চান্দপুর চা-বাগানের ধান্য জমিতে ইকোনোমিক জোন ॥ অবৈধভাবে বালু উত্তোলন ও স্কুলের নাম পরিবর্তনের দাবীতে ফুঁসে উঠছে চা-শ্রমিকরা

মোঃ ফারুক মিয়া:চুনারুঘাট(হবিগঞ্জ) সংবাদদাতা॥ চুনারুঘাট উপজেলার চান্দপুর চা-বাগানের চা শ্রমিকদের ধান্য জমিতে ইকোনোমিক জোন, তাহের-শামছুন্নাহার উচ্চ বিদ্যালয়ে নামকরন ও বাগানের প্রকৃতি পরিবর্তন করে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবীতে কর্মবিরতি দিয়ে হবিগঞ্জের চা-শ্রমিকরা আন্দোলনের ডাক দিয়েছে। গত শনিবার সকালে ১১টায় চান্দপুর চা-বাগানের নাজঘরে নৃপেন পালের সভাপতিত্বে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় ব্যক্তব্য রাখেন, স্বপন সাওতাল, কাঞ্চন পাত্র, অভিলাস গোস্বামী, সাধন সাওতাল, যুবরাজ ঝড়া, শ্যামল মুদি, বিজলা কানু, সুর্য রায়সহ অন্তত ২০/৩০ জন চা-শ্রমিক নেতা। শ্রমিকদের একটিই দাবী ইকোনোমিক জুনের আওতায় চান্দপুর চা-শ্রমিকদরে ধান্য জমি এদের ছেলে-মেয়েদের রিজিক। এখানে কোন ধরনের মিল-ইন্ডাষ্টিজ করতে দেয়া হবে না। চা-শ্রমিক নিরীহ জাতি বলে আমাদের নির্যাতন করা হচ্ছে। আমাদের আহারের শেষ সম্বল টুকু প্রভাবশালীরা কেড়ে নিতে চায়। এটি করতে দেয়া হবে না। তাছাড়া বাগানের বিভিন্ন ছড়া থেকে বালি উত্তোলনের নামে প্রভাবশালী মহল চা-বাগানের প্রকৃতি ও ভৌগলিক অবস্থান করে ফেলছে। প্রতিনিয়ত বাগানের আয়াতন ছোট হয়ে আসছে। ছায়াদানকারী গাছ কেটে নিয়ে যাচ্ছে। চা-শ্রমিক কাজের সন্ধানে বস্তিতে গিয়ে কাজ করছে। হুমকির সম্মুখীন হচ্ছে চা-শ্রমিক জাতিসহ পরিবেশ। চা-শ্রমিক জানায়, তাদের উপর থেকে নির্যাতন বন্ধ করা না হলে তারা শায়েস্তাগঞ্জ ঢাকা-সিলেট মহা সড়ক অবরোধসহ কটোর আন্দোলনের হুমকি দেয়। এদিকে চান্দপুর বাজারের সংনিকটে তাহের-শামছুন্নাহার উচ্চ বিদ্যালয় নামে সম্পতি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলেগের সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের স্কুলটি প্রতিষ্ঠা করেন। ঐ স্কুলটির নাম করন ভিত্তি প্রস্তর ফলক ভেঙ্গেঁ দিয়েছে আন্দোলনরত চা-শ্রমিকরা। চা-শ্রমিকদের দাবী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাদের ভোটাধিকার দিয়েছিলেন। তাই বাগানের জমিতে হাইস্কুল হলে বঙ্গবন্ধু আশর্দ উচ্চ বিদ্যালয় নাম করন করতে হবে। শ্রমিকরা তাদের দাবীর প্রেেিত সহহস্তে একটি সাইন বোর্ড বিােদ্ধ শ্রমিকরা স্কুলে টাঙ্গিয়ে দিয়েছে। পরে ২৩ টি চা-বাগানের শ্রমিকরা বিশাল বিভ মিছিল বের করে ইকোনোমিক জুন জমিতে দাড়িয়ে অবস্থান করে। চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার মাশহুদুল কবির এর সাথে ইকোনোমিক জুন বিষয়ে আলাপ কালে তিনি বলেন, এ বিষয়ে এখনো কোন চুড়ান্ত সিদ্ধান্ত হয়নি। কতটুকু জমি লাগতে পারে এখনই তা বলা যাচ্ছে না।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *