শায়েস্তাগঞ্জে বিভিন্ন রড-সিমেন্টের দোকানে ওজনে কারচুপি!

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি : শায়েস্তাগঞ্জে বিভিন্ন রড-সিমেন্টের দোকানে ওজনে কারচুপির অভিযোগ রয়েছে। এতে ক্রেতারা প্রতিনিয়ত প্রতারিত হচ্ছেন। জানাযায়, শায়েস্তাগঞ্জ থানায় অনেক গুলি রড সিমেন্টের দোকান গজিয়ে উঠায় দোকান গুলো পরিমাপ যন্ত্র ও বাটখারা ব্যবহার করা হয়, সে গুলোর ওজন সঠিক কিনা তা সাধারণ ক্রেতারা যাচাই বাছাই করেন না। দোকান কর্তৃক ওজনকেই ক্রেতারা সঠিক বলে মেনে নেন। পরিমাপ যন্ত্রের ত্র“টির কারণে এবং বাটখারা কম ওজন সম্পন্ন থাকায়, ক্রেতারা রড সিমেন্টের দোকানগুলো থেকে জিনিষ ক্রয় করে প্রতিনিয়ত ওজনে ঠঁকছেন। সরকারী নিয়ম অনুযায়ী দোকান প্রতিষ্ঠানগুলোর ফ্লাটফরম স্কেল ও এতে ব্যবহৃত বাটখারা বিএসটিআই কর্তৃক ভেরিফাই করে নেওয়া বাধ্যতামূলক। ভেরিফিকেশন সার্টিফিকেট ও ষ্ট্যাম্প ছাড়া ওজন ও  পরিমাপ যন্ত্রপাতি ব্যবহার দন্ডনীয় অপরাধ অথচ শায়েস্তাগঞ্জে কিছুসংখ্যক দোকানপাট ভেরিফিকেশন ছাড়াই বছরের পর বছর ব্যবসা চালিয়ে যাচ্ছেন। বিএসটিআই কর্তৃপক্ষ ও এ ব্যাপারে কার্যকর কোন পদক্ষেপ নিচ্ছেন না। এক ব্যবসায়ী রসিকতা করে বলেন, দীর্ঘদিন যাবৎ বিএসটিআই’র কোন পরিদর্শক ওজনের সঠিকতা যাচাই এর জন্য শায়েস্তাগঞ্জে আসতে দেখা যায়নি। চুনারুঘাট উপজেলা সদরেও অনেকগুলো রড-সিমেন্টের দোকানে ওজনের কারচুপির অভিযোগ রয়েছে। রডের কেজিতে ২ টাকা কম দেখিয়ে ওজনে ক্রেতাদের ঠঁকাচ্ছেন তারা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয় সরেজমিন তদন্ত সাপেক্ষে বিহীত ব্যবস্থার দাবী জানিয়েছন ভোক্তভোগীরা।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *