প্রতিরোধ যুদ্ধ ॥

মার্চ ১৯৭১জানুয়ারী মাসে পাঞ্জবী ও পাঠান সিপাহীদের পরিবারবর্গের একটি তালিকা প্রনয়ণ ও প্রদানের নির্দেশ দেওয়া হয় এবং ফ্রের্রুয়ারীর মধ্যে তাদের পাকিস্তান পাঠানোর নির্দেশ ১৬ই মার্চে যখন বঙ্গবন্ধুর সঙ্গে পশ্চিমাদের আলোচনা শুরু হয় আমরা তখন আশা করেছিলাম একটি রাজনৈতিক সমাধান হবে। কিন্তু পাক বাহিনীর অস্ত্র ও গোলাবারুদ আনয়নের কার্যক্রম মনে সন্দেহের সঞ্চার করে। পাকিস্তানী অফিসারদের বিভিন্ন গ্যারিসনে সন্দেগের আনাগোনা পরিলক্ষিত হয়। ১৭ই মার্চ লেঃ কর্ণেল এম. আর. চৌধুরী, আমি ও ক্যাপ্টেন ওয়ালী গোপন বৈঠকে মিলিত হয়ে পরিকল্পনা করলাম, এতে ই. পি. আর. এর ক্যাপ্টেন রফিকও যোগ দিলেন। ২১ই শে মার্চ জেনারেল হামিদ চট্রগ্রাম সেনানীবাসে চুড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের জন্য আগমন করলে ইষ্ট বেঙ্গল রেজিমেন্ট সেন্টারে ভোজ সভায় বিশ বালুচ রেজিমেন্টের কমান্ডিং অফিসার ফাহমিকে বলেন, সংক্ষেপে ক্ষিপ্র গতিতে যত সম্ভব কম লোক ক্ষয় করে কাজ সমাধা করতে হবে। কথা গুলো আমি শুনতে পাই। ২৪শে মার্চ পাকিস্তানী বাহিনী শক্তি প্রয়োগ করে জাহাজ সোয়াত থেকে অস্ত্র য় চলবে নামানোর পথ করে নিতে অভিযান পরিচালনা করার সময় জনতার সঙ্গে সংঘর্ষে বিপুল সংখ্যক বাঙ্গালী নিহত হয়। যে কোন মুহুর্তে সশস্ত্র সংগ্রাম শুরু হয়ে যেতে পারে। মানসিকতরি দিক দিয়ে মে ভাবেই প্রস্তুত ছিলাম। ২৫শে ও২৬শে মার্চর মধ্যবর্তী রাত ১২টার সময় নৌ বাহিনীর ট্রাকে করে বন্দরে গিয়ে জেনারেল আনসারীর কাছে আমাকে রির্পোট করতে নির্দেশ দেয়া হয়। সাথে পাকিস্তানী নৌবাহিনীর প্রহরী থাকবে এবং আমি সাথে করে তিনজন লোক নিতে পারি ও একজন পাকিস্তনী অফিসার থাকবে। আগ্রাবাদে আমাদের থামতে হল। এসে আমাকে চুপে চুপে বলে গেলেন, পাকিস্তানীরা সামরিক তৎপরতা শুরু করেছে এবং বহু বাঙ্গালীকে হত্যা করেছে ইতো মধ্যেই, নিজে নিজেই সেদ্ধান্ত নিয়ে নিলম বিদ্রোহ করার। তাকে বললাম তুমি ষোলশহরে যাও, পাকিস্তানীদের গ্রেফতার করো এবং ওলি আহমদকে ব্যাটালিয়ন তৈরী করতে বল, আমি আসছি। আমি ট্রাকের কাছে গিয়ে বললাম-আমার সঙ্গে কেউ যেতে হবে না এবং আমি পাঞ্জাবী ড্রাইভারকে গাড়ী ঘুরাতে বললাম। ষোলশহর বজারে পৌছেই গাড়ী থেকে নেমে পড়লাম এবং হাতে রাইফেল তুলে নিলাম। তখন একজন পাকিস্তনী অফিসার ও আরও আটজন নৌ বাহিনীর লোকের প্রতি সেই রাইফেল তাক করে আতœসমর্পনের নির্দেশ দিতে তারা অস্ত্র সমর্পন করল। আমি তখন কমান্ডিং অফিসারের জীপ নিয়ে তার বসায় হিয়ে কলিংবেল টিপলে কর্ণেল দরজা খোলার সাথে সাথে তাকে বাহিরে এনে গ্রেফতার করলাম। ২৫শে মার্চ রাত ৮টা ৩০মিনিটে ই,পি, আর ক্যাপ্টেন রফিক আলোচনা ব্যর্থ হয়েছে বলে জানান এবং পরে ডাঃ জাফর উল্লাহর কাছ থেকে জানাতে পারলাম পাকিস্তনীরা ঢাকায় ট্যাংক নিয়ে বের হয়েছে। আমি তখন খাবার খাচ্ছিলাম। তৎক্ষনাৎ হালি শহরে ই, পি. আর সদর দপ্তরে টেলিফোন করে বিদ্রোহ করার নির্দেশ দিলাম এবং অস্ত্রাগার সম্পৃর্ণ নিয়ন্ত্রনে রেখে পাকিস্তানীরা যাতে বের হতে না পারে তার প্রতি কড়া নজর রাখার নির্দেশ দিলাম। ওয়্যারলেস কলোনীতে পাকিস্তনীদের কৌশলে আতœসমর্পনে বাধ্য করা হয়। তারপর হালি শহরের দিকে এগিয়ে গিয়ে সকল পাকিস্তানীদের গ্রেফতার করা হয়। সীমন্ত ফাড়ি গুলোর প্রতি অনুরূপ নির্দেশ দেওয়া হয় এবং তারা সমস্ত পাকিস্তানী ই, পি, Í এর গ্রেফতার করে। উল্লেখ্য ঢাকার কিন্তু অপারেশন শুরু হয় রাত ১১টা ১৫মিনিটের সময়, কিন্তু চট্রগ্রামে ১০টা ৪৫ মিনিট পর্যন্ত সময়ের মধ্যে সমস্ত ই, পি,আর-এ গ্রেফতার কার্য সমাধান করা হয়। ডাঃ জাফর ষোলশহরে অষ্টম  ইষ্ট বেঙ্গল রেজিমেন্টের সঙ্গে রাত ৯টার সময় যোগাযেগ করেন ও বিদ্রোহের সংবাদ প্রদান করেন। চট্রগ্রামসেনানিবাস থেকে ২০ বালুচ রেজিমেন্ট রাত ১১টা ৩০ মিনিটের সময় ইষ্ট বেঙ্গল রেজিমেন্টের সেন্টার অতর্কিত আক্রমন করে বসে এবং এখানে ১হাজারেরও বেশি বাঙ্গালী সৈন্য হত্যা করে। রেজিমেন্টল সেন্টার থেকে পালিয়ে আসা কিছু সৈন্য অষ্টম ইষ্ট বেঙ্গল রেজিমেন্টকে সাহায্যের অনুরোধ জানায়, কিন্তু অজানা কারণে তারা সাহায্যে যেতে ব্যর্থ হয়। কর্ণেল এম, আর চৌধুরী রেজিমেন্টাল সেন্টারে পাকিস্তানীদের হাতে নিহত হন। ২৬শে মার্চ রাতে ২৪ ফ্রন্টিয়ার রেজিমেন্ট,মর্টারবহী দল ও ইঞ্জিনিয়ার দল কুমিল্লা থেকে চট্রগ্রামের পথে ব্রিগেডিয়ার ইকবাল-শফির নেতৃত্বে ১০০টি গাড়ীর কনভয় নিয়ে যাত্রা করে। পথিমধ্যে ই,পি,আর ও ইষ্ট বেঙ্গল রেজিমেন্টর সৈন্যরা এ্যমবুশকরে। ফ্রন্টিয়ার ফোর্সের অধিনায়ক লে: কর্ণেল শাকুর খান সহ ৭০ জনকে হত্যা করে। প্রায় ২ ঘন্টার এই লড়াইয়ে ইকবাল-শফি পাহাড়ে আতœগোপন করে প্রাণ বাঁচান। ২৬শে মার্চ ই, পি, আর ক্যাপ্টেন হারুন চৌধুরী চট্রগ্রাম এসে  যুদ্ধে যোগ দেন। অষ্টম ইষ্ট বেঙ্গল কালুরঘাটে অবস্থান করে এবং কক্সবাজার থেকে আগত সৈন্যরা তাদের সাথে যোগ দেয়। ২০ বালুচ রেজিমেন্ট ্্যাংক নিয়ে সেনানিবাস থেকে বেরিয়ে পড়ে। বিমানে করে পাকবাহিনীকে জব-ওসভড়ৎপব করা হয় এবংতারা নৌঘাটি থেকে কহালি শহর আক্রমন করে। এতে যথেষ্ট পাকসেনা নিহত হয়। ২৮শে মার্চ নৌঘাটি ও ক্যান্টনমেন্টের মধ্যবর্তী টাইগার পাস দখল করে নেয়ার ম,য় দামপাড়া পুলিশ ফাড়ির সদস্যরা সাহসিকতার সাথে প্রতিরোধ করে। ২৯শে মার্চ পাকিস্তনীদের হাতে হালি শহরের পতন ঘটে। ৩০শে মার্চ ই.পি. আর. এর সর্বশেষ ঘাটি কোর্ট হিলের উপর আক্রমন চালালে বঙ্গ শার্দুলেরা তিনদিন পর্যন্ত বীর বিক্রমে যুদ্ধ চালায়। ওদিকে ২৯শে মার্চ লেঃ মাহফুজ এক কমান্ডো প্লাটুন ধ্বংস করে প্রচুর অস্ত্র শস্ত্র উদ্ধার করেন। ১১ই এপ্রিল গুরুতরভাবে আহত হন। যশোরের সেনানিবাসে অবস্থান করছিল ইণ্ট বেঙ্গল রেজিমেন্টের প্রথম ব্যাটালিয়াম। ৩০শে মার্চ ব্রিগেডিয়ার আব্দুর রহিম দুররানি কর্তৃক তাদের নিরস্ত্র করার সংবাদ পেয়ে প্রথম ইষ্ট বেঙ্গল রেজিমেন্ট বিদ্রোহ ঘোষণা করে এবং দরজা ভেঙ্গে অস্ত্র শস্ত্র হাতে নিয়ে প্রতিরোধ মূলক ব্যবস্থা গ্রহণ করে। কিন্তু ২০ বালুচ ও ২২ ফ্রন্টিয়ারদের দুটি কোম্পানী তাদেরকে ঘিরে মর্টার ও আর্টিলারীরা গোলা বর্ষন শুরু করে। পথে লেঃ আনোয়ার হানাদারদের হাতে শহীদ হন। অন্যরা আশুলিয়া বি.ও.পিতে সমবেত হয়ে চুড়ান্ত যুদ্ধের শপথ নেন। চুয়াডাঙ্গাতে ৪র্থ ই.পি. আর উইং এর মেজর উসমানের নেতৃত্বে যুদ্ধ শুরু হয়। ২৬শে মার্চ হানাদার বাহিনীর বর্বরতার খবর পেয়ে কর্নেল আযম আওয়ামীলীগ নেতা আহছানুল হক সমন্বয়ে বিদ্রোহের সিদ্ধান্ত নেন এবং সাথে সাথে সীমান্ত ফাঁড়িগুলোতে বিদ্রোহের নির্দেশ দেওয়া হয়। পাকিস্তানী সুবেদার মেজর খোদেদাদ খান সহ সকল পাকিস্তানীদের বন্দি করা হয়। পাকিস্তানী ক্যাপ্টেন সালেক ও তার দেহরক্ষী দুইজন নিহত হয়। ৩০শে মার্চ ভোর রাতে ই. পি. আর, ইণ্ট বেঙ্গল, আনসার ও জনতার সাহায্যে পুলিশ লাইন আক্রমন করে সারাদিন যুদ্ধ চলে। সাহায্যে পুলিশ লাইন আক্রমন করে সারাদিন যুদ্ধ চলে। ৩১শে মার্চ জেলা স্কুলে শত শত লোকজন লাঠি সোটা নিয়ে এগিয়ে আসে এবং তাতে বহু সংখ্যক পাক সেনা হতাহত হয়। পালিয়ে যাওয়া সৈন্যদের শৈলকুপা ব্রিজের কাছে  এ্যমবুশ করে হত্যা করা হয় এবং অবশিষ্ট সৈন্যদেরকে জনগণ পিটিয়ে হত্যা করে। ৩রা এপ্রিল বাঁশখালীতে আরো একটি কোম্পানীর অগ্রযাত্রা রাস্তা কেটে ফাদে ফেলে জনগণ তাদের ঘেরাও করে। মেহেরপুরের এ ডি ও তওফিক চৌধুরী ঝিনাইদহের ঝ.উ.চ.ঙ মাহবুব উদ্দিন সহ মেজর ওসমানীর সাথে দেখা করে ভারতের সাহায্যে জন্য নদিয়ায় যান। তাজউদ্দিন আহমদ(আওয়ামীলীগ)জীবন নগর ফাড়িতে মেজর উসমানের সঙ্গে দেখা করেকলিকাতা হয়ে দিল্লীতে যান। পাক সেনারা ঢাকা থেকে যশোরে সৈন্য সরবরাহ করে ও বিমান থেকে বোমাবষন শুরু করে। হার্ডিঞ্জ ব্রিজের কাছে তখন এক প্রচন্ড যুদ্ধ সংঘটিত হয়। ২৮শে মার্চ মেজর শফিউল্লাহর নেতৃত্বে দ্বিতীয় ইষ্ট বেঙ্গল রেজিমেন্ট জয়দেবপুর ও ব্রাক্ষণবাড়িয়া হতে ময়মনসিংহের পথে রওয়ানা হয়। ময়মনসিংহের সমস্ত সৈন্য ই. পি. আর. ও পুলিশ সিরাজগঞ্জ ঘাটে সমবেত হয়। ২৯শে মার্চ তিনটি সাবেক ই. পি. আর. গ্র“প মীরপুর, মোহাম্মদপুর ও ঢাকা বিমান বন্দরের দিকে রওয়ানা হয়। অপরদিকে দ্বিতীয় ইষ্ট বেঙ্গল কিশোরগঞ্জ, ভৈরব ও নরসিংদী হয়ে দিকে রওয়ানা পদব্রজে ঢাকা মতিঝিল হয়ে ক্যান্টনমেন্টের দিকে অগ্রসর হয়। ৩০শে মার্চ মেজর শফিউল্লাহর সৈন্যরা দুই দিক দিয়ে আক্রমনের সম্মুখীন হয়। প্রবল পরাক্রমে যুদ্ধ করে অবশেষে গোলাবারুদ নিঃশেষ হয়ে যায়। প্রথমে তারা পিছু হটতে বাধ্য হয়। মেজর খালেদ মোশাররফ তখন ব্রাক্ষণবাড়িয়া ও সিলেটের কিছু অংশ তার দখলে রাখেন এবং মেজর শফি ও তার গ্র“প সহ ঢাকা আক্রমনে পরিকল্পনা করেন। পরবর্তীতে অনিবার্য কারণে এই পরিকল্পনা বাতিল করা হয়। এক গ্র“প সৈন্য ক্যাপ্টেন নাজিমের নেতৃত্বে নরসিংদীর পথে পাড়ি জমায়। ক্যাপ্টেন মতিউর তাতে যোগদান করেন। পথে তারা যাত্রাবাড়ী ও ডেমরা বিভিন্ন স্থানে আক্রমন পরিচালনা করেন। ভৈরব থেকে দুইটি পদাতিক বাহিনীর একটি কুমিল্লার সরাইল ও অপরটি সিলেটের পথে রওয়ানা হয়। অন্যদিকে ২২শে মার্চ মেজর খালেদ মোশাররফ ৪র্থ ইষ্ট বেঙ্গল রেজিমেন্টের কুমিল্লাস্থ উপ-অধিনায়ক নিযুক্ত হন এবং জানতে পারেন ৫৩ ফিল্ড রেজিমেন্ট (কামান) ও ৩য় কমান্ড ব্যাটালিয়ানের স্বয়ংক্রিয় অস্ত্রের নল ৪র্থ বেঙ্গল রেজিমেন্টের দিকে তাক করে বসানো হয়েছে।   দূরভিসন্ধি সম্পর্কে সন্দেহ করে পাকা রাস্তা ছেঢ়ে গাঁয়ের মেঠো পথে চলতে থাকেন এবং ঢাকার সামরিক তৎপরতার খবর পেয়ে কনভয় নিয়ে ব্রাক্ষনবাড়িয়ায় রওয়ানা হন। ২৭ইং শে মার্চ পাকিস্তানীদের কুমৎলব বুঝাতে পেরে কর্নেল সাফায়াত জামিল,খিজির হায়াতসহ সমস্ত পাকিস্তানী সৈন্যদের বন্দি করেন। বেলা ২ টার সময় মেজর খালেদ ব্রাক্ষনবাড়িয়া পৌছেন। একটি কোম্পানী ভৈরবে,একটি নরসিংদী ও একটি কোম্পানীগঞ্জ এবং সিলেট অভিমূখে পাঠান। ক্যাপ্টেন সাফায়াত আখাউড়া কসবা ও গঙ্গাসাগর অভিমুখে রওয়ানা হন। মেজর খালেদ তেলিয়াপাড়া চা বাগানে তার হেড কোয়ার্টার স্থাপন করেন। পশ্চিম পাঞ্জাব রেজিমেন্টের একটি কোম্পানী রাজশাহী থেকে পাবনা আসছিলো। ২৭শে মার্চ তাদেরকে আক্রমন করে ক্যাপ্টেন আজগর ও লেঃ রশিদসহ বহু সংখ্যক পাক সৈন্যকে হত্যা করা হয়। মেজর আসলাম রাজশাহী থেকে পাবনা যাওয়ার পথে সমস্ত সৈন্য সহ নিহত হন। ২৬ শে মার্চ রাজশাহী জেলা প্রশাসক,নওগায়ের ই.পি আর. ক্যাপ্টেন গিয়াসকে টেলিফোন করেন এবং জানান যে রাজশাহী পুলিশ লাইনের চতুর্দিক ২০ পাঞ্জাব রেজিমেন্টে ঘেরাও করে আছে। সময়ে সম্ভাব্য সাহায্য এসে না পৌছায় পুলিশ লাইন আক্রান্ত হয় ও তাতে পুলিশ বাহিনী বহু সদস্য হতাহত হয়।২৫  পাঞ্জাব রেজিমেন্টের এক কোম্পানী মেজর আসলাম ও ক্যাপ্টেন ইসহাকের নেতৃত্বে রাজশঅহীর দিকে যাওয়ার পথে সারদা থেকে ক্যাপ্টেন রশিদের বাহিনী নওগাঁ থেকেই ই.পি আর এর সদস্যরা বাংলার স্বাধীনতার পতাকা উত্তোলন করেন।২৯/৩০ শে মার্চ মেজর নাজমুল ও তার সহকারী ক্যাপ্টেন গিয়াস বগুড়া আক্রমন করেন। বহু সংখ্যক পাক সেনাকে এই আক্রমনের মাধ্যমে হত্যা করা হয় এবং অবশিষ্টরা পালিয়ে যায। ৩১ শে মার্চ ক্যাপ্টেন রশিদ ও গিয়াস পূর্ব ও দক্ষিণ দিকে থেকে রাজশাহী আক্রমনে অগ্রসর হন এবং ৫ ই এপ্রিল পর্যন্ত তাদের উপর ব্যাপক গোলাবর্ষন হয়।৭ই এপ্রিল থেকে অগ্রাভিযান চলে। ১১ইং এপ্রিল থেকে ১৪ই এপ্রিল পাকিস্তানীরা সবাত্মক আক্রমন চালায়। সৈয়দপুরে ইষ্ট বেঙ্গল রেজিমেন্টের ক্যাপ্টেন আশফাকও ক্যাপ্টের দুটি প্লাটুন আনোয়ার দিনাজপুরের ই পি আরদের সাথে এবং তৃতীয় বেঙ্গল রেজিমেন্টের দুটি প্লাটুন বদরগঞ্জে যোগ দেন।অন্যদিকে মেজর নিজাম পার্বতীপুর ঘাটি আক্রমন করলে অজস্র মুক্তিযোদ্ধা নিহত হয় এবং নিজ বাহিনীর হাতে তিনিও নিহত হন। ক্যাপ্টেন আনোয়ার প্রবল যুদ্ধে ৮ইং এপ্রিল আহত হন ও পিছু হটেন।ক্যাপ্টেন আশফাক ও পাকিস্তানী ট্যাংক বাহিনরি মোকাবেলা করেন,কিন্তু পিছু হটতে বাধ্য হন। বরিশালের আর্মড কোর অফিসার মেজর জলিল বিদ্রোহ ঘোষণা করে বরিশালের নিয়ন্ত্রন ভার হাতে নিলেন এবং ছাত্র জনতা পুলিশ ই পি আর ও আনসার তাদের সাথে যোগ দেন। ৪ঠা এপ্রিল তার খুলনা বেতার কেন্দ্র মুক্ত করেন। কিন্তু ১৭ইং এপ্রিল তিনি ভারতে চলে যান। রংপুরের ব্রিগেডিয়ার মালিক তার কনফারেন্সে ক্যাপ্টেন নওয়াজেশ (বাঙ্গলী) কে সরিয়ে দেওয়ার প্রস্তাব করলে তার মনে সন্দেহের.

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *