সতর্ক থাকার আহবান জানালেন নোয়াপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার : দীর্ঘদিন নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স্বাক্ষর জাল করে জাতীয় নাগরিকত্ব সনদ পত্র, জন্মনিবন্ধন, মৃত্যু সনদসহ বিভিন্ন কাগজ পত্রে ব্যবহার করছে একটি স্বার্থনেষী মহল। এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ৯নং নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। জানা যায়, দীর্ঘদিন যাবত হবিগঞ্জের মাধবপুর উপজেলার ৯নং নোয়াপাড়া ইউনিয়নে বেশ কিছু প্রকারক চক্র জাতীয় নাগরিকত্ব সনদ, জন্ম নিবন্ধন, মৃত্যু সনদ, ট্রেড লাইসেন্সসহ বিভিন্ন কাগজপত্র বিভিন্ন কম্পিউটার থেকে কম্পোজ করে বিভিন্নজনের ভূয়া ঠিকানা দিয়ে বর্তমান চেয়ারম্যান সৈয়দ আবু নাসিম মোঃ আলমগীরের স্বাক্ষর ব্যবহার করে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করে যাচ্ছে। এবং উক্ত এলাকার একটি চক্র জাল সনদপত্র বানিয়ে বিক্রি করছে বলে অভিযোগ পাওয়া যায়। যা এসব জাল  স্বাক্ষর সনদ পত্র নিয়ে সরকারী, বেসরকারী, মালিকানা কোম্পানীতে যোগদান করছে। এমনকি, জন্ম নিবন্ধন সনদ তৈরী করে বাল্য বিবাহ হচ্ছে। এসব জাল সনদ ব্যবহার করায় চেয়ারম্যান আতংকে রয়েছেন। জাল স্বাক্ষরিত সনদ ব্যবহারকারী  কোন ব্যক্তিকে হাতে-নাতে ধরতে পারলে সংশ্লিষ্ট থানা পুলিশ কিংবা ৯নং নোয়াপাড়া ইউপি চেয়ারম্যান সৈয়দ আবু নাসিম মোঃ আলমগীর এর নিকট হস্তান্তর করার অনুরোধ জানান।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *