বছরের শুরুতেই বাহুবলে গোপনে বিক্রি হচ্ছে নিষিদ্ধ গাইড বই

আজিজুল হক সানু: বাহুবলে বছরের শুরুতইে বইয়ের দোকান গুলোতে অবাধে বিক্রি করা হচ্ছে নিষিদ্ধ নোট-গাইড, সহায়ক পাঠ্য বই, অনুপম সিরিজ, পুথনিলিয়, জুুপটিার ও কম্পউিটার সহ বিভিন্ন নামের নোট বই বাজারে দেদারছে প্রকাশ্য বিক্রি হচ্ছে। আগে স্থানীয় বইয়ের দোকান মালিকরা এসমস্ত গাইড বই গোপনে মজুদ করে শিক্ষার্থীদের কাছে গোপনে বিক্রি করতো। বর্তমানে বাহুবলের বিভিন্ন লাইব্রেরীতে বইয়ের দোকান গুলোতে এ নিষিদ্ধ নোট বই বিক্রি  হচ্ছে একবারেই খোলা মেলা ভাবে। সূত্র জানায়, নোট বই কোম্পানী গুলোর প্রতিনিধি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং সহকারী শিক্ষকদের লোভনীয় কমিশন ও ডোনেশন পেয়ে শিক্ষার্থীদের নোট ও সহায়ক বই কিনতে প্রলুদ্ধ করছেন। কোচিং ও স্কুল শিক্ষকদের চাপে পড়ে কোমলমতি শির্ক্ষাথীরা উচ্চ মূল্য দিয়ে গাইড ও সহায়ক বই কিনতে বাধ্য হচ্ছে। অবৈধ নোট বই জব্দে প্রশাসনের তৎপরতা না থাকার সুযোগে শিক্ষা বর্ষের শুরুতে শিক্ষক সমিতি, শিক্ষক আর বইয়ের দোকান মালিকরা একাট্রা হয়ে গোপনে নোট বই ব্যবসায় মাঠে নেমেছেন। তাছাড়া কতিপয় ব্যক্তিদের মুখ বন্ধ করতে গিয়ে পকেটে অর্থকড়ি তুলে দিয়ে শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চিত করতে শুরু করার পায়তারা চালানো হচ্ছে।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *