বুশারের জবাব

টেনিস কোর্টে  কেতাদুরস্ত পোশাক গায়ে নজর কাড়ছিলেন ইউগেনি বুশার। টেনিসের এই গ্ল্যামার কন্যা এবার শুনলেন সাংবাদিকের বিরূপ প্রশ্ন আর শোনালেন ধারালো জবাব। চলতি অস্ট্রেলিয়ান ওপেনের  প্রথম রাউন্ডে জয় শেষে  বুশারকে এক অস্ট্রেলিয়ান সাংবাদিক প্রশ্ন করেন, টেনিস কোর্টে কোমর দুলিয়ে তিনি নাচ দেখাবেন কি না। জবাবে বুশার বলেন, ‘টেনিস কোর্টে পুরুষ খেলোয়াড়দের বডি বিল্ডারদের মতো পোজ দিতে বলেন আগে।’  সাংবাদিকের এমন প্রশ্নে প্রতিক্রিয়া দেখাচ্ছেন সাবেক ও বর্তমান শীর্ষ নারী টেনিস তারকারা। ১২ বারের গ্র্যান্ড স্লাম শিরোপাজয়ী ৭১ বছরের বিলি জিন কিং বলেন,  অবশ্যই যৌনতা সম্পর্কিত প্রশ্ন এটি। এতে লিঙ্গ বৈষম্যও দেখছি আমি। আর বিশ্বের এক নম্বর নারী টেনিস খেলোয়াড় সেরেনা উইলিয়ামস দেখান ঝাঁঝালো প্রতিক্রিয়া। গতকাল দ্বিতীয় রাউন্ডে ভেরা ভনারেভার বিপক্ষে জয় শেষে সেরেনা বলেন, আমি রাফা (নাদাল) বা রজারকে (ফেদেরার) টেনিস কোর্টে নাচ দেখানোর আবদার করতে পারিনা। আর কোর্টে আমি কোমর দুলাতে চাইনি কখনো। কারণ দর্শকের বাড়তি মনোযোগের দরকার নেই আমার। গতকাল ফ্রান্সের ক্যারোলিন গার্সিয়াকে হারিয়ে চতুর্থ রাউন্ড নিশ্চিত করেন আসরের সপ্তম বাছাই তারকা বুশার। ম্যাচ শেষে ফের ওঠে ওই প্রসঙ্গ। বুশার বলেন,  আমাকে অদ্ভূত প্রশ্ন করা হচ্ছিল। আমি রাগ করিনি । আমি তা মজা হিসেবেই নিয়েছি। ওটি ছিল আচমকা এক প্রশ্ন। আমার জবাবটাও ছিল তাৎক্ষণিক।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *