Daily Archives: January 19, 2015

চুনারুঘাটের ষাড়েকোনা গ্রামের শ্রী নিতাই চন্দ্র দেবের জমিতে আদালতের স্থিতিবস্থা

স্টাফ রিপোর্টার: চুনারুঘাট উপজেলার দওেরগাছ ইউনিয়নের ষাড়েকোনা গ্রামের শ্রী নিতাই চন্দ্র দেবের জে.এল নং ১০৮ খতিয়ান নং এস এ ৩৮ এ দাগ নং ১৯৯, মোয়াজী ১৩ শতক বাড়ীর রকম ভূমিতে আদালতের স্থিতাবস্থা রয়েছে। শ্রী নিতাই দেবের আবেদনের প্রেক্ষিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্র্যেট শাহীনা ফেরদৌসী এ আদেশ দেন। শ্রী নিতাই চন্দ দেব ও গোবিন্দ চন্দ্র দেবরের মধ্যে উল্লেখিত খতিয়ান ভূক্ত জমি নিয়ে দীর্ঘদিন যাবৎ তাদের মধ্যে বিরুধ চলে আসছিল। আইন শৃংখলা রক্ষার জন্য আদেশ দেন। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে চুনারুঘাট থানার এসআই কবির মিয়া দ’পক্ষকে বিরুধ পূর্ণভুমিতে আবাদ কিংবা ব্যবহার সনা করতে অনুলিপি প্রদান করেন।

খোয়াই নদীর উপর একটি সেতুর অভাবে শায়েস্তাগঞ্জ ও লস্করপুরে ৭০টি গ্রামের লক্ষাধিক মানুষের ভোগান্তির চরমে

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি : শায়েস্তাগঞ্জ পুরাণ বাজার সেতু ও ধুলিয়াখাল সেতুর মাঝামাঝি চরহামুয়ায় খোয়াই নদীর উপর একটি সেতুর অভাবে শায়েস্তাগঞ্জ ও লস্করপুরে ৭০টি গ্রামের লক্ষাধিক মানুষের ভোগান্তির যেন অন্ত নেই। এটি নির্মাণ হলে বদলে যেতে পারে শায়েস্তাগঞ্জ, নিজামপুর ও লস্করপুর ইউনিয়নের উন্নয়নের সার্বিক চিত্র। এতে একদিকে স্কুল-কলেজ, মাদ্রাসার ছাত্র-ছাত্রীসহ অফিস-আদালতগামী লোকজনের যাতায়াতের ভোগান্তি ও সময় যেমন লাঘব হবে তেমনি ব্যবসা বাণিজ্যের ও প্রসার ঘটবে। তাছাড়া লস্করপুর ইউনিয়নের জনসাধারন সর্বদা শায়েস্তাগঞ্জ হাসপাতাল, রেল জংশন, বাস ষ্ট্যান্ড, হাটবাজারসহ জেলার বিভিন্ন স্থানে যাতায়াতের ও ব্যবসা বানিজ্য সুবিধা হয়। শায়েস্তাগঞ্জ, নিজামপুর, নুরপুরসহ অন্যান্য  ইউনিয়নের লোকজনের লস্করপুর ইউনিয়নে যাতায়াত বেশী। সংশ্লিষ্ট ইউনিয়নের বাসিন্দারা নিত্য প্রয়োজনে  শায়েস্তাগঞ্জের চরহামুয়া এলাকায় খোয়াই নদীর খেয়াঘাট পার হতে হয়। বর্তমানে বিদ্যমান ...