প্রাণ জুস খেয়ে এক পরিবারের ৫ জন অসুস্থ

আবুল হাসান ফায়েজ : প্রাণ কোম্পানীর ফ্রুটো জুস খেয়ে হবিগঞ্জ সদর উপজেলার তেতৈয়া গ্রামের এক পরিবারের ৫ জন অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে ৩ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ও ২ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অসুস্থ হয়ে পড়া লোকদের পারিবারিক সূত্র জানায়, গত শুক্রবার সন্ধ্যায় তেতৈয়া গ্রামের অসুস্থ মমতাজ মিয়াকে দেখতে যান তার শ্যালক বড় বহুলা গ্রামের ভিংরাজ মিয়া। সাথে নিয়ে যান প্রাণ কোম্পানীর ফ্রুটো জুস। রাতে মমতাজ মিয়া জুস খেয়ে প্রায় ২ ঘন্টা পর অজ্ঞান পড়েন। সাথে সাথে পরিবারের লোকজন তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসেন। কর্মরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এদিকে পরিবারের লোকজন বুঝতে পারেননি জুস খেয়ে মমতাজ মিয়া জ্ঞান হারিয়েছেন। কারণ তিনি এমনিতেই অসুস্থ  ছিলেন। তাদের ধারণা অসুস্থতার কারণেই তিনি অজ্ঞান হয়েছেন। পরদিন অর্থাৎ গত শনিবার বিকেলে ভিংরাজ মিয়ার আনা জুস পান করেন পরিবারের আরো কয়েকজন সদস্য। জুস পানের পর তারা সকলেই অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ অবস্থায় মমতাজ মিয়ার ভাতিজার স্ত্রী মিনাজ আক্তার (২৭), তার ননদ রিপা আক্তার (১৫), খাদিজা আক্তার (১৪) ও তার ছেলে হেলাল মিয়াকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। রাতে হেলাল মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তেতৈয়া গ্রামের বাসিন্দা এপিপি অ্যাডভোকেট আবুল কালাম তাদের হাসপাতালে নিয়ে আসেন। তিনি জানান, এ ব্যাপারে তিনি কয়েকজন ডাক্তারের সাথে কথা বলেছেন। ডাক্তাররা তাকে জানিয়েছেন- কোম্পানীগুলো যখন কোন প্রকার জুস তৈরি করে তখন বিভিন্ন প্রকার কেমিক্যাল দেয়। অনেক সময় কেমিক্যাল কম বেশি পড়ে যাওয়ায় এ ধরনের ঘটনা ঘটে থাকে। সদর আধুনিক হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মিঠুন রায় জানান, মেয়াদ উত্তীর্ণ পণ্য খেলেও এ ধরনের অসুস্থতা দেখা দেয়।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *