সিলেটে বিচ্ছিন্ন ঘটনায় হরতাল পালিত

সিলেট প্রতিনিধি: সিলেটে অগ্নিসংযোগ আর ককটেল বিস্ফোরণের মধ্য দিয়ে স্থানীয় ২০ দলীয় জোটের ডাকা বুধবার সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে। বিএনপি ও ছাত্রশিবিরের সভাপতিসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

কেন্দ্রীয় বিএনপি ও স্থানীয় নেতাদের গ্রেফতারের প্রতিবাদে এ হরতালের আহ্বান করা হয়।

হরতালের সমর্থনে সকাল সাড়ে ৮টার দিকে নগরীর পূর্ব শাহী ঈদগাহ এলাকায় মিছিল করে সিলেট জেলা ছাত্রদল। এ সময় মিছিল থেকে রাস্তায় পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করে সড়ক অবরোধের চেষ্টা করা হয়। মিছিল থেকে বেশ কয়েকটি ককটেলেরও বিস্ফোরণ ঘটানো হয়।

হরতালের কারণে নগরীর বিপনী বিতান, দোকানপাট ও গণপরিবহণ চলাচল বন্ধ রয়েছে। তবে সকাল থেকেই হালকা যানবাহন চলাচল করছে।

নগরীর দক্ষিণ সুরমা ও উত্তর সুরমা বাস টার্মিনাল থেকে বাস চলাচল বন্ধ থাকলেও শিডিউল বিপর্যয় নিয়ে রেল চলাচল করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

এদিকে, সকালে নগরীর দরগাহ দহল্লা এলাকা সিলেট জেলা বিএনপির সাবেক দফতর সম্পাদক ময়নুল হককে আটক করে পুলিশ।

অপরদিকে, জেলার জৈন্তাপুর উপজেলা ছাত্রশিবিরের সভাপতি শাহ মো. জাকারিয়াকে আটক করা হয়েছে। উপজেলার চতুল এলাকা থেকে দুপুর ১২টার দিকে তাকে আটক করা হয়।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *