছে। এ অপেক্ষা যেন শেষ হয় না।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *