চুনারুঘাটে সড়ক দূর্ঘটনায় সিএনজি চালক নিহত ১ ॥ আহত ৪

খন্দকার আলাউদ্দিন: সড়ক দুর্ঘটনায় প্রাণহানীর ঘটনায় উল্লেখযোগ্য কোন জেল জরিমানা নেই। এ বিষয়ে সরকার নতুন আইন করলেও বাস্তবে তার কার্যকারীরিতা নেই। ফলে চালকের নির্দিষ্ট শিক্ষা ও অভিজ্ঞতার প্রয়োজন দরকার পরে না। লাঘামহীনভাবে অনির্দিষ্ট কিশোর চালকের ছড়াছড়িতে প্রতিনিয়ত ঘটেছে দুর্ঘটনা। গত শনিবার চুনারুঘাটে অটোরিক্সা সিএনজি ও মাইক্রো (লাইটেস) এর মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক নিহত ও ৫ যাত্রী আহত হয়েছে। আহত সূত্রে জানাযায়, গতকাল শনিবার দুপুর ১২টায় উপজেলার রাইসমিল নামক স্থানে শায়েস্তাগঞ্জ থেকে চুনারুঘাট  গামী যাত্রীবাহী একটি অটোরিক্সা (সিএনজি) ও বিপরিতগামী একটি মাইক্রো গাড়ির মুখোমুখি  সংঘর্ষে সিএনজি চালক শাহজাহান মিয়া (৪৫) ঘটনাস্থলেই নিহত ও ৪ জন আহত হয়েছে। নিহত সিএনজি চালক শাহজাহান হবিগঞ্জ সদর উপজেলার বাঘনিপাড়া গ্রামের মৃত ছুরত আলীর ছেলে। আহত যাত্রীরা হলেন সোহাগ (২৫), মতিউর রহমান (৪৫), রুবেল মিয়া (২৮) ও রাসেল মিয়া (৩০)। আশংকজন অবস্থায় রুবেলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। খবর পেয়ে চুনারুঘাট থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত শাহজাহানের লাশ উদ্ধার করে এবং ঘাতক মাইক্রো ঢাকা মেট্রো গ-১৩-২২১৯ ও ধুমরেমুরছে যাওয়া সিএনজি আটক করে থানায় নিয়ে আসে। অন্যানদের আহতদের চুনারুঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *